হ্যাপি নিউ ইয়ার ২০২৫ – হেপি নিউ ইয়ার 2025 পিকচার, ফেসবুক কভার ফটো

হ্যাপি নিউ ইয়ার ২০২৫: হেপি নিউ ইয়ার 2025 পিকচার, প্রথমেই আমাদের লেখাপড়া বিডি’র এডমিন, পরিচালক এর পক্ষ থেকে ও লেখাপড়া বিডি’র সকল টিম মেম্বারদের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভ নববর্ষ ২০২৫ এর শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার ২০২৫। নতুন বছরে সকলের প্রতি প্রাণঢালা শুভেচ্ছা ও ভালোবাসা রইলো। হ্যাপি নিউ ইয়ার ২০২৫ ফেসবুক কভার ফটো। Happy New Year 2025 । হ্যাপি নিউ ইয়ার 2025 স্ট্যাটাস, ব্যানার, পোস্টার ছবি নিয়ে আমাদের আজকের আয়োজন। আমরা আমাদের এই পোস্টে নতুন বছরের New Year 2025 এর সকল ব্যানার , শুভ নববর্ষ পিকচার, বাংলা পিকচার, ছবি ও পোস্টার এছাড়াও হ্যাপি নিউ ইয়ার বাংলা এসএমএস ২০২৫, ইংরেজি শুভ নববর্ষ ২০২৫ এর ইংরেজি এসএমএস তুলে ধরবো। আপনি যদি আপনার প্রিয় জনকে নতুন বছরের শুভেচ্ছা SMS দিতে চান বা ফেসবুকে নতুন বছরের শুভেচ্ছা পোস্ট করতে চান তবে এই পোস্ট থেকে আপনি নতুন বছরের ফেসবুক পোস্ট ২০২৫ সংগ্রহ করে পোস্ট করতে পারবেন। 

হ্যাপি নিউ ইয়ার ২০২৪

আমরা এখানে সবার জন্য ফ্রি নতুন বছরের শুভেচ্ছা কার্ড, শুভেচ্ছা এসএমএস ২০২৫, নতুন বছরের পোস্ট, হ্যাপি নিউ ইয়ার ২০২৫ ফেসবুক পোস্ট, হ্যাপি নিউ ইয়ার ২০২৫ ফেসবুক স্টাটাস তুলে ধরবো। যাতে আমাদের লেখাপড়া বিডিও সকল পাঠক পাঠিকা তাদের পছন্দ অনুযায়ী নতুন বছর ২০২৫ এর সকল স্টাটাস, এসএমএস, ব্যান্যার, ফেস্টুন ২০২৫ সংগ্রহ করতে পারেন। তো যারা আমাদের পোস্টটি সম্পূর্ণ পড়বেন তবেই আপনি এখান থেকে আপনার happy new year 2025 এসএমএস টেক্সট সংগ্রহ করতে পারবেন। হ্যাপি নিউ ইয়ার ওয়েলকাম পোস্ট ২০২৫ , Happy New Year Welcome SMS 2025 দেখুন এখানেই:

হ্যাপি নিউ ইয়ার ২০২৫ Happy New Year 2025
হ্যাপি নিউ ইয়ার ২০২৫ বাংলা এসএমএস হ্যাপি নিউ ইয়ার ২০২৫ ইংরেজি এসএমএস
হ্যাপি নিউ ইয়ার ২০২৫ ওয়েলকাম পোস্ট Happy New Year Welcome Post
শুভ নববর্ষ 2025 SMS Happy New Year 2025 SMS
নতুন বছর ২০২৫ ব্যানার হ্যাপি নিউ ইয়ার 2025 ব্যানার
হ্যাপি নিউ ইয়ার 2025 স্ট্যাটাস Happy New Year 2025 স্ট্যাটাস
বাংলা নববর্ষ ১৪৩১ শুভ নববর্ষ ২০২৫ বাংলা এসএমএস
হ্যাপি নিউ ইয়ার 2025 ছন্দ হেপি নিউ ইয়ার 2025 পিকচার
হ্যাপি নিউ ইয়ার 2025 ভিডিও হ্যাপি নিউ ইয়ার নতুন ছবি
হেপি নিউ ইয়ার 2025 পিকচার দেখুন এখানেই

হ্যাপি নিউ ইয়ার 2025 স্ট্যাটাস

“শুধু প্রথম দিন নয়,
বছরের প্রতিটি দিন যেন
তোমার সুখে কাটে..
হ্যাপি নিউ ইয়ার
❦~2025~❦”

“নতুন সকাল নতুন দিন
নতুন করে শুরু,
যা হয়না যেন শেষ,
নতুন বছরের অনেক শুভেচ্ছার
সাথে পাঠালাম তোমায় এই SMS”

“নতুন বছরের নতুন দিনে
আপনাদের জানাই সুস্বাগতম
শুভ নববর্ষ”

“New year দিচ্ছে উঁকি,
আর মাত্র কিছুক্ষন বাকি,
গাছে গাছে উড়ছে পাখি,
বন্ধু তোমায় বলে রাখি
❦~Happy New Year~❦”

নতুন পোশাক নতুন সাজ।
নতুন বছর শুরু আজ।
মিষ্টি মন, মিষ্টি হাসি,
শুভেচ্ছা জানাই রাশি রাশি।
হ্যাপি নিউ ইয়ার

“নতুন বছর আসুক নিয়ে
নতুন নতুন আশা।
পৃথিবীতে ছড়িয়ে দিক
শুধুই ভালোবাসা।
❦~Happy New Year~❦”

“কামনা করি নতুন বছরের
আগমনে প্রতিবারের মতন
শুধু ক্যালেন্ডার না বদলে
মানুষের চিন্তাভাবনাটাও বদলায়।
❦~শুভ নববর্ষ~❦”

“বাউল গানের সান্ধ্য তালে,
নতুন বছর এসেছে ঘুরে।
উদাসী হাওয়ার সুরে সুরে
রাঙ্গা মাটির পথটি জুড়ে।
❦~শুভ নববর্ষ~❦”

হেপি নিউ ইয়ার 2025 পিকচার

হেপি নিউ ইয়ার 2025 পিকচার দেখা যাবে এখানেই। আমরা এখানে সব আপডেট নতুন হেপি নিউ ইয়ার পিকচার গুলো আপলোড করেছি। এখান থেকে আপনারা এসব ছবি ফ্রিতে ডাউনলোড করে ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে পারবেন।

 

হ্যাপি নিউ ইয়ার ২০২৫ ফেসবুক স্ট্যাটাস 

“বছর শেষে আসবে ভেসে ,নতুন একটি দিন। এই নতুন দিনটিকে আপনারা সবাই ভালবেসে নিন। থাকবে না কোন জ্বালা, থাকবে না কোন কষ্ট, সবকিছু দিয়ে মন থেকে করে ফেলো নষ্ট। হ্যাপি নিউ ইয়ার ২০২৫”

“পুরনো যত কষ্ট করে ফেলো নষ্ট, হ্যাপি নিউ ইয়ারের এই দিনে কেউ রেখনা দুঃখ মনে। দুঃখকে ভুলে গিয়ে সুখকে নাও সাথে করে ।হ্যাপি নিউ ইয়ার ২০২৫।”

 

“শুধু ওই দিনটি নয় ,প্রতিটি দিন যেন তোমার কাটে হ্যাপি নিউ ইয়ার এর দিনটির মতো।আনন্দে উচ্ছ্বাসে হ্যাপি নিউ ইয়ার ২০২৫।”

“আশা করি, আপনাদের মাঝে আছে একটি নতুন আনন্দের মুহূর্ত যে মুহূর্তে মানুষের হৃদয়কে ছুয়ে দিয়ে যায় । আর মানুষের হৃদয়ে লিখে দিয়ে যায় কিছু নতুন নতুন চাওয়া পাওয়া। তাই আপনাকে এবং আপনার পরিবারকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। হেপি নিউ ইয়ার।”

“হ্যাপি নিউ ইয়ার ভুলবোনা তোমার কোনদিন। তুমি আমার হৃদয়কে করে দিয়েছো রঙিন। তাই তোমার অপেক্ষায় বসে থাকি দিনের পর দিন। ২০২৫ হ্যাপি নিউ ইয়ার।”

“কারো মনে যদি কোন দ্বিধা থেকে থাকে। তবে হ্যাপি নিউ ইয়ার এমন একটি খুশির দিন ।সেই দিনটিতে শপথ করে নিন। যেন আর কোন হিংসা বিবাদ দিধা না আসে। আপনার হৃদয়কে ছুঁয়ে না দিয়ে যায়। আপনার হৃদয়ে যেন সব সময় পবিত্র কিছু বসবাস করে।”

আগামী রবিবার হ্যাপি নিউ ইয়ার ২০২৫ সাল। ২০২২ সালে যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি তাহলে ক্ষমা করে দিবেন। যেন ২০২৫ সালে সবাইকে নিয়ে ভালো থাকতে পারি।

ফুরিয়ে গেলো ২০২২ সময় হলো বিদায় বেলার,,, নতুন দিনে নতুন ভাবে দেখা হবে দুজনে আবার, একটি বছর মিলে মিশে কেটে যাবে আগের মতো 2025 তে করবো জয় দুঃখ ব্যথা বেদনা আছে যত।

ফুরিয়ে গেলো ২০২২ সময় হলো বিদায় বেলার,,, নতুন দিনে নতুন ভাবে দেখা হবে দুজনে আবার, একটি বছর মিলে মিশে কেটে যাবে আগের মতো 2025 তে করবো জয় দুঃখ ব্যথা বেদনা আছে যত।

আবার আসলো জানুয়ারি মাস, ডিসেম্বরের অসবানে ! নববর্ষের নতুন হাওয়া, উষ্ণতা দিল প্রানে । মনের যত গ্লানি ভুলে, জীবন গড় নতুন ভাবে । নতুন নতুন স্বপ্ন দেখো, নতু বছরের টানে।, হ্যাপি নিউ ইয়ার শুভেচ্ছা বার্তা

হ্যাপি নিউ ইয়ার ২০২৫ ইংরেজি স্ট্যাটাস 

A beautiful, refreshing unit
Single dream, single truth
Single imagination, realizing single
One faith, one faith
This is the beginning of a single good year .. !!Happy New Year and congratulations

Whenever the new year comes
We pray that
All this to you this year too
Get what your heart desires
Happy New Year to you .. !!!

May this new year come to you
Let the one you want come to you
You should not be a virgin all year round
Let your mother-in-law come with your relationship .. !!! Happy New Year

Get ready for happiness
Get ready for fun and new exuberance
Upcoming New Year’s Eve
Get ready for that evening
Happy New Year .. !!!

হ্যাপি নিউ ইয়ার ২০২৫ ইসলামিক স্ট্যাটাস

নতুন বছরের ইসলামিক কিছু পোস্ট এখানে তুলে ধরছি। যারা ২০২৫ সালের নতুন বছরের ইসলামীক পোস্ট বা স্ট্যাটাস ফেসবুকে অথবা ইসলামিক এসএমএস পাঠাতে চান আপনার প্রিয়জনের কাছে তবে আপনি এখান থেকে ইসলামিক হ্যাপি নিউ ইয়ার পোস্ট সংগ্রহ করতে পারবেন। হ্যাপি নিউ ইয়ার ইসলামি ছবি, স্টা্যাটাস, ব্যানার সব পাবেন এখানে। হ্যাপি নিউ ইয়ার ইসলামিক স্ট্যাটাস ২০২৫:

“পূর্ণতা এবং ব্যর্থতায় আলহামদুলিল্লাহ্‌ – শুকরিয়া। এবং আগামীর লক্ষে ইংশাআল্লাহ্‌। 

– সবাইকে নতুন বছরের শুভেচ্ছা”

সময় প্রবহমান, সময় চলতেই থাকে। তবু যেন ঈমান আসে না মোদের। আল্লাহ্‌ আমাদের সকলকে খাঁটি মুসলিম হয়ে বাঁচার তৌফিক দিন। সবাইকে ভালো রাখুন। – নতুন বছরে সালাম এবং শুভেচ্ছা নিবেন।

শেষ আরও একটি বছর। আপনি ফানুশ উড়িয়ে মজা করছেন? আপনি মনে রাখবেন মৃত্যু আপনার নিকট আরও তারাতারি আসছে ঠিক যত দিন পার হচ্ছে। আপনি আমি কি প্রস্তত মৃত্যুকে বরণ করে নিতে? সময় ফুরিয়ে যাওয়ার আগে আল্লাহ্‌কে ভয় করি। সবাইকে আল্লাহ্‌ বোঝার শক্তি দিন। – নতুন বছর উপলক্ষে সবাইকে সালাম রইলো।

যেই দিন যায় সেদিন আলহামদুলিল্লাহ্‌। যেই দিন আসে সঃই দিন শুকরিয়া। যেই দিন আসবে সেইদিন ইংশাআল্লাহ্‌। তবেই আল্লাহ্‌ আমাদের সকল বিষয়ে বরকত দিবেন। সবাইকে নতুন বছরে সালাম এবং শুভেচ্ছা।

নতুন বছরের জন্য দোয়া । নতুন বছরে কি দোয়া পড়তে হয় ?

আমরা আবারও নতুন একটি বছর শেষ করে আরও একটি নতুন বছরে পদার্পন করলাম। আল্লাহ আমাদেরকে হায়াদ দান করেছেন এজন্যই আমরা নতুন বছর পেলাম। নতুন বছর পেয়ে আমরা অনেকেই নানা ভাবে এই বছরের প্রথম দিনটি উদযাপন করে থাকি। আমরা আল্লাহ এর কথা ভুলে যাই। আমরা আমাদের সৃষ্টিকর্তাকে ভুলে যাই। আমরা মুসলমানরা নতুন বছরে এই দোয়া গুলো পড়তে পারি।

বাংলা উচ্চারণ বাংলা অর্থ
আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল-আমনি, ওয়াল ইমানি, ওয়াস সালামাতি,
ওয়াল ইসলামি, ওয়া রিদওয়ানিম মিনার রহমানি, ওয়া ঝওয়ারিম মিনাশ শায়তানি
হে আল্লাহ! আমাদের ঈমান ও ইসলামকে নিরাপদ করুন। আমাদের সুরক্ষা দিন। দয়াময় আল্লাহ্‌র কল্যাণ দান করুন। শয়তানের কুমন্ত্রণা মোকাবেলায় আমাদের সাহায্য করুন।
ইয়া মুকাল্লিবাল কুলুবি ওআল আবছারি ইয়া মুদাব্বিরাল লাইলি ওয়ান্নাহার;
ইয়া মুহাওয়্যিলাল হাওলি ওয়াল আহ্‌ওয়ালি হাওয়্যিল হালানা ইলা আহসানাল হালি
হে অন্তর ও দৃষ্টিসমূহের পরিবর্তনকারী! হে রাত ও দিনের আবর্তনকারী! হে সময় ও অবস্থা পরিবর্তনকারী আল্লাহ্‌! সব সময় আমাদের অবস্থা ও অবস্থান ভালো বা কল্যাণের দিকে উন্নীত করুন।’

হ্যাপি নিউ ইয়ার ২০২৫ শুভেচ্ছা ছবি / নতুন বছরের পিকচার ২০২৫

আমরা এখানে নতুন বছরের শুভেচ্ছা ছবি তুলে ধরছি এই ছবি গুলো আপনারা ডাউনলোড করে উপর থেকে যেকোন স্ট্যাটাস কপি করে তারপর আপনি ফেসবুকে স্ট্যাটাস পোস্ট করতে পারেন। নতুন বছরের পিকচার আমরা এখানে আপলোড করছি। নতুন বছরের ছবি:

হ্যাপি নিউ ইয়ার সম্পর্কে ইসলাম কি বলে

থার্টি ফার্স্ট নাইট এবং হ্যাপি নিউ ইয়ার বা নববর্ষ উৎযাপন করা মুসলিমদের সংস্কৃতি নয়। হ্যাপি নিউ ইয়ার।

উপসংহার

পরিশেষে আমরা এই পোস্টে হ্যাপি নিউ ইয়ার ২০২৫ নতুন বছরের শুভেচ্ছো পোস্ট দেয়ার নিয়ম, হ্যাপি নিউ ইয়ার 2025 পিক, হ্যাপি নিউ ইয়ার 2025 বেনার, নতুন বছরের শুভেচ্ছা মেসেজ, শুভেচ্ছা এসএমএস ২০২৫, নতুন বছরের ছবি সহ নতুন বছরের সব কিছু এখানে আপডেট করেছি। আমরা এখানে কিছু ছবি ও এসএমএস আপলোড করেছি এগুলো কিছু ওয়েবসাইট এর ছবির সাথে মিলে যেতে পারে। আমাদের এই ছবি ও মেসেজ এর বিষয়ে যদি কারো কোন প্রশ্ন থাকে বা আপত্তি থাকে তবে আপনারা আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমরা এগুলো সম্ভব হলে রিমুভ করার চেষ্টা করবো।





About মোঃ মিলন ইসলাম 1011 Articles
মোঃ মিলন ইসলাম , বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ সাইট "লেখাপড়া বিডি"র "চিফ ইডিটর" হিসেবে নিয়োজিত আছেন। এছাড়া, লেখাপড়া বিডি"র প্রতিষ্ঠাতা ও পরিচালক হিসেবে নিয়োজিত আছেন আল মামুন মুন্না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*