রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েট ১ম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২৪

রুয়েট ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ০৩ মার্চ ২০২৪ অনুষ্ঠিত হবে। ভর্তিচ্ছু পরীক্ষার্থীরা (GCE ‘O’ ও  ‘A’ level এবং বিদেশী শিক্ষা প্রতিষ্ঠান হতে পাশ করা পরীক্ষার্থী ব্যতীত) ২৪ জানুয়ারি থেকে ০৭ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ পর্যন্ত আবেদন এর সুযোগ পাবে।

যারা রাজশাহী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চান তারা নিচের নিয়মে যথা সময়ে সঠিক পদ্ধতি অনুসরণ করে অনলাইনে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করুন। এবং ভর্তি পরীক্ষার মাধ্যমে আপনার পছন্দের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।

 

আবেদন ফিঃ

গ্রুপ

বিভাগ

আবেদন ও ভর্তি পরীক্ষা বাবদ প্রদেয় ফি

KA

ইঞ্জিনিয়ারিং বিভাগ সমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ

 ৯০০/-

KHA

ইঞ্জিনিয়ারিং বিভাগ সমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য  বিভাগ

 ১,১০০ /-

ভর্তির জন্য নির্ধারিত বিভাগ ও আসন সংখ্যাঃ মোট ১২৩৫

সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ-১৮০টি

আরবান এন্ড রিজিওনাল প্লানিং বিভাগ-৬০টি

আর্কিটেকচার বিভাগ-৩০টি

বিল্ডিং ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট বিভাগ-৩০টি

ইলেকট্রিক্যাল এন্ড  ইলেকট্রনিক  ইঞ্জিনিয়ারিং বিভাগ-১৮০টি

কম্পিউটার সায়েন্স এন্ড  ইঞ্জিনিয়ারিং বিভাগ-১৮০টি

ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ-৬০টি

ইলেকট্রিক্যাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগ-৬০টি

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ-১৮০টি

ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগ-৬০টি

গ্লাস এন্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং বিভাগ-৬০টি

মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ- ৬০টি

কেমিক্যাল এন্ড ফুড প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগ-৩০টি

ম্যাটারিয়াল সায়েন্স এন্ড  ইঞ্জিনিয়ারিং বিভাগ-৬০টি এবং

সংরক্ষিত আসনে চট্টগ্রাম বিভাগের পার্বত্য জেলাসমুহ ও অন্যান্য এলাকার উপজাতি/ক্ষুদ্র জাতিসত্তা/নৃ-গোষ্ঠী প্রার্থীদের জন্য ৪টি এবং বান্দরবান জেলার পরীক্ষার্থীদের জন্য ১টি সহ সর্বমোট ১২৩৫টি আসন।

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা :

ক) প্রার্থীকে বাংলাদেশের নাগরিক হতে হবে।

খ) প্রার্থীকে ২০২১ বা তৎপরবর্তী সালের SSC অথবা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৪.০ পেয়ে পাশ হতে হবে।

গ) প্রার্থীকে ২০২০ সালের HSC অথবা সমমানের পরীক্ষায় গণিত, পদার্থবিদ্যা, রসায়ন ও ইংরেজী-এই চার বিষয়ে মোট গ্রেড পয়েন্ট কমপক্ষে ১৮ এবং উল্লেখিত বিষয়গুলোর মধ্যে গণিত, পদার্থবিদ্যা ও রসায়নে পৃথকভাবে প্রত্যেক বিষয়ে কমপক্ষে গ্রেড পয়েন্ট ৪.০ ও ইংরেজীতে কমপক্ষে গ্রেড পয়েন্ট ৩.৫ পেয়ে পাশ হতে হবে।

ঘ) প্রার্থী GCE ‘O’ এবং ‘A’ level পাশ করে থাকলে তার ক্ষেত্রে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য GCE ‘O’ level পরীক্ষায় কমপক্ষে পাঁচটি বিষয়ে B গ্রেড এবং নভেম্বর ২০২২ সালের পরে GCE ‘A’ level পরীক্ষায় গণিত, পদার্থবিদ্যা ও রসায়নে কমপক্ষে B গ্রেড পেয়ে পাশ হতে হবে।

ঙ) কমপক্ষে ১২ শিক্ষাবর্ষ অধ্যায়ন থাকা সাপেক্ষে বিদেশী শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০২১ সালের এইচ এস সি/সমমানের পরীক্ষায় (গ) এ উল্লিখিত গ্রেড পেয়ে পাশ করতে হবে। উক্ত ক্ষেত্রে গ্রেড-এর সমতুল্য Numerical Value এর মান সম্পর্কে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রত্যয়নকৃত সনদপত্রে কপি জমা দিতে হবে।

অনলাইনে ভর্তির আবেদন প্রক্রিয়াঃ নিচে প্রদত্ত বিজ্ঞপ্তিটি দেখুন

GCE এবং বিদেশী ছাত্র-ছাত্রীদের জন্য জ্ঞাতব্যঃ

GCE ‘O’ ও ‘A’ level এবং বিদেশী শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাশ করা ছাত্র-ছাত্রীরাও অনলাইনে আবেদন করতে পারবে। এক্ষেত্রে তাদেরকে এখানে ক্লিক করে আবেদন করতে হবে। বিজ্ঞপ্তির (খ) নং এ বর্ণিত পদ্ধতি অনুযায়ী প্রাপ্ত Bill Number এর বিপরীতে নির্ধারিত ভর্তি ফিল পরিশোধ করতে হবে। এছাড়া তাদেরকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে এই ফরমটি ডাউনলোড করে পূরণ করতে হবে এবং পরীক্ষার সার্টিফিকেট ও নম্বর পত্রের সত্যায়িত কপিসহ রেজিস্টার, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী-৬২০৪ বরাবর নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছাতে হবে। উল্লেখ্য যে, খামের উপর অবশ্যই ভর্তি পরীক্ষা ২০২৩-২৪ অথবা Admission Test 2023-24 লিখতে হবে।

সকল বৈধ আবেদনকারীর মধ্য থেকে HSC পরীক্ষায় গণিত, পদার্থবিদ্যা, রসায়ন ও ইংরেজী-এই চার বিষয়ে প্রাপ্ত মোট গ্রেড পয়েন্টের ভিত্তিতে একটি মেধা তালিকা তৈরী করা হবে। এ তালিকা থেকে প্রথম ৯,০০০ জন পরীক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণের সুযোগ দেয়া হবে। তবে ৯,০০০ তম পরীক্ষার্থীর সমান উপরোক্ত ৪ (চার)টি বিষয়ে মোট গ্রেড পয়েন্ট পর্যাপ্ত সকল পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে। সকল আবেদনপত্র যথাযথ প্রক্রিয়ায় নিরীক্ষণ পূর্বক ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণের জন্য যোগ্য প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রস্তত করা হবে। প্রত্যেক আবেদনকারী  তার স্ট্যাটাস এই লিংকে লগইন করে দেখতে পারবে।

প্রবেশপত্র (Admit Card):

ভর্তি পরীক্ষার দিন প্রার্থীর HSC/সমমানের পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড ও প্রার্থীর সদ্য তোলা পাসপোর্ট সাইজের ০১ (এক) কপি রঙিন ছবি ফটোকপিকৃত রেজিস্ট্রেশন কার্ডের ফাঁকা জায়গায় আঠা দ্বারা পেস্ট করে অবশ্যই সংগে আনতে হবে। ফটোকপিকৃত রেজিস্ট্রেশন কার্ডের উপর ভর্তি পরীক্ষার রোল নম্বর বাংলায় লিখে আনতে হবে। অন্যথায় তাকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে না। উল্লেখ্য যে, ভর্তি পরীক্ষার জন্য কোনরূপ প্রবেশপত্র ইস্যু করা হবে না। এ ছাড়াও সংরক্ষিত আসনের পরীক্ষার্থীদেরকে ভর্তি পরীক্ষার দিন হল পরিদর্শকের নিকট উপজাতি/ক্ষুদ্র জাতিসত্তা/নৃ-গোষ্ঠীত্বের সনদের সত্যায়িত ফটোকপি অবশ্যই জমা দিতে হবে, অন্যথায় ভর্তির প্রার্থীতা বাতিল বলে গণ্য হবে।

ভর্তি সংশ্লিষ্ট তারিখ ও সময়সূচীঃ

ক) ভর্তির আবেদনের সময়সূচীঃ ২৪ জানুয়ারি হতে ০৭ ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত।
খ) ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশঃ ১৮ ফেব্রুয়ারি।
গ) ভর্তি পরীক্ষার তারিখ ও সময়ঃ ০৩ মার্চ ২০২৪।

(i) KA গ্রুপঃ প্রার্থীর জন্য ০৩ মার্চ সকাল ১০:০০ ঘটিকা হতে দুপুর ১২:৩০ ঘটিকা পর্যন্ত।

(ii) KHA গ্রুপঃ প্রার্থীর জন্য ০৩ মার্চ সকাল ১০:০০ ঘটিকা হতে দুপুর ০১:৪৫ ঘটিকা পর্যন্ত।

ঘ) ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশঃ ১৮ মার্চ।

  • রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.ruet.ac.bd) ভর্তি সংক্রান্ত সকল তথ্য পাওয়া যাবে এবং প্রয়োজনে তা ডাউনলোড করা যাবে।
  • ভর্তি সংক্রান্ত যে কোন তথ্য জানার জন্য অফিস সময়ে (সকাল ৮.০০ টা থেকে রাত ৮.৩০টা) নিম্নের যে কোন নম্বরে যোগাযোগ করা যেতে পারে: (১) মোবাইল নম্বরঃ ০১৭৮০-৩২৭২৫০ (২) মোবাইল নম্বর ০১৭৮০-৩২৭৩৫০

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) স্নাতক কোর্সে ১ম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২৪

[রুয়েট ভর্তি বিজ্ঞপ্তি ডাউনলোড]

[রুয়েট ভর্তি নির্দেশিকা ডাউনলোড]

ক ইউনিটের আসন বিন্যাস (সিটপ্ল্যান) ডাউনলোড করুন

খ ইউনিটের আসন বিন্যাস (সিটপ্ল্যান) ডাউনলোড করুন

ভর্তি বিষয়ক ওয়েবসাইটের ঠিকানাঃ www.ruet.ac.bd/admission





About মোঃ মিলন ইসলাম 1011 Articles
মোঃ মিলন ইসলাম , বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ সাইট "লেখাপড়া বিডি"র "চিফ ইডিটর" হিসেবে নিয়োজিত আছেন। এছাড়া, লেখাপড়া বিডি"র প্রতিষ্ঠাতা ও পরিচালক হিসেবে নিয়োজিত আছেন আল মামুন মুন্না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*