আগামী বছর এসএসসি পরীক্ষা কোন মাসে হতে পারে বিস্তারিত জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। নতুন শিক্ষাক্রমের বাস্তবায়ন শুরু হয়েছে ইতিমধ্যেই। এই শিক্ষাক্রমের প্রথম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা হবে ২০২৬ সালে। ওই বছর জানুয়ারিতে এসএসসি পরীক্ষা নেওয়া হবে। সেভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
রোববার (৩০ জুন) রাজধানীর সেগুনবাগিচায় এইচএসসি ও সমমান পরীক্ষা নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা জানান।
বর্ষা মৌসুমে পরীক্ষা দিতে সমস্যা হয়। সেই পরীক্ষা শুকনো মৌসুমে নেওয়ার কোনো পরিকল্পনা আছে কি জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, আগামী বছর এইচএসসি পরীক্ষা এপ্রিলে নেওয়া হবে। তাছাড়া নতুন শিক্ষাক্রমে প্রথম যে পাবলিক পরীক্ষা অর্থাৎ দশম শ্রেণির পাঠ্যবইয়ের ওপর এসএসসি পরীক্ষা নেব, সেটা ২০২৬ সালের জানুয়ারি মাসে নেওয়ার লক্ষ্য ঠিক করেছি। সেই হিসেবে আমাদের হাতে এখনো সময় আছে।
এসএসসি ও এইচএসসি পরীক্ষার সকল তথ্য আপডেট পেতে আমাদের লেখাপড়া বিডি ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন।
Leave a Reply