কুষ্টিয়ার ভেড়ামারায় প্রবাসী পরিবারের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রবাসীদের পরিবারের মেধাবী সন্তানদের সংবর্ধনাও দেওয়া হয়। ১১ এপ্রিল শনিবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা পরিষদ চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তথ্যমন্ত্রী বলেন, ‘বিদেশে যারা শ্রমজীবী, তারা হলো স্বর্ণপ্রবাসী। আজ থেকে কুষ্টিয়া জেলায় যারা প্রবাসী তাদের আর প্রবাসী বলব না, স্বর্ণপ্রবাসী বলব।’
ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার শান্তি মনি চাকমার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন তথ্যমন্ত্রীর স্ত্রী আফরোজা হক রীনা, কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার প্রলয় চিসিম প্রমুখ।
এই অনুষ্ঠানে ভেড়ামারা ও এর আশপাশের প্রবাসীদের আত্মীয়-স্বজনেরা উপস্থিত ছিলেন।
Leave a Reply