এআইইউবিতে ১৫তম সমার্তন অনুষ্ঠিত

আমেরিকান ইন্টারন্যাশনাল বাংলাদেশের (এআইইউবি) ১৫তম সমাবর্তন ২৮ ফেব্রুয়ারি শনিবার অনুষ্ঠিত হয়েছে।  বাংলাদেশ সামরিক জাদুঘর মাঠে শনিবার এ সমাবর্তন অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আব্দুল হামিদের সম্মতিক্রমে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ সমাবর্তনে গ্র্যাজুয়েটদের মধ্যে সনদপত্র বিতরণ করেন।

এতে সমাবর্তন বক্তা ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার পঙ্কজ শরণ।

সমাবর্তনে আরো বক্তব্য রাখেন, এআইইউবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন এবং বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. কারমেন জেড ল্যামাগনা।

উল্লেখ্য এই সমাবর্তনে মোট ২ হাজার ৭৫৫ স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীকে ডিগ্রি দেয়া হয়। পাশাপাশি বিভিন্ন বিষয়ে পারদর্শিতা ও সর্বোত্তম ফল অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা পদক দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *