বাংলাদেশের সর্বশেষ Updated কিছু তথ্য

১। দেশের ৮ম বিভাগ হতে যাচ্ছে = ময়মনসিংহ বিভাগ।

২। দেশের ৬৫তম জেলা হবে = ভৈরব।

৩। দেশের ৩য় সমুদ্র বন্দর = পায়রা সমুদ্র বন্দর।

৪। বর্তমানে দেশে উপজেলার সংখ্যা = ৪৮৯টি।

৫। বর্তমানে দেশে থানার সংখ্যা = ৬৩৬টি।

৬। বর্তমানে দেশে পৌরসভার সংখ্যা = ৩১৯টি।

৭। বর্তমানে মাথাপিছু আয় =১১৯০ মার্কিন ডলার।

৮। জনসংখ্যার ঘনত্ব (প্রতি বর্গ কিমি) = ১০১৫ জন।

৯। দেশে বর্তমানে সচিব পদের সংখ্যা = ১১০টি।

১০। জনপ্রশাসনে বর্তমানে জ্যেষ্ঠ সচিবের সংখ্যা = ১২ জন।

১১। সম্প্রতি বাংলাদেশ বিমান বহরে যুক্ত হওয়া নতুন উড়োজাহাজের নাম = রাঙাপ্রভাত।

১২। দেশে তৈরি প্রথম যাত্রীবাহী স্টিমার বা জাহাজের নাম = এম ভি বাঙালি।

১৩। প্রস্তাবিত অটিস্টিক একাডেমি স্থাপিত হবে = ঢাকার মহাখালীতে।

১৪। পদ্মা সেতু নির্মাণ করবে = চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লি।

১৫। বাংলাদেশ ও ভারতের সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তির মামলা হয় = স্থায়ী সালিশি আদালত (নেদারল্যান্ডস)।

১৬। বাংলাদেশ-ভারতের সমুদ্র সীমা নির্ধারণী মামলার রায় হয় = ৭ জুলাই ২০১৪.

১৭। বাংলাদেশ-ভারতের মধ্যে বিরোধপূর্ণ সমুদ্রসীমার মধ্যে = ১৯৪৬৭ বর্গ কি.মি. বাংলাদেশ লাভ করে।

১৮। বর্তমানে দেশে গ্যাসক্ষেত্র আছে = ২৬টি…

সংগৃহীত





About আল মামুন মুন্না 821 Articles
আল মামুন মুন্না, বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ সাইট "লেখাপড়া বিডি"র প্রতিষ্ঠাতা ও পরিচালক হিসেবে নিয়োজিত আছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন যশোর সরকারী এম. এম. কলেজ থেকে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিষয় নিয়ে বি.বি.এ অনার্স ও আজম খান সরকারী কমার্স কলেজ থেকে এমবিএ সম্পন্ন করেছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*