রংপুর বিভাগের আট জেলার দুইশ’ শিক্ষা প্রতিষ্ঠানকে বিনামূল্যে ওয়েবসাইট চালু করে দিচ্ছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা।
শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশ জারির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আপটার্ন আইটির সহযোগিতায় এই প্রকল্প বাস্তবায়ন করছেন।
এ বিষয়ে ৬ জুন, শনিবার কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী অনিন্দ্য কুমার রায় গণমাধ্যমে জানান, তারা বিভাগের রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, গাইবান্ধা, কুড়িগ্রাম ও লালমনিরহাট স্কুল, কলেজ, মাদরাসা মিলিয়ে মোট দুইশ শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট তৈরি করে দিচ্ছেন বিনামূল্যে।
জুন থেকে জুলাই পর্যন্ত চলবে এই ওয়েবসাইট তৈরির কার্যক্রম। আগ্রহীদের ০১৭১৭৪৬৬১১১ ও ০১৭২৩৩৮০৬০৯ মোবাইল নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
তথ্যসূত্রঃ বাংলানিউজ
Leave a Reply