কুয়েটে ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্টের উদ্বোধন

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্টের।

২৪ মার্চ মঙ্গলবার বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের নতুন অ্যাকাডেমিক ভবনের এ ব্লকের নিচতলায় ফলক উন্মোচনের মাধ্যমে ইনস্টিটিউটটির উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, দেশের প্রাকৃতিক দুর্যোগপূর্ণ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্ববিদ্যালয় হিসেবে কুয়েট দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণায় অগ্রণী ভূমিকা রাখবে।Institute of Deseaster

ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্টের (আইডিএম) পরিচালক প্রফেসর ড. মো. আবুল বাশারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, পরিচালক, বিভিন্ন হলের প্রভোস্ট এবং শিক্ষকরা।





About লেখাপড়া বিডি ডেস্ক 1519 Articles
লেখাপড়া বিডি বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*