খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০২৩-২০২৪ ইং শিক্ষাবর্ষের ১ম বর্ষ বিএস-সি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক কোর্সে ভর্তি পরীক্ষা ০৩ মার্চ ২০২৪ (রবিবার) সকাল ১০:০০টা হতে দুপুর ১২:৩০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ১ম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং ও ব্যাচেলার অব আরবান অ্যান্ড রিজিওনাল প্লানিং (বিইউআরপি) কোর্সের ভর্তি জন্য অনলাইনে আবেদন পূরণ ২৪ জানুয়ারি ২০২৪ সকাল ৯ টা থেকে শুরু হয়ে ০৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।
ভর্তি বিষয়ক ওয়েবসাইটের ঠিকানাঃ admission.kuet.ac.bd
প্রবেশপত্র ডাউনলোড ও আসন বিন্যাস জানতে এই লিঙ্কে ক্লিক করুন
ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তারিখসমূহঃ
☞ অনলাইন আবেদনপত্র পূরণ ও জমা শুরুঃ ২৪ জানুয়ারি ২০২৪ তারিখ সকাল ০৯.০০ টা থেকে।
☞ আবেদনের আবেদনপত্র পূরণ ও জমা শেষঃ ০৭ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ রাত ১১.৫৯ টা পর্যন্ত।
☞ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীদের নামের তালিকা প্রকাশঃ ১৮ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ।
☞ ভর্তি পরীক্ষার তারিখঃ ০৩ মার্চ ২০২৪ সকালঃ ১০.০০ হতে দুপুর ১২.৩০ টা পর্যন্ত ।
☞ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মেধাক্রমের তালিকা প্রকাশ, বিভাগ পছন্দ প্রদানের নির্দেশনা, ভর্তির নিয়মাবলী ও ভর্তির তারিখ ঘোষণাঃ ১৮ মার্চ ২০২৪ তারিখ।
আবেদনের জন্য যোগ্যতাঃ
☞ আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
☞ আবেদনকারীকে ২০২৩ সালের এইচএসসি/সমমানের পরীক্ষায় পাস করতে হবে অথবা ২০২২ সালের নভেম্বরের পরে ‘A’ লেভেল সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে।
☞ আবেদনকারীকে বাংলাদেশের যেকোন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড / মাদ্রাসা শিক্ষা বোর্ড / কারিগরি শিক্ষা বোর্ড থেকে মাধ্যমিক / সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৪ / তার সমমানের ফলাফল করতে হবে।
☞ আবেদনকারীকে উচ্চ মাধ্যমিক/ আলীম/ সমমানের পরীক্ষায় বাংলাদেশের যেকোন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড / মাদ্রাসা বোর্ড / কারিগরি শিক্ষা বোর্ড থেকে অবশ্যই মোট জিপি ১৮ (আঠারো) অথবা বিদেশী শিক্ষা বোর্ড থেকে সমমানের পরীক্ষায় উক্ত বিষয়সমূহে কমপক্ষে সমতুল্য গ্রেড পেয়ে পাশ হতে হবে । এছড়া বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হতে হলে সংশ্লিষ্ট প্রার্থীকে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় জীব বিজ্ঞানে কমপক্ষে জিপি ৪ (চার) থাকতে হবে।
☞ আবেদনকারী যদি GCE ‘O’ Level /’A’ Level এর পরীক্ষার্থী হয়, তবে তাকে GCE ‘O’ Level পরীক্ষায় কমপক্ষে পাঁচটি বিষয়ে ন্যুনতম “B” গ্রেড পেয়ে পাশ করতে হবে। GCE ‘A’ Level পরীক্ষাতে পদার্থবিজ্ঞান,রসায়ন এবং গণিত এই তিন বিষয়ের প্রত্যেকটিতে অবশ্যই B grade পেয়ে পাশ হতে হবে।
আসন সংখ্যাঃ
পুরকৌশল অনুষদ
☞ Civil Engineering – CE – ১২০
☞ Building Engineering and Construction Management – BECM – ৬০
☞ Urban and Regional Planning – URP – ৬০
☞ Architecture – ARCH – ৪০
তড়িৎ ও ইলেক্ট্রনিক অনুষদ
☞ Electrical and Electronic Engineering – EEE- ১২০
☞ Computer Science and Engineering – CSE- ১২০
☞ Electronics and Communication Engineering – ECE – ৬০
☞ Biomedical Engineering – BME – ৩০
☞ Material Science & Engineering – MSE – ৬০
যন্ত্রকৌশল অনুষদ
☞ Mechanical Engineering – ME -১২০
☞ Industrial and production Engineering – IPE – ৬০
☞ Leather Engineering – LE -৬০
☞ Textile Engineering – TE – ৬০
☞ Energy Science Engineering – ESE – ৩০
☞ Chemical Engineering – ChE – ৩০
☞ Mechatronics Engineering – MTE – ৩০
☞ সংরক্ষিত আসন সংখ্যা – ০৫
☞ সর্বমোট আসন সংখ্যা = ১০৬৫ টি।
ভর্তি পরীক্ষার মানবণ্টন: বিজ্ঞপ্তি দেখুন
KUET এ ভর্তির পদ্ধতি তিন ভাগে বিভক্তঃ
১. যোগ্যতা সম্পন্ন আবেদনকারীকে তার শিক্ষাগত যোগ্যতা, ব্যক্তিগত তথ্য এবং আবেদন ফী জমা দিয়ে অনলাইনে আবেদন করতে হবে।
আবেদন ফি অবশ্যই রকেট/শিওর ক্যাশ এর মাধ্যমে জমা দিতে হবে। নির্দিষ্ট সময় পর্যন্ত আবেদন ফর্ম জমা হবার পর যাচাই-বাছায়ের পর সেরা ১২,০০০ (বারো হাজার) আবেদনকারীকে ভর্তি পরীক্ষার জন্য Select করা হবে ।
যদি ১২,০০০ তম আবেদনকারী একের অধিক হয়, তাহলে গণিত, পদার্থ বিজ্ঞান, রসায়ন এবং ইংরেজি তে যথাক্রমে এইচ,এস,সি এবং এস,এস,সি তে প্রাপ্ত জিপিএ’র ভিত্তিতে নির্দিষ্ট সংখ্যক আবেদনকারীকে পরীক্ষা দেওয়ার জন্য চূড়ান্ত করা হবে ।
২. এরপর ভর্তি পরীক্ষা। পরীক্ষার্থীদের ভেতর top – জন পরীক্ষার্থী KUET এ ভর্তির জন্য select করা হবে।
৩. পরবর্তীতে নির্দিষ্ট দিনে উপরে উল্লেখিত – জন বোর্ড থেকে প্রদত্ত আসল শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট প্রদান, ভর্তি ফী প্রদান এবং স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে KUET এ ভর্তি হতে হবে । ভর্তির সময় মেরিট পজিশন অনুযায়ী আবেদনকারী তার সাব্জেক্ট চয়েজ প্রদান করতে পারবে। যদি কোন শিক্ষার্থী ক্লাস শুরু হবার পর টানা ২ সপ্তাহ অনুপস্থিত থাকে তাহলে তার ভর্তি বাতিল বলে বিবেচিত হবে ।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (KUET) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি
[KUET ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি ডাউনলোড]
আবেদন /ফি পরিশোধ/ প্রবেশপত্র ডাউনলোড পদ্ধতি জানতে ভর্তি নির্দেশিকা দেখুনঃ
[KUET ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ভর্তি নির্দেশিকা ডাউনলোড]
চলতি শিক্ষাবর্ষে কুয়েটসহ বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য, প্রবেশপত্র ডাউনলোড এর তারিখ, ভর্তি পরীক্ষার ফলাফল ও অন্যান্য সর্বশেষ তথ্য জানতে নিয়মিত লেখাপড়া বিডি ডট কম এর ভর্তি তথ্য বিভাগ ভিজিট করুন।
Leave a Reply