এ্যাপসে ডাউনলোড রবীন্দ্র রচনাসমগ্র।

কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৪ তম জন্মদিবসের আগে এক যুগউপযোগী উদ্যোগ সফল করল পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও প্রযুক্তি দপ্তর। যার দ্বারা এখন সমস্ত রবীন্দ্র রচনাবলি ট্যাব-মোবাইলে পড়ার সুযোগ পাবেন অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীরা।
শুধুমাত্র গল্প-কবিতা-প্রবন্ধ-গানেই শেষ নয়, মাত্র একটা ক্লিক করলেই জানা যাবে রবি ঠাকুরের সৃষ্টিগুলির ইতিহাস, প্রথম প্রকাশ, রচনার পক্ষে-বিপক্ষে মতামত সবখুঁটিনাটি। এই কাজটির জন্য তিন বছর সময় লেগেছে বলে জানান সংস্থার এক কর্মকর্তারা।Rabindranath Tagore

ভাষা প্রযুক্তি গবেষণা পরিষদের রিসার্চ ডিরেক্টর অধ্যাপক অনুপম বসু বলছেন, ‘গোটা বিশ্বে ছড়িয়ে থাকা বাঙালি ও বাংলা ভাষা জানা ব্যক্তিদের কাছে বাংলা ভাষা সাহিত্যের দিগন্ত উন্মুক্ত করতেই রাজ্য সরকার এই পরিষদ গঠন করেছিল। আমরা এতদিন ওয়েবসাইটের মাধ্যমেই কাজটা চালিয়ে যাচ্ছিলাম। তাতে সারাও পেয়েছি প্রচুর। কিন্তু একেবারে নবীন প্রজন্মের হাতে ভাষা সাহিত্যের দ্বার উন্মুক্ত করতেই এই অ্যান্ড্রয়েড ভার্সনের ভাবনা শুরু হয়েছিল।

অন্য দিকে রবীন্দ্র রচনাবলি ছাড়াও বিবেকানন্দ রচনাবলী, রামকৃষ্ণ কথামৃত, নজরুল রচনাসমগ্রও পাওয়া যাবে এই ওয়েবসাইটে। www.nltr.org