জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৪ মের সকল পরীক্ষা স্থগিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামী ১৪ মে ২০২৩ তারিখের অনুষ্ঠিতব্য সকল পরীক্ষা প্রতিকুল আবহাওয়ার কারণে স্থগিত ঘোষণা করা হয়েছে। স্থগিত এ সকল পরীক্ষার সংশোধিত সময়সূচী পরবর্তিতে সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হবে।

১২ মে ২০২৩ তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে অবহিত করা হয়েছে। সংশোধিত সময়সূচী প্রকাশ হওয়ার পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের পাশাপাশি লেখাপড়া বিডির এই লিংকেও প্রকাশ করা হবে।

বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় মোখার আঘাতের শঙ্কায় চলমান চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল ও যশোর শিক্ষা বোর্ডের আগামী ১৪ ও ১৫ মে ২০২৩ তারিখ রোববার ও সোমবারের এসএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। একইসঙ্গে মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিতব্য দাখিল পরীক্ষা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিতব্য এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে শিক্ষা প্রশাসন। মোট ছয়টি বোর্ডের অধীনে রোববার ও সোমবারের অনুষ্ঠিতব্য এসএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে।

শনিবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি থেকে পাঠানো এক চিঠিতে সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের বিষয়টি জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *