২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে ২ বত্‍সর মেয়াদী কামিল (স্নাতকোত্তর) শ্রেণীতে ১ম পর্বে ভর্তির বিস্তারিত তথ্য

ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে ২ বত্‍সর মেয়াদী কামিল (স্নাতকোত্তর) শ্রেণীতে ১ম পর্বে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে বিলম্ব ফি’ছাড়া ভর্তি ০২-০৫-২০১৫ইং তারিখ হতে ১৫-০৬-২০১৫ইং তারিখ চলবে। ভর্তি সংক্রান্ত প্রকাশিত বিজ্ঞপ্তিটি নিচে হুবুহু তুলে দিলামঃ

২০১৩-২০১৪ শিৰাবর্ষে ২ বত্‍সর মেয়াদী কামিল (স্নাতকোত্তর) শ্রেণীতে ১ম পর্বে ভর্তি বিজ্ঞপ্তি

এতদ্বারা ইসলামী বিশ্ববিদাালয়ের স্বীকৃত ও অনুমতিপ্রাপ্ত ফাযিল (স্নাতক) ও কামিল (স্নাতকোত্তর) মাদ্রাসার প্রধানগণসহ সংশিস্নষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে ফাযিল (স্নাতক) ৩য় বর্ষ চূড়ানত্ম পরীৰা-২০১১, ২০১২ ও ২০১৩-এ উত্তীর্ন ছাত্র-ছাত্রীদের ২০১৩-২০১৪ শিৰাবর্ষে কামিল (স্নাতকোত্তর) শ্রেণীতে (২ বত্‍সর মেয়াদী) ১ম পর্বে ভর্তি ও নাম রেজিস্ট্রেশনের জন্য নিম্নবর্ণিত তফশিল অনুযায়ী রেজিস্ট্রেশন ফি’সহ অন্যান্য ফি’ জমা দিতে হবে৷

এ ছাড়াও কামিল (স্নাতকোত্তর) শ্রেণীতে গত ৩০-০৪-২০১১ইং তারিখে অনুষ্ঠিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ২১০তম সভায় অনুমোদিত ফাযিল ও কামিল মাদ্রাসার সংশোধিত একাডেমিক ও পরীক্ষা সংক্রান্ত অর্ডিন্যান্স এর ধারা ১.৪ অনুযায়ী কোন ছাত্র-ছাত্রী উক্ত অর্ডিন্যান্সের ১.৩ নং ধারায় উলেস্নখিত একটি বিষয়ে কামিল (স্নাতকোত্তর) ডিগ্রী অর্জন করার পর উক্ত ধারায় উলেস্নখিত অন্য যে কোন বিষয়ে পূনরায় ভর্তি হয়ে কামিল (স্নাতকোত্তর) ডিগ্রী অর্জন করতে পারবে৷ উক্ত ধারার আলোকে কামিল (স্নাতকোত্তর) পরীক্ষা -২০১০, ২০১১ ও ২০১২ এ উত্তীর্ন ছাত্র-ছাত্রী ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে কামিল (স্নাতকোত্তর) শ্রেণীতে (২ বত্‍সর মেয়াদী) ১ম পর্বে অন্য যে কোন বিষয়ে নিয়মিত ছাত্র-ছাত্রী হিসেবে ভর্তি হয়ে রেজিস্ট্রেশন করতে পারবে৷

ভর্তি ও রেজিস্ট্রেশনের নিয়মাবলীঃ
১৷ ভর্তি সংক্রান্ত সময়সূচীঃ
ক) বিলম্ব ফি’ছাড়া ভর্তি ০২-০৫-২০১৫ইং তারিখ হতে ১৫-০৬-২০১৫ইং তারিখ পর্যন্ত।
খ) বিলম্ব ফি’ছাড়া ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের আদায়কৃত ফি’ (নিম্নের বর্ণনানুযায়ী Online Banking/টি.টি-এর মাধ্যমে) জমা দেওয়ার শেষ তারিখ ১৬-০৬-২০১৫ইং৷
গ) বিলম্ব ফি’সহ ভর্তি ১৬-০৬-২০১৫ইং তারিখ হতে ২৭-০৬-২০১৫ইং তারিখ পর্যন্ত।
ঘ) বিলম্ব ফি’সহ ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের আদায়কৃত ফি’ (নিম্নের বর্ণনানুযায়ী Online Banking/টি.টি-এর মাধ্যমে) জমা দেওয়ার শেষ তারিখ ২৮-০৬-২০১৫ইং৷
উল্লেখ্য, ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে কামিল (স্নাতকোত্তর) শ্রেণীতে ১ম পর্বে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের প্রযোজনীয় ফি’ Online
Banking-এর মাধ্যমে অগ্রণী ব্যাংক লিমিটেড, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা, কুষ্টিয়া চলতি হিসাব নং ০২০০০০৩১২৬১৮১ (মাদ্রাসা শিক্ষা সংক্রান্ত এডুকেশন ফান্ড)-এ (যে সমস্থ জায়গায় Online Banking ব্যবস্থা নেই সে সমস্থ জায়গার মাদ্রাসাসমূহ রেজিস্ট্রার, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া-এর অনুকুলে অগ্রণী ব্যাংক লিমিটেড-এর যে কোন শাখা হতে আদায়যোগ্য টি.টি-এর মাধ্যমে) জমা দিতে হবে ৷ ফি’ জমা দিতে কোন সমস্যা হলে অগ্রণী ব্যাংক লিমিটেড, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা, কুষ্টিয়া-এর মোবাইল নম্বর ০১৯১২- ৯৮৪৫৮২, ০১৭১৭-৯৬৯৭৯৪, ০১৯২৬-৬৬২০২৯, ০১৭১৯-২৬৭৮২২, ০১৬৮৩-৫৯৩৩০১, ০১৯১৩-০৩৬৭৭১ -এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো৷

২৷ স্থানীয়ভাবে ভর্তি কার্যাদি সম্পাদনের জন্য নিম্নরুপ গঠিত কমিটি ভর্তি কার্য সম্পাদন করবে৷
কমিটিঃ
১) সংশিস্নষ্ট মাদ্রাসার অধ্যক্ষ- আহবায়ক
২) একজন শিক্ষক প্রতিনিধি
গভর্নিং/এডহক কমিটির সদস্য সংশ্লিষ্ট মাদ্রাসার অধ্যক্ষ কর্তৃক মনোনীত (তবে সরকারী মাদ্রাসার ক্ষেত্রে সংশিস্নষ্ট মাদ্রাসার অধ্যক্ষ কতৃক মনোনীত একজন শিক্ষক)  – সদস্য
৩) কামিল পর্যায়ে একজন শিক্ষক (প্রভাষক/সহকারী অধ্যাপক)
সংশিস্নষ্ট মাদ্রাসার অধ্যক্ষ কর্তৃক মনোনীত – সদস্য
৩৷ নির্বাচনী পরীক্ষার মাধ্যমে ভর্তির কার্যাদি সম্পন্ন করতে হবে৷
৪৷ ফাযিল (সড়বাতক) পাশের নম্বরপত্র ও মাদ্রাসা প্রধান কতৃর্ক ইস্যুকৃত প্রশংসাপত্রের মূল কপি সংরক্ষণ না করে কোন ক্রমেই ছাত্র-ছাত্রী ভর্তি করা যাবে না৷ তবে ফাযিল (স্নাতক) পরীক্ষা-২০১৩ এ উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের টেবুলেশন সিটের (সংশ্লিষ্ট মাদ্রাসার অধ্যক্ষ কতৃর্ক সত্যায়িত) কপি দিয়ে ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে কামিল (স্নাতকোত্তর) শ্রেণীতে ১ম পর্বে ভর্তি করা যাবে৷ পরবর্তীতে যখন ফাযিল (স্নাতক) পাশের নম্বরপত্র পাওয়া যাবে তা সংশিস্নষ্ট মাদ্রাসাকে অবশ্যই সংরক্ষণ করতে হবে ৷

৫৷ Online Banking/টি.টি-এর মাধ্যমে ফি’ জমার রশিদ ও Tot List সহ আনুষঙ্গিক কাগজপত্র জমা দেয়া সংক্রান্ত তথ্যঃ

২০১৩-২০১৪ শিৰাবর্ষে কামিল (স্নাতকোত্তর) শ্রেণীতে ১ম পর্বে ছাত্র-ছাত্রী ভর্তির পর সংশ্লিষ্ট মাদ্রাসার প্রধান/প্রতিনিধিকে নিম্নবর্ণিত ছকে উলেস্নখিত তারিখ ও বিভাগ অনুযায়ী অফিস চলাকালীন সময়ে Online Banking/টি.টি-এর মাধ্যমে ফি’ জমার রশিদ ও Tot List সহ আনুষঙ্গিক কাগজপত্র ঢাকা বিভাগ (ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, শরিয়তপুর, মাদারীপুর জেলা ব্যতীত অন্যান্য জেলা), চট্টগ্রাম বিভাগ ও সিলেট বিভাগ ঢাকায় অবস্থিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাদ্রাসা শিক্ষা সংক্রান্ত ম লিয়াজোঁ অফিসে (রোড নং-৫, বাড়ী নং-৩, কল্যানপুর, ঢাকা) এবং ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, শরিয়তপুর, মাদারীপুর জেলা, রাজশাহী বিভাগ, খুলনা বিভাগ ও বরিশাল বিভাগ ইসলামী বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়াস্থ অফিসে জমা দিতে হবে ৷

Online Banking/টি.টি-এর মাধ্যমে ফি’ জমার রশিদ ও Tot List সহ আনুষঙ্গিক কাগজপত্র জমা দেয়া সংক্রান্ত সংশোধিত বিজ্ঞপ্তিঃ
Advertisement
এ সংক্রান্ত পূর্বের বিজ্ঞপ্তি ছিলো নিম্নরুপঃ

Advertisement





About আল মামুন মুন্না 801 Articles
আল মামুন মুন্না, বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ সাইট "লেখাপড়া বিডি"র প্রতিষ্ঠাতা ও পরিচালক হিসেবে নিয়োজিত আছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন যশোর সরকারী এম. এম. কলেজ থেকে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিষয় নিয়ে বি.বি.এ অনার্স ও আজম খান সরকারী কমার্স কলেজ থেকে এমবিএ সম্পন্ন করেছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*