জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার সংশোধিত সময়সূচি ও কেন্দ্রতালিকা প্রকাশিত হয়েছে। প্রকাশিত সময়সূচি অনুযায়ী ২০১৩ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষা আগামী ১৮/০৪/২০১৫ তারিখ শনিবার থেকে শুরু হবে। পূর্বে (০৮ মার্চ ) ঘোষিত সময়সূচী বাতিল করে ২৪ মার্চ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই পরিবর্তিত সময়সূচী প্রকাশ করা হয়। অপরদিকে ০৯ এপ্রিল ২০১৫ তারিখে সংশোধিত কেন্দ্রতালিকা প্রকাশ করা হয়। পরিবর্তিত সময়সূচী ও কেন্দ্রতালিকা নিচে তুলে দেওয়া হলোঃ
সিটি কর্পোরেশন নির্বাচনের কারণে পেছানো ২০১৩ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার পরিবর্তিত সময়সূচি
পরিবর্তিত সময়সূচির ডাউনলোড লিঙ্ক
পরীক্ষা শুরুর সময়ঃ দুপুরঃ ২ টা
সময়সূচিটি পিডিএফ আকারে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
২০১৩ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার সংশোধিত কেন্দ্রতালিকার pdf ডাউনলোড লিঙ্ক
এর আগে গত ০৮ মার্চ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে ডিগ্রি পাস পরীক্ষার সময়সূচী প্রকাশ করা হয় এবং ঐ সময়সূচী অনুসারে ২৮/০৩/২০১৫ তারিখ শনিবার থেকে উক্ত পরীক্ষা শুরু হওয়ার কথা ছিলো। কিন্তু অনিবার্য কারণে উক্ত পরীক্ষার তারিখ পেছানো হলো।
উল্লেখ্য, ব্যবহারিক পরীৰার স্থান, তারিখ ও সময় পরে জানানো হবে৷ ব্যবহারিক পরীৰার স্থান, তারিখ ও সময় জেনে নেয়ার দায়িত্ব সম্পূর্ণভাবে পরীক্ষার্থীদের। ব্যবহারিক পরীক্ষার্থীদের ব্যবহারিক বিষয়ের কেন্দ্র ফি সংশিস্নষ্ট ব্যবহারিক পরীক্ষা কেন্দ্রে জমা দিতে হবে৷
Leave a Reply