পিএসসি পরীক্ষার প্রস্তুতি-০১
বাংলাদেশের আইন
১। বাংলাদেশে বিশেষ ক্ষমতা আইন কবে পাস হয়?
(ক) ১৯৭২ (খ) ●১৯৭৪
(গ) ১৯৭৬ (ঘ) ১৯৭৭
২। সংবিধানের কত নং অনুচ্ছেদ বলে সংবিধান সংশোধন করা হয়?
(ক) ১৪১ নং (খ) ১৪৪ নং
(গ) ●১৪২ নং (ঘ) ১৪৬ নং
৩। শাসন বিভাগের সমালোচক কে?
(ক) ●আইন সভা (খ) মন্ত্রিসভা
(গ) সংসদীয় কমিটি (ঘ) জাতীয় সংসদ
৪। সূর্যাস্ত আইন কে প্রবর্তন করেন?
(ক) মার্ক টেইলর
(খ) ●ওয়ারেন হেস্টিংস
(গ) ডেভিড লয়েড
(ঘ) রাজা রামমোহন রায়
৫। কোন শাখা আইন সভার আইনকে কার্য্যে পরিণত করে?
(ক) আইন সভা (খ) মন্ত্রিসভা
(গ) ●নির্বাহী শাখা (ঘ) জাতীয় সংসদ
৬। ব্রিটেনের আইন সভা কত কক্ষ বিশিষ্ট?
(ক) ●এক কক্ষ বিশিষ্ট
(খ) দ্বিকক্ষ বিশিষ্ট
(গ) চার কক্ষ বিশিষ্ট
(ঘ) তিন কক্ষ বিশিষ্ট
৭। সহকারী জজের আর্থিক এখতিয়ার কত?
(ক) ●২ লাখ টাকা পর্যন্ত
(খ) ১ লাখ টাকা পর্যন্ত
(গ) ৩ লাখ টাকা পর্যন্ত
(ঘ) ৪ লাখ টাকা পর্যন্ত
৮। ২০০৩ সালের দেওয়ানী কার্যবিধিরর সংশোধনী অনুসারে কাকে রিভিশনের ক্ষমতা দেয়া হয়েছে?
(ক) সহকারী জজকে (খ) সিনিয়র সহকারী জজকে
(গ) যুগ্ম জেলা জজকে
(ঘ) ●জেলা জজকে
৯। গ্রাম্য আদালতের রায়ের বিরুদ্ধে কোন আদালতে আপিল করা যায়?
(ক) ●সহকারী জজ
(খ) সিনিয়র সহকারী জজ
(গ) যুগ্ম জেলা জজ
(ঘ) উপরের সব
১০। নির্ধারিত কোর্ট ফিতে সর্বোচ্চ কোর্ট ফি কত?
(ক) ৫০ টাকা (খ) ১০০০ টাকা
(গ) ১০০ টাকা (ঘ) ●২০০ টাকা
১১। কোন আইনের ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য নহে?
(ক) বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪
(খ) অর্থঋণ আদালত আইন ২০০৩
(গ) দেওয়ানী আইন
(ঘ) ●ক ও খ
১২। কত ধারা অনুযায়ী মুসলিম বিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
(ক) ●ধারা ৩ (খ) ধারা ৪
(গ) ধারা ২ (ঘ) ধারা ৫
১৩। আন্তর্জাতিক আদালতের মূল দুটি এখতিয়ার কি কি?
(ক) বাধ্যতামূলক ও স্বেচ্ছামূলক এখতিয়ার
(খ) বাধ্যতামূলক ও ঐচ্ছিক এখতিয়ার
(গ) ঐচ্ছিক ও স্বেচ্ছামূলক এখতিয়ার
(ঘ) ●বিরোধমূলক এখতিয়ার ও উপদেশমূলক এখতিয়ার
১৪। আন্তর্জাতিক আইনে জনক বলা হয় কাকে?
(ক) ●হুগো গ্রোসিয়াম
(খ) ওপেনহেইম
(গ) কেলসন
(ঘ) অ্যানজিলটি
১৫। নিরাপত্তা পরিষদেরর মোট সদস্য সংখ্যা-
(ক) ৫ (খ) ১০
(গ) ১১ (ঘ) ●১৫
১৬। মুসলিম আইন অনুযায়ী বিবাহ কী?
(ক) পারস্পরিক সমঝোতা
(খ) ●দেওয়ানি চুক্তি
(গ) চুক্তি
(ঘ) কোনটিই নয়
১৭। আন্তর্জাতিক চুক্তি আইন সংক্রান্ত ভিয়েনা কনভেনশনটি কত সালের?
(ক) ●১৯৬৯ (খ) ১৯৭০
(গ) ১৯৮০ (ঘ) ১৯৮৯
১৮। আন্তর্জাতিক আইনের মূল ভিত্তি রূপে কোন নীতিটিকে গণ্য করা হয়?
(ক) ঔঁং পড়মবহং
(খ) চধপঃধ ঝঁহঃ ঝবৎাধহফধ
(গ) জবনঁবং ঝরপ ঝঃধহঃরষৎবং
(ঘ) ●জবহাড়র
১৯। কোন আইন বিজ্ঞানী আন্তর্জাতিক আইনকে চড়ংরঃরাব গড়ৎধষরঃু নামে ডাকার পক্ষপাতি?
(ক) অঁংঃরহ
(খ) ঙঢ়ঢ়বহযবরস
(গ) ঐড়ননবং
(ঘ) ●ক+খ
২০। দেওয়ানী মামলায় বিবাদী কোনটি?
(ক) আরজি (খ) এজাহার
(গ) ●লিখিত বিবৃতি (ঘ) ক+খ
২১। কত অনুচ্ছেদে বলা হয়েছে যে, রাষ্ট্র পরিচালনার মূলনীতিগুলো আদালতের মাধ্যমে বলবৎযোগ্য হবে না?
(ক) ●অনুচ্ছেদ ৮(২)
(খ) অনুচ্ছেদ ৮(১)
(গ) অনুচ্ছেদ ৮(১ক)
(ঘ) অনুচ্ছেদ ৯(ক)
২২। রাষ্ট্রপতি ক্ষমা প্রদর্শনের অধিকার কত অনুচ্ছেদে বলা হয়েছে?
(ক) ৪৮ (খ) ●৪৯
(গ) ৪৭ (ঘ) ৪৬
২৩। বাংলাদেশ দন্ডবিধি
(ক) ১৮৬১ সালের ৪৬ নং আইন
(খ) ১৮৬২ সালের ৪৫ নং আইন
(গ) ●১৮৬০ সালের ৪৫ নং আইন
(ঘ) ১৮৬৩ সারের ৪৬ নং আইন
২৪। অফসরংংরড়হ কোন ধরনের মামলার ক্ষেত্রে প্রযোজ্য?
(ক) দেওয়ানি (খ) ফৌজদারী
(গ) ●ক+খ (ঘ) কোনটিই নয়
২৫। সুনির্দিষ্ট প্রতিকার আইন অনুযায়ী নিচের কোন উপায়ে প্রতিকার দেয়া যায়?
(ক) নির্দিষ্ট সম্পত্তি দখল গ্রহণ করে দাবিদারকে প্রত্যর্পণের মাধ্যমে
(খ) সুনির্দিষ্ট আইনগত কর্তব্য সম্পাদনের নির্দেশ প্রদানের মাধ্যমে
(গ) রিসিভার নিয়োগের মাধ্যমে
(ঘ) ●উপরের সবগুলো
২৬। বিশেষ ক্ষমতা আইন অনুযায়ী ক্ষতিকর কাজ কোনটি?
(ক) অত্যাবশ্যকীয় দ্রব্যাদি সরবরাহে বাধা সৃষ্টি করে
(খ) আইন শৃঙ্খলা রক্ষার কাজে হস্তক্ষেপ করা
(গ) মিথ্যা সাক্ষ্য দেওয়া
(ঘ) ● ক+খ
২৭। ১৪৪ ধারার অধীনে জারিকৃত আদেশ কতদিন কার্যকর থাকবে?
(ক) দুই মাস (খ) তিন মাস
(গ) ●এক মাস (ঘ) অনির্দিষ্টকাল
২৮। দেওয়ানী কার্যবিধি কি ধরনের আইন?
(ক) মূল আইন
(খ) পতিগত আইন
(গ) কার্যপ্রণালী সংক্রান্ত আইন
(ঘ) ●খ+গ
২৯। আন্তর্জাতিক আদালতের সংবিধির কত নং ধারা আন্তর্জাতিক আইনে উৎস নির্ণয়ে নির্দেশনা দেয়?
(ক) ৩১ (১) (খ) ●৩৮(১)
(গ) ৩৮ (২) (ঘ) ৩৭(২)
৩০। সর্বশেষ সমুদ্র সংক্রান্ত আইনটি কত সালে কোথায় গৃহীত হয়?
(ক) ●১৯৮২ জামাইকার মন্টিগোবিতে
(খ) ১৯৮৪ অস্ট্রিয়ার ভিয়েনায়
(গ) ১৯৮২ সুইজারল্যান্ডের জেনেভায়
(ঘ) ১৯৮২ স্পেনের মাদ্রিদে
৩১। মুসলিম আইনা অনুযায়ী বিবাহ বৈধ হওয়ার জন্য কোনটা দরকার?
(ক) প্রস্তাব
(খ) সম্মতি
(গ) প্রাপ্ত বয়স
(ঘ) ●উপরের সবকিছু
৩২। রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন কত সালের?
(ক) ১৮৫০ (খ) ●১৯৫০
(গ) ১৯৪৫ (ঘ) ১৯৪৯
৩৩। দহনকারী, ক্ষয়কারী অথবা বিষাক্ত পদার্থ দ্বারা শিশু ও নারীর মৃতু্য ঘটনার শাস্তি-
(ক) মৃতু্যদণ্ড
(খ) যাবজ্জীবন
(গ) অনুধ ১ লক্ষ টাকা অর্থদণ্ড
(ঘ) ●সবগুলো
৩৪। সরকারি পাওনা দাবি অঙ্গীকার করে কতদিনের মধ্যে আবেদন করা যায়?
(ক) ১৫ দিন (খ) ২০দিন
(গ) ●৩০ দি (ঘ) ৬০ দিন
৩৫। বেআইনি অস্ত্র পরিবহনের শাস্তি-
(ক) ২-৮ বছর কারাদণ্ড
(খ) নূ্যনতম ৮ বছর কারাদণ্ড
(গ) ●নূ্যনতম ৭ বছর কারাদণ্ড
(ঘ) মৃতু্যদণ্ড
৩৬। অপরাধ সংঘটনের উদ্দেশে বিস্ফোরণ ঘটানোর শাস্তি?
(ক) ●৩-৭ বছর কারাদণ্ড
(খ) ১০-১৫ বছর কারাদণ্ড
(গ) মৃতু্যদণ্ড
(ঘ) যাবজ্জীবন
৩৭। কত ধারায় জাতীয় এসিড নিয়ন্ত্রণ কাউন্সিল প্রতিষ্ঠার কথা বলা হয়েছে?
(ক) ধারা ৩ (খ) ●ধারা ৪
(গ) ধারা ৬ (ঘ) ধারা ৮
৩৮। দুনর্ীতি দমন কমিশন আইনে গ্রেপ্তারের বিশেষ ক্ষমতা কত ধারায় বলা আছে?
(ক) ●ধারা ২১ (খ) ধারা ২২
(গ) ধারা ২৩ (ঘ) ধারা ২৪
৩৯। বাংলাদেশ শ্রম ও শিল্প সংক্রান্ত আইনের জন্য নিম্নের কোন আইন বর্তমান প্রচলিত আছে?
(ক) শিল্প সম্পর্ক অধ্যাদেশ, ১৯৬৯
(খ) শ্রমিকদের ক্ষতিপূরণ আইন, ১৯২৩
(গ) শিল্প বিরোধ অধ্যাদেশ, ১৮৫৯
(ঘ) ●বাংলাদেশ শ্রম আইন, ২০০৬
৪০। উইল বলতে অন্তর্ভুক্ত করবে-
(ক) উইলকৃত ক্রোড়পত্র
(খ) সম্পদের হস্তান্তরের দলিল
(গ) ●সম্পদের মরণোত্তর হস্তান্তর ইচ্ছাকৃত প্রত্যেকটি লিখিত দলিল
(ঘ) ক+গ
Leave a Reply