অনুষ্ঠানে বক্তৃতাকালে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মান উন্নয়নে শিক্ষক শিক্ষার্থী উভয়ের ভূমিকার কথা উল্লেখ করা হয়। বক্তারা বলেন, এন্টারপারনিউরশিপ স্নাতকোত্তর প্রোগ্রামকে অবশ্যই SWIP প্রকল্পের ২য় পর্বের অর্থায়ন করতে হবে এবং ঢাকা স্কুল অব ইকোনমিক্সে SWIP ২য় পর্বের প্রকল্পের অধীনে একটি অর্থনৈতিক ইনকিউবেটর স্থাপন করা যেতে পারে।বিশেষজ্ঞরা বলেন, ঢাকা স্কুল অব ইকোনমিক্সের এন্টারপারনিউরশিপ (চার বছর-অনার্স) স্নাতক প্রোগ্রাম আন্তর্জাতিক মানের এবং শিক্ষার্থীরা ইতিমধ্যেই শিল্প জোটের এক্সপোজারের কারণে অধ্যয়নের সময় চাকরি পাচ্ছে।ছাত্রকেন্দ্রিক শিক্ষা এবং উদ্যোক্তা শিক্ষার গুরুত্ব নিয়ে এক অনলাইন সেমিনার এর আয়োজন করেছে ঢাকা স্কুল অব ইকোনমিকসের উদ্যোক্তা অর্থনীতিবিদ ক্লাব।
বুধবার স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এই সেমিনার অনুষ্ঠিত হয়েছে। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মুহাম্মদ মোখলেসুর রহমান। গেস্ট অব অনার ছিলেন শ্রীলংকা থেকে প্রফেসর ড. এস. এল. রিয়াস এবং প্রফেসর ড. শবনম জাহান। বিশেষ অতিথি হিসেবে ভারত থেকে ছিলেন প্রফেসর ড. সুব্রত চট্টোপাধ্যায়। অনুষ্ঠান সভাপতিত্ব করেন অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহম্মদ মাহবুব আলী।
এছাড়াও, বক্তা হিসেবে ছিলেন ঢাকা স্কুল অব ইকোনমিকসের সহকারী অধ্যাপক রেহেনা পারভীন, সহকারী অধ্যাপক ড. সারা তাসনিম এবং প্রভাষক শামিম আহমেদ।প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।অধ্যাপক আলী বলেন, শিক্ষাকে অবশ্যই কর্মসংস্থানের দক্ষতা হতে হবে যার ওপর প্রধানমন্ত্রী জোর দিয়েছেন এবং বাংলাদেশ অ্যাক্রিডিয়েশন বোর্ড শিক্ষার্থীকেন্দ্রিক চাকরির বাজারের জন্য কাজ করছে।
Leave a Reply