বিশ্ব নারী দিবস ২০২৩ | নারী দিবসের শুভেচ্ছা , নারী দিবস নিয়ে উক্তি , নারী দিবস নিয়ে স্ট্যাটাস, ছবি ও ব্যানার

বিশ্ব নারী দিবস ২০২৩ | নারী দিবসের শুভেচ্ছা , নারী দিবস নিয়ে উক্তি , নারী দিবস নিয়ে স্ট্যাটাস, ছবি ও ব্যানার পাবেন আমাদের এই আর্টিকেল থেকে। আজ ০৮ মার্চ বিশ্ব নারী দিবস। আন্তর্জাতিক নারী দিবস আজ। আজ আমরা অনেকেই নারী দিবস উপলক্ষে ফেসবুকে ও অন্যান্য সামাজিক মাধ্যমে নারী দিবস নিয়ে স্ট্যাটাস , নারী দিবসের শুভেচ্ছা ও ছবি শেয়ার করে থাকি। কিন্তু আমরা কোথাও নারী দিবস বিষয়ে এমন স্ট্যাটাস, শুভেচ্ছা, ব্যানার, ছবি বা নারী দিবস উপলক্ষে ক্যাপশন গুলো খুজে পাই না। তাই আমরা আপনাদের জন্য আজকের এই পোস্টে নারী দিবসের সকল ছবি, ব্যানার, শুভেচ্ছা বার্তা ও নারী দিবস এর কিছু কথা তুলে ধরবো।

নারী দিবসের শুভেচ্ছা

মার্চ মাসের ৮ তারিখ এলে মনে পড়ে যায় আজ নারী দিবস আজকের দিনটি আন্তর্জাতিক নারী দিবস (International Women’s Day) হিসেবে আমরা পালন করে থাকি। আজকের এই দিনে আমরা নারীদেরকে সম্মান জানাই। শুধু বাংলাদেশের মানুষ নয় গোটা পৃথিবীর মানুষেরা আজকের দিনটি নারী দিবস হিসেবে পালন করে থাকেন। 

সর্বপ্রথম নারী দিবস ১৯০৯ সালের ২৮ ফেব্রুয়ারি আমেরিকায় পালিত হয়। তারপর থেকে ৮ মার্চ নারী দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। আজকের দিনটিতে নারীদেরকে নানা ভাবে শুভেচ্ছা বার্তা দিয়ে শুভেচ্ছা জানানো হয়। অনেকেই ফেইসবুকে নারী দিবসের ছবি পোস্ট করে থাকেন। এবং নারী নিয়ে নানা ধরণের উক্তি লিখে থাকেন। Women’s Day Quotes , নারী দিবস স্ট্যাটাস , কবিতা , নারী দিবসের উক্তি, শুভেচ্ছা ছবি, সহ সকল কিছু আমরা এই পোস্টে শেয়ার করছি। এখান থেকে আপনারা সকলেই এই ছবি গুলো , স্ট্যাটাস গুলো, উক্তি গুলো কপি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করতে পারেন।

দিবসের নাম আন্তর্জাতিক নারী দিবস
শিরোনাম বিশ্ব নারী দিবস ২০২৩ | নারী দিবসের শুভেচ্ছা , নারী দিবস নিয়ে উক্তি
আন্তর্জাতিক নারী দিবস তারিখ ০৮ মার্চ 
নারী দিবস এর শুভেচ্ছা  ছবি, ব্যানার ডাউনলোড করুন
বিশ্ব নারী দিবস স্যাটাস  ডাউনলোড করুন

বিশ্ব নারী দিবস ২০২৩

আজ বিশ্ব নারী দিবস। আজ ০৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। ‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন’—এ প্রতিপাদ্যে আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। নারীর প্রতি সহিংসতা রোধ, নারী-পুরুষের সম-অধিকার নিশ্চিত করা, নারীর কাজের স্বীকৃতি প্রদানের পাশাপাশি অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সাফল্য উদ্‌যাপনের উদ্দেশ্যে নানা আয়োজনে বিশ্বব্যাপী পালিত হয়ে থাকে ০৮ মার্চ দিনটি। নারী দিবস নিয়ে কিছু কথা চলুন জেনে নেই।

নারী দিবসের স্ট্যাটাস ২০২৩

একজন নারীর সবচেয়ে ভালো সুরক্ষা হল তার সাহস। – এলিজাবেথ ক্যাডি স্ট্যান্টন

রাণীর মতো ভাবুন। একজন রানী ব্যর্থ হতে ভয় পায় না। ব্যর্থতা মহান হওয়ার আরেকটি সোপান।
– অপরাহ উইনফ্রে

নারী হল পরিবারের স্তম্ভ, তাঁর অনুপ্রেরণা ছাড়া কোনও কিছু সম্ভব নয়। তাই তাঁকে জানাই নারী দিবস এর অনেক অনেক শুভেচ্ছা।

তুমি আমার ক্ষমতার উৎস, তুমি আমার ভালবাসার অনন্ত নদী। আন্তর্জাতিক নারী দিবস এর অনেক শুভেচ্ছা রইল।

 তুমি আগুন দিয়ে তৈরি অগ্নিকন্যা। রক্ষা করো সবাইকে, ভালবাসায় ঘিরে রাখ।

নারী দিবসের শুভেচ্ছা বার্তা

জগতের যেখানেই যে জাতি নারীর অসম্মান করবে,সেই জাতিরই পতন নিশ্চিত
নারীদের সম্মানকরো
শুভ নারী দিবস

বিকশিত হোক তোমার মন। শুভ আন্তর্জাতিক নারী দিবস।

আঠেরোয় পা দিলেই বিয়ের চিন্তা না করে বাবা মায়ের উচিত মেয়েদের যোগ্য করে তোলা।

এভাবে বসতে নেই, ওভাবে চলতে নেই, এটা বলতে নেই, ওটা করতে নেই! ব্যাস অনেক হয়েছে। এভাবে আর মেয়েদের দমিয়ে রাখা যায় না।

নারী দিবস নিয়ে কিছু কথা

নারী দিবস নিয়ে কিছু কথা লেখাপড়া বিডির এই পোস্টে তুলে ধরছি। আজ মার্চ মাসের ৮ তারিখ বিশ্ব নারী দিবস। আমরা আজকে নারীদেরকে নিয়ে বেশ মুল্যবান কিছু কথা তুলে ধরবো এখানে। যে নারী না থাকলে আমরা কখনও পৃথিবীতে আসতাম না আর সেই নারীদেরকে আমরা সবসময় অবজ্ঞা, ঘৃণার চোখে দেখি। আর যেন না হয় কোন নারী অবজ্ঞার ঝুড়ি আমরা আজ থেকে শপথ করতে পারি নারীদেরকে আমরা সম্মান করবো। 

তোমাদের সব স্বপ্ন সফল হোক,
ইচ্ছা গুলো হোক পূরণ।
তোমরা হয়ে উঠো পাহাড় প্রমান উঁচু।
হ্যাপি ওমেনস ডে

নারীদের সম্মান করতে শেখো
কারণ তাদের ছাড়া আমাদের
জীবন অসম্ভব হয়ে পড়ত
শুভ নারী দিবস

মালালা একজন অগ্নিকন্যা। দুরন্ত বুলেট যখন তাঁর শরীর ভেদ করে গেছে তখনও তিনি হার মানেননি। সারা বিশ্বের মেয়েদের কাছে মালালা এক জীবন্ত অনুপ্রেরণা। 

তোমাদের ইচ্ছেশক্তি আর ধৈর্যশক্তি অপরিসীম,
মনে কিছু প্রতিজ্ঞা করলে তা তোমরা পূরণ করেই ছাড়ো।
আজকের এই দিনে তোমাদের জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা।

নারীরা আশ্চর্যজনক।
তাঁরা মুখে হাসি রেখে দেখাতে
পারে যে সব কিছু ঠিক আছে,
কিন্তু বাস্তবে পুরো পৃথিবীর
ভার তাঁদের ওপর থাকে,
আজ সেই নারীদের দিন।
কামনা করি সব নারী
ভালো থাকুক, আনন্দে থাকুক।
শুভ নারী দিবসের শুভেচ্ছা

উপসংহার: প্রিয় ভিজিটর আমাদের এই নারী দিবস নিয়ে আর্টিকেলটি পড়ার জন্য ধন্যবাদ। আমরা আজকের এই পোস্টে বিশ্ব নারী দিবস ২০২৩ | নারী দিবসের শুভেচ্ছা , নারী দিবস নিয়ে উক্তি , নারী দিবস নিয়ে স্ট্যাটাস, ছবি ও ব্যানার তুলে ধরেছি। আপনারা এসব উক্তি, শুভেচ্ছা বার্তা, ছবি , নারী নিয়ে ক্যাপশন কপি করে ও ডাউনলোড করে ফেইসবুক , ইন্সট্রাগ্রাম এ আপলোড করতে পারেন।





About মোঃ মিলন ইসলাম 1011 Articles
মোঃ মিলন ইসলাম , বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ সাইট "লেখাপড়া বিডি"র "চিফ ইডিটর" হিসেবে নিয়োজিত আছেন। এছাড়া, লেখাপড়া বিডি"র প্রতিষ্ঠাতা ও পরিচালক হিসেবে নিয়োজিত আছেন আল মামুন মুন্না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*