মাইলস্টোন কলেজে প্রাক্তন শিক্ষার্থীদের দ্বিতীয় পুনর্মিলনী-২০১৫ অনুষ্ঠিত

নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো রাজধানীর অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান মাইলস্টোন কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের দ্বিতীয় পুনর্মিলনী-২০১৫।

শুক্রবার (২০ মার্চ) কলেজের স্থায়ী ক্যাম্পাস ডিয়াবাড়ী মাঠে দিনব্যাপী আয়োজিত এ পুনর্মিলনী অনুষ্ঠানে ২০০৪ থেকে ২০১৪ শিক্ষাবর্ষের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন।

মাইলস্টোন কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের উদ্যোগে আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সহিদুল ইসলাম ও লে. কর্নেল এম কামালউদ্দীন ভূঁইয়া (অব.)।
Milestone_college
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইলস্টোন কলেজের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা অধ্যক্ষ কর্নেল নুরন্ নবী (অব.)। ‍আর বিশেষ অতিথি ছিলেন মাইলস্টোন কলেজের পরিচালক মো. মাসুদ আলম, একাডেমিক পরিচালক কমান্ডার এফ. করিম (অব.) এবং প্রফেসর মো. কামাল উদ্দিন।

এ সময় কলেজের প্রাক্তন ছাত্র ও পুনর্মিলনী অনুষ্ঠানের কনভেনার মো. ফরহাদ হোসাইন বলেন, মাইলস্টোন কলেজ আজ দেশের সেরা কলেজগুলোর একটি। এটি ভেবে আমরা খুবই গর্বিত যে- আমরা এখানকারই শিক্ষার্থী ছিলাম।

তিনি আশা প্রকাশ করে বলেন, আগামীতে আরও বৃহৎ পরিসরে পুনর্মিলনী হবে এটাই প্রত্যাশা করি।

তথ্যসূত্রঃ বাংলানিউজ





About লেখাপড়া বিডি ডেস্ক 1519 Articles
লেখাপড়া বিডি বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*