৩৪তম বিসিএস’র মৌখিক পরীক্ষার সময়সূচী জেনে নিন এখান থেকে

৩৪তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে সাধারণ ক্যাডার প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচী প্রকাশিত হয়েছে। উক্ত সময়সূচী অনুসারে ৩৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা আগামী ২৮ জানুয়ারি শুরু হবে। চলবে ১০ ফেব্রুয়ারি ২০১৫ তারিখ পর্যন্ত।  আগারগাঁওয়ে অবস্থিত পিএসসি অফিসে এ মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষার তারিখ কোন অবস্থাতে পরিবর্তন হবে না বলে জানা গেছে।

Press Relaese
প্রতিদিন সকাল ১০টা থেকে নেওয়া হবে মৌখিক পরীক্ষা। এই লিঙ্ক থেকে থেকে প্রবেশপত্র ডাউনলোড করে প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ নির্ধারিত দিনে উপস্থিত হতে হবে। প্রকাশিত সময়সূচী নিচে দেওয়া হলোঃ

finger৩৪তম বিসিএস’র মৌখিক পরীক্ষার সময়সূচী ডাউনলোড করতে এই লিঙ্কে ক্লিক করুন।

finger৩৪তম বিসিএস’র মৌখিক পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে এই লিঙ্কে ক্লিক করুন।

finger৩৪তম বিসিএস’র পুলিশ ভেরিফিকেশন ফরম  ডাউনলোড করতে এই লিঙ্কে ক্লিক করুন।

fingerবিপিএসসি ফরম ৩  ডাউনলোড করতে এই লিঙ্কে ক্লিক করুন।

এক নজরে ৩৪ তম বিসিএসঃ

২০১৩ সালের মে মাসে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় অংশ নেন এক লাখ ৯৫ হাজার পরীক্ষার্থী।
১৮ ডিসেম্বর ৩৪তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি। এতে উত্তীর্ণ হয় ৯ হাজার ৮২২ জন।ওই বছরের ২৪ থেকে ৩১ মার্চ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় প্রার্থী ছিল ৪৬ হাজার ৫৩০ জন। এরপর ৪ থেকে ২৫ মে অনুষ্ঠিত হয় বিষয়ভিত্তিক পরীক্ষা।

বিভিন্ন ক্যাডারে দুই হাজার ৫২ পদে নিয়োগের জন্য গত বছরের ৭ ফেব্রুয়ারি ৩৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।

ওই বছরের ২৪ থেকে ৩১ মার্চ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় প্রার্থী ছিল ৪৬ হাজার ৫৩০ জন। এরপর ৪ থেকে ২৫ মে অনুষ্ঠিত হয় বিষয়ভিত্তিক পরীক্ষা।

বিভিন্ন ক্যাডারে দুই হাজার ৫২ পদে নিয়োগের জন্য ২০১৩ সালের ৭ ফেব্রুয়ারি এ বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।

গত বছরের মে মাসে অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন এক লাখ ৯৫ হাজার পরীক্ষার্থী।

কোটা জটিলতায় দুই দফায় প্রকাশ করা হয় ৩৪তম বিসিএস প্রিলিমিনারির ফল।

প্রথম দফায় গত বছরের ৮ জুলাই কোটার ভিত্তিতে প্রিলিমিনারির ফল প্রকাশ করে পিএসসি। এতে ১২ হাজার ৩৩ জন উত্তীর্ণ হন।

কিন্তু প্রকাশিত ফলে মেধাবীদের অনেকেই বাদ পড়েছেন অভিযোগ তুলে আন্দোলন শুরু হলে ১৪ জুলাই পুনর্মূল্যায়িত ফল প্রকাশ করা হয়, যাতে ৪৬ হাজার ২৫০ জন উত্তীর্ণ হন।

পুনর্মূল্যায়িত ফলে আদিবাসীরা বাদ পড়ে বলে অভিযোগ উঠে। আগের ফলে উত্তীর্ণ হলেও সংশোধিত ফলে ২৮০ আদিবাসী পরীক্ষার্থীর নাম ছিল না।

১৬ ফেব্রুয়ারি তাদেরও যোগ করে প্রিলিমিনারির ফল প্রকাশ করা হয়, যাতে লিখিত পরীক্ষায় মোট প্রার্থীর সংখ্যা দাঁড়ায় ৪৬ হাজার ৫৩০ জন।

বিসিএস এর সর্বশেষ সব আপডেট ও টিপস পেতে ক্লিক করুন লেখাপড়া বিডির এই লিঙ্কে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *