মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মভূমি যশোরের সাগরদাঁড়িতে সংস্কৃতি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে আন্দোলনে যাচ্ছেন যশোরবাসী।
শনিবার যশোর প্রেসক্লাবে দুপুর সাড়ে ১২টায় আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ আন্দোলনের নানা কর্মসূচির বিষয়ে দাবি জানানো হয়। মধুসূদন সংস্কৃতি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটি সংবাদ সম্মেলনের আয়োজন করে।
কর্মসূচির মধ্যে রয়েছে ৭ জানুয়ারি জনপ্রশাসন প্রতিমন্ত্রী, জেলার পাঁচজন সংসদ সদস্য এবং জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ।
১০ জানুয়ারি কেশবপুর প্রেসক্লাবে সুধীজনের সঙ্গে মতবিনিময়, ২০ জানুয়ারি যশোর শহরে মানববন্ধন, ২২ থেকে ২৮ জানুয়ারি সাগরদাঁড়ির মধুমেলাকে ঘিরে গণস্বাক্ষর অভিযান, প্রচারপত্র বিতরণ, যশোর থেকে সাগরদাঁড়ির মেলা প্রাঙ্গণ পর্যন্ত পথে পথে বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে বিভিন্ন লেখা সম্বলিত ব্যানার টাঙানো।
এছাড়াও সুবিধাজনক সময়ে ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মধুসূদন সংস্কৃতি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এম আর খায়রুল উমাম।
প্রসঙ্গত, সাগরদাঁড়িতে মাইকেল মধুসূদন ইনস্টিটিউশন, সরকারি প্রাথমিক বিদ্যালয়, মধুসূদন একাডেমিসহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠান স্থাপিত হয়েছে। এরই ধারাবাহিকতায় এলাকাবাসী দীর্ঘদিন যাবৎ সাগরদাঁড়িতে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- মধুসূদন সংস্কৃতি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির সদস্য সচিব কবি খসরু পারভেজ, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবু বকর সিদ্দিকী প্রমুখ।
সূত্রঃ ক্যাম্পাসলাইভ২৪.কম
Leave a Reply