সেরা ডিজিটাল শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হওয়াতে ময়মনসিংহে মুসলিম গার্লস কলেজের আনন্দ মিছিল

ঢাকা বিভাগের সেরা ডিজিটাল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে মুসলিম গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ পুরস্কার লাভ করায় আনন্দ মিছিল করেছে প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থীরা।
mymensingh Muslim Girls School
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে কলেজ ক্যাম্পাস থেকে মিছিলটি শুরু হয়ে শহরের টাউন হল মোড়, কালিবাড়ি রোড, মহারাজা রোড, স্টেশন রোড, গাঙ্গিনারপাড়, নতুন বাজার ও জিলা স্কুল মোড় ঘুরে ফের কলেজ ক্যাম্পাসে গিয়ে শেষ হয়।

কলেজ ক্যাম্পাস থেকে এ আনন্দ মিছিলের উদ্বোধন করেন কলেজের গভর্নিং বডির সভাপতি ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুজিবুর রহমান খান মিল্কী।

মুসলিম গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল ড. মেজর মো. শাহাব উদ্দীনের নেতৃত্বে মিছিলটিতে হাজারো শিক্ষার্থীসহ গভর্নিং বডির সদস্য, শিক্ষক-শিক্ষিকা ও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

কলেজ সংশ্লিষ্টরা জানান, ১৯১১ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী কলেজটির সার্বিক পরিবেশ ও ফলাফল সন্তোষজনক।

গত ১২ ফেব্রুয়ারি ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৫ মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের কাছ থেকে কলেজের প্রিন্সিপাল ঢাকা বিভাগের সেরা ডিজিটাল শিক্ষা প্রতিষ্ঠানের ক্রেস্ট ও সনদপত্র নেন।

সূত্রঃ বাংলানিউজ





About লেখাপড়া বিডি ডেস্ক 1526 Articles
লেখাপড়া বিডি বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*