আসসালামু আলাইকুম ।
আজকে আপনাদের সামনে Article এর ব্যবহার সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব ।
একটি ইংরেজি বাক্য শুদ্ধ হতে হলে অবশ্যই Article এর ব্যবহার শুদ্ধ হওয়া প্রয়োজন ।
ইংরেজিতে Article তিনটি
A, An এবং The.
- সাধারণত কোন অনির্দিষ্ট কিছু বুঝাতে তার পূর্বে a, an ব্যবহার করা হয় ।
- কোন নির্দিষ্ট কিছু বুঝাতে তার পূর্বে The ব্যবহার করা হয় ।
A এর ব্যবহারঃ
১. একটি বস্তু বা ব্যক্তিকে অনির্দিষ্ট ভাবে বুঝাতে A ব্যবহৃত হয় ।
যেমনঃ
একটি বই- A book.
সে একজন ভাল ছেলে- He is a good boy.
An এর ব্যবহারঃ
১. একটি বস্তু বা ব্যক্তিকে অনির্দিষ্ট ভাবে বুঝাতে An ব্যবহৃত হয় । মনে রাখতে হবে ব্যক্তি বা বস্তুটির প্রথম অক্ষর অবশ্যই vowel হতে হবে । তাহলেই কেবল মাত্র ঐ বস্তু বা ব্যক্তিটি কে অনির্দিষ্টি ভাবে বুঝাতে An বসবে ।
যেমনঃ
একটি ছাতা- An umbrella.
সে একজন শিক্ষিত লোক- He is an educated man.
# ইংরেজি বর্ণমালার A,E,I,O,U কে vowel বলে । সুতরাং এই বর্ণমালা দিয়ে শুরু বস্তু বা ব্যক্তির ক্ষেত্রে an বসবে ।
২. যেসব ইংরেজি শব্দের উচ্চারণের শুরুতে ওয়া বা U এর মত উচ্চারণ হয় , তার পূর্বে An বসবে ।
যেমনঃ সে একজন সৎ লোক- He is an honest man.
আরো কিছু ব্যক্তিক্রম ধর্মী An এর ব্যবহার হচ্ছে,
He is an M.A. , He is an L.L.B ইত্যাদি ।
The এর ব্যবহারঃ
১. সাধারণত কোন কিছুকে নির্দিষ্ট করে বুঝাতে The ব্যবহৃত হয় ।
যেমনঃ ছেলেটি ভাল – The boy is good.
২. সমগ্র শ্রেণীর প্রতিনিধিত্ব করছে এমন noun-এর আগে the থাকবে, musical instrument-এর নামের আগে the বসবে, সর্বাপেক্ষা ভালো, খারাপ, সুন্দর ইত্যাদি বোঝাতে যেসব adjective [বিশেষণ] ব্যবহার করা হয় [superlative degree] তাদের আগে the বসে ।
যেমনঃ The camel is a gentle animal, My sister is learning the sitar, This is the oldest tree in this forest.
৩. দ্বীপপুঞ্জ, পর্বতমালা, সমুদ্র, নদী এবং যেসব দেশের নামের সঙ্গে republic, states, kingdom যুক্ত থাকে তাদের নামের আগে the বসে, ধর্মগ্রন্থ ও মহাকাব্যের নামের আগে the ব্যবহার করা হয়, ইংরেজি সংবাদপত্রের নামের আগে সাধারণত the বসে ।
যেমনঃ The Republic of Congo is in Central Africa, The Quran is the sacred book of Islam, The Times was first published in London in 1785.
৪. বিখ্যাত বাড়ি, অট্টালিকা, অট্টালিকা সমষ্টি, শিল্পকর্ম -এর আগে সাধারণত the বসে, কোনও সংগঠনের নামের আগে the বসে, বিখ্যাত পুরস্কারের নামের আগে the বসে ।
যেমনঃ The Tower of London was founded in the late 11th century, The United Nations has 193 member states, Rabindranath Thakur [Tagore] was awarded the Nobel Prize in 1913.
The এর আরো অনেক নিয়ম রয়েছে, প্রধান প্রধানগুলো উল্লেখ করা হল । দ্রুত আয়ত্ত্ব করার সুবিধার্থে ।
আজকের পর্ব এখানেই শেষ । পরবর্তী পর্বে preposition এর basic ব্যবহার নিয়ে আলোচনা করা হবে, ইনশাআল্লাহ্ ।
Leave a Reply