মোবাইল ফোনে এসএমএস পাঠিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। কে বা কারা এই হুমকি দিয়েছেন তা জানা যায়নি। হত্যার হুমকির অভিযোগে শিক্ষামন্ত্রীর পক্ষে থানায় সাধারণ ডায়েরি (ডিজি) করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব সুবোধ চন্দ্র ঢালী রোববার (১২ এপ্রিল) গণমাধ্যমে বলেন, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, অবৈধভাবে পরীক্ষার খাতায় নম্বর বাড়িয়ে দেওয়ার অভিযোগ করা হয় ওই এসএমএসে।
এসএমএসে আরও বলা হয়, শিক্ষামন্ত্রীকে যেখানে পাওয়া যাবে সেখানে হত্যা করা হবে। শিক্ষামন্ত্রীর স্ত্রী ও সন্তানদের ওপরও হামলার হুমকি দেওয়া হয়েছে বলেও জানান সুবোধ চন্দ্র ঢালী।
তিনি বলেন, তিন দিন আগে এই হুমকির পর গত বৃহস্পতিবার রাজধানীর রমনা থানায় একটি জিডি করা হয়।
রাজধানীর একটি হাসপাতালে চোখের ছানি অপারেশনের পর বর্তমানে শিক্ষামন্ত্রী বাসায় অবস্থান করছেন।
সূত্রঃ বাংলানিউজ
Leave a Reply