ইউজিসি অ্যাওয়ার্ড পাচ্ছেন ঢাবি’র ৭জন শিক্ষক

মৌলিক ও উদ্ভাবনী মূলক গবেষণা কর্মের স্বীকৃতিস্বরূপ ‘বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) অ্যাওয়ার্ড’ পেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৭জন শিক্ষক। সম্প্রতি ইউজিসি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২০১২ সালের জন্য ৬জন এবং ২০১৩ সালের জন্য ১০জন শিক্ষককে অ্যাওয়ার্ড প্রদানের জন্য মনোনীত করে।

২০১২ সালেরজন্য মনোনীত ঢাবি’র অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষকরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. জামিলা আহমেদ চৌধুরী এবং সহকারী অধ্যাপক তাসলিমা ইয়াসমীন। ২০১৩ সালের জন্য মনোনীত ঢাবি’রঅ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষকরা হলেন-ইতিহাস বিভাগের অধ্যাপকড. আশফাক হোসেন, ব্যবসায় প্রশাসন ইনিস্টিটিউটের অধ্যাপক ড. এমজিয়াউল হক মামুন, ক্লিনিক্যাল ফার্মেসী ও ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ড. আবুল হাসনাত, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আবু বিন হাসানসুসান এবং পুষ্টি ও খাদ্য বিজ্ঞানইনস্টিটিউটেরঅধ্যাপক ড. নাজমাশাহীন।UGC DU

মনোনীত শিক্ষকদের প্রত্যেককে তাদের বইয়েরজন্য ৫০ হাজার এবং প্রবন্ধের জন্য ৩০ হাজার টাকা ছাড়া ও সনদপত্র ও ক্রেস্ট দেওয়া হবে। আগামী ২৯ মার্চ বিকেল ৩টায় রাজধানীর ওসমানী স্মৃতিমিলনায়তনে রাষ্ট্রপতি আবদুল হামিদ শিক্ষকদের হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেবেন।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মৌলিক গবেষণা ও প্রকাশনায় উৎসাহ দিতে ১৯৮০ সাল থেকে ইউজিসি এ অ্যাওয়ার্ড চালু করে।

পুরুস্কার প্রাপ্ত সম্মানিত ৭জন শিক্ষক এর প্রতি লেখাপড়া বিডি পরিবারের পক্ষ থেকে রইলো অনেক অনেক অভিনন্দন!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *