দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী কলেজ সাতকানিয়া সরকারি কলেজে আরোও ২টি বিষয়ে সম্মান কোর্স চালু। বিষয় গুলো হল হিসাববিজ্ঞান ও ব্যবস্থাপনা। প্রতি বিষয় আসন রয়েছে সিট রয়েছে ৫০টি করে। রিলিজ স্লিপের মাধ্যমে এ বছর থেকে ভর্তি করানো হবে।
কলেজের অধ্যক্ষ প্রফেসর বোধি রঞ্চন বড়ুয়া এবিষয়ে নিশ্চিত করেছেন। তিনি বলেন,”অনেক দিন আগে এ কলেজ প্রতিষ্ঠিত হলেও কলেজে অনার্স কোর্স ছিল না দীর্ঘদিন ধরে।যার ফলে অনেক শিক্ষার্থীর ইচ্ছা থাকা সত্ত্বেও অনার্স করা সম্ভব হয়না। ২০১২-২০১৩ সেশনে গণিত বিষয়ে অনুমোদন দেয় জাতীয় বিশ্ববিদ্যালয়। ২০১৩-১৪ সেশনে রাষ্ট্রবিজ্ঞান ও ইতিহাস ২০১৪-১৫ সেশনে হিসাববিজ্ঞান ও ব্যবস্থাপনা বিষয়ে”।
উল্লেখ্য,এ কলেজে আরও ৩টি বিষয়ে অনার্স কোর্স চালু রয়েছে।এগুলো হল গণিত, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস।প্রত্যেক বিষয়ে ৫০টি করে সিট রয়েছে।অনার্স কোর্স চালু হলেও এ কলেজ নানা সমস্যায় জর্জরিত। এগুলোর মধ্যে প্রধান সমস্যা হল শিক্ষক সংকট,ভবন সংকট।লেখাপড়া মারাত্বক ভাবে ব্যহত হচ্ছে। তাই অতিশীঘ্রই কর্তৃপক্ষের কাছে এ সম্যসা গুলোর সমাধানের দাবি জানিয়েছে অত্র কলেজের শিক্ষার্থীবৃন্দ।
Leave a Reply