কামিল হাদিস ২০০৫ ব্যাচের পক্ষ থেকে জামেয়ার নবনিযুক্ত অধ্যক্ষকে বরণ

বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ, লেখক ও গবেষক, বহুগুণের প্রতিভাধর হযরতুল আল্লামা হাফেজ মুহাম্মদ আবদুল আলিম রেজভী (মুঃ,জিঃ আঃ) এশিয়াখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ হিসাবে নিযুক্ত হয়েছেন।

উল্লেখ্য যে, তিনি ইতিপূর্বে একই প্রতিষ্ঠানের মুফাসসির পদে এবং পরবর্তীতে রাজধানীর ঢাকা মোহাম্মদপুরস্থ কাদেরীয়া তৈয়্যবিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ পদে নিয়োজিত ছিলেন।

তিনি অধ্যক্ষ পদে নিয়োগ পাওয়ায় আজ ১৮-৯-২০২৩ ইং, সোমবার জামেয়ার কামিল হাদিস ২০০৫ ব্যাচের পক্ষ থেকে হুজুরকে ফুলের তোড়া ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেয়া হয় এবং আন্তরিক মুবারকবাদ ও অভিনন্দন জ্ঞাপন করে হুজুরের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন জামেয়ার কামিল হাদিস ২০০৫ ব্যাচের মাওলানা মোখতার আহমদ, মাওলানা মোহাম্মদ শেখ সাদী কাদেরী, মাওলানা মোহাম্মদ নেজাম উদ্দিন, মাওলানা মোহাম্মদ বোরহান উদ্দিন, হাফেজ মাওলানা মোহাম্মদ এনাম, হাফেজ মাওলানা মোহাম্মদ নাজিম, মাওলানা নূর মোহাম্মদ আল কাদেরী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *