বেসরকারি স্কুলে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪

বেসরকারি স্কুলে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪

বেসরকারি স্কুলে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশিত হয়েছে। বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি বিজ্ঞপ্তি ও ভর্তি নীতিমালা ২০২৪ প্রকাশ হয়েছে। আমাদের এই পোস্ট থেকে বেসরকারি বিদ্যালয়ে ভর্তির বিস্তারিত তথ্য জানা যাবে। বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৪ সালের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) । Non Govt High School Admission 2024 circular. মহানগরী ও জেলা সদর উপজেলার বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে আবেদন করা যাবে। অনলাইনে ২৪ অক্টোবর ২০২৩ তারিখ থেকে আবেদন করা যাবে।

যেসকল শিক্ষার্থীরা ২০২৪ শিক্ষাবর্ষে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণীতে ভর্তি হতে চান তারা এই ভর্তির নির্দেশিকা অনুযায়ী অনলাইনে বেসরকারি স্কুলে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। যারা ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি হতে চান বা সপ্তম শ্রেণিতে ভর্তি হতে চান , এবং অষ্টম শ্রেণিতে ভর্তি ও নবম শ্রেণিতে ভর্তি হতে ইচ্ছুক তারা ভর্তির যোগ্যতা অনুযায়ী অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আপনাদের সুবিধার্থে বেসরকারি স্কুলে ভর্তির বিস্তারিত গাইডলাইন এখানে তুলে ধরা হয়েছে।

অধিদপ্তর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর
বিজ্ঞপ্তির ধরণ বেসরকারি মাধ্যমিক স্কুল ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪
অনলাইনে আবেদনের ঠিকাণা https://gsa.teletalk.com.bd/
আবেদন শুরুর তারিখ ২৪ অক্টোবর ২০২৩
আবেদন করার শেষ তারিখ ১৪ নভেম্বর ২০২৩
ভর্তি আবেদন ফি ১১০ টাকা
সরকারি মাধ্যমিক স্কুল ভর্তি বিজ্ঞপ্তি pdf Download gsa admission circular 2024 pdf download

বেসরকারি স্কুলে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪

বেসরকারি স্কুলে ভর্তি নীতিমালা ২০২৪

বেসরকারি স্কুলে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২০২৪ প্রকাশের সাথে বিদ্যালয়ে ভর্তির নীতিমালা ২০২৪ প্রকাশ করা হয়েছে। আপনারা যারা বেসরকারি সরকারি স্কুলে ভর্তির নীতিমালা ২০২৪ দেখতে চান ও ডাউনলোড করতে চান তারা আমাদের এই পোস্ট থেকেই ভর্তি নীতিমালা ডাউনলোড করতে পারবেন।

অনলাইনে স্কুল ভর্তি আবেদনের সময়সীমাঃ

  • Online-এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ: ২৪/১০/২০২৩
  • Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ: ১৪/১১/২০২৩

Web Application Form পূরণ এর নিয়মাবলী :

১৷ http://gsa.teletalk.com.bd ওয়েবসাইটে browse করে আবেদনপত্র পূরণ করতে পারবেন৷
২৷ Online আবেদনপত্রের নির্দেশনা মতে প্রার্থী তার সকল তথ্য পূরণ করবেন ৷ যে সকল শিক্ষার্থী কোটায় আবেদন করবেন তাদের কোটার বিষয়টি অবশ্যই উল্লেখ করতে হবে অন্যথায় কোটা বিবেচনা করা হবেনা।
৩৷ Online আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ X প্রস্থ ৩০০ Pixel) স্ক্যান করে JPEG ফরমেট- এ নির্ধারিত স্থানে Upload করবেন৷
৪৷ Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে৷ নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে প্রার্থী একটি User ID- সহ ছবিযুক্ত Applicant’s copy পাবেন৷
৫৷ প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট অথবা Download কপি পরীক্ষা সংক্রান্ত যেকোন প্রয়োজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন৷
৬৷ Online আবেদনপত্রে সরবরাহকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু আবেদন প্রেরণ করার পূর্বেই সরবরাহকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন৷

SMS এর মাধ্যমে আবেদন ফি প্রদানের নিয়মাবলীঃ

১৷ Applicant’s কপিতে প্রাপ্ত User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk Pre-paid mobile নম্বর হতে ০২(দুই) টি SMS করে আবেদন ফি বাবদ প্রতিটি Application এর জন্য ১১০/- টাকা পরবর্তী ৪৮ (আটচল্লিশ) ঘন্টার মধ্যে জমা দিবেন৷

২৷ প্রথম SMS : GSA<space>User ID (Web Application হতে প্রাপ্ত) লিখে send করতে হবে ১৬২২২ নম্বরে
উদাহরণ : GSA<space>ABCDEF লিখে send করতে হবে ১৬২২২ নম্বরে।
* ফিরতি SMS এ শিক্ষার্থীর নামসহ একটি PIN নম্বর পাওয়া যাবে৷ যা ব্যবহার করে দ্বিতীয় SMS- টি করতে হবে ৷

৩৷ দ্বিতীয় SMS: GSA<space>Yes<space>PIN (প্রথম SMS হতে প্রাপ্ত) লিখে send করতে হবে ১৬২২২ নম্বরে
উদাহরণ : GSA<space> Yes <space>123456 লিখে send করতে হবে ১৬২২২ নম্বরে

৪৷ সফলভাবে আবেদন ও আবেদন ফি প্রদান সম্পন্ন হলে দ্বিতীয় SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে http://gsa.teletalk.com.bd ওয়েব সাইট হতে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে৷ শিক্ষার্থীদের এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে অবশ্যই প্রদর্শন করতে হবে৷

বেসরকারি স্কুল ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪ ও ভর্তি নীতিমালা ডাউনলোড

উপসংহার:

প্রিয় ভিজিটর, আজকের এই ভর্তি সংক্রান্ত নতুন পোস্টে আমরা বেসরকারি স্কুলে ভর্তি ২০২৪ সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেছি। যারা ২০২৪ সালের শিক্ষাবর্ষে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি হতে চান তারা আমাদের এই পোস্ট থেকে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন। আমাদের এই নতুন পোস্টে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির বিজ্ঞপ্তি ও ভর্তির নীতিমালা ২০২৪ তুলে ধরেছি।





About মোঃ মিলন ইসলাম 1011 Articles
মোঃ মিলন ইসলাম , বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ সাইট "লেখাপড়া বিডি"র "চিফ ইডিটর" হিসেবে নিয়োজিত আছেন। এছাড়া, লেখাপড়া বিডি"র প্রতিষ্ঠাতা ও পরিচালক হিসেবে নিয়োজিত আছেন আল মামুন মুন্না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*