প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফলাফল স্থগিত, ফলাফল কবে প্রকাশ হবে জেনে নিন

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল স্থগিত

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশের পর আবার এই পরীক্ষার ফলাফল স্থগিত করা হয়েছে। ২৮ ফেব্রুয়ারি বৃত্তি ফলাফল প্রকাশ করা হলেও বিকাল ৫টার দিকে এই ফলাফল স্থগিত করা হয়। প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদেরকে নির্দেশ দেয়া হয়েছে এই ফলাফল প্রকাশ না করার জন্য।

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল স্থগিত

আরো দেখুনঃ পরীক্ষা না দিয়েও পেলেন প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি

আজ মঙ্গলবার ২৮ ফেব্রুয়ারি দুপুরে ৮২ হাজার ৩৮৩ জনকে বৃত্তির জন্য নির্বাচিত করে প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির বৃত্তি ফলাফল প্রকাশ করা হয়। নির্ভরযোগ্য একটি অনলাইন নিউজ পোর্টালকে কুমিল্লার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: আবদুল মান্নান জানান, কিছুক্ষণ আগে ডিজি অফিস থেকে পাঠানো ইমেইলে ফল প্রকাশ না করতে বলা হয়েছে। উপজেলা শিক্ষা অফিসারের মাধ্যমে সব প্রধান শিক্ষকদের জানাতে বলা হয়েছে এই বিষয়ে।

এবং সবশেষে জানা গেছে সফটওয়্যারে টেকনিক্যাল ত্রুটির কারণে তথ্যগত কিছু ভুল ধরা পড়ায় ফলাফল স্থগিত করা হয়েছে। এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) থেকে একটি নির্দেশনা পাঠানো হয়েছে। জানানো হয়েছে, আগামীকাল ১লা মার্চ পুনরায় বৃত্তি রেজাল্ট প্রকাশ করা হবে।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর ২০২২ তারিখে প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৪ টি বিষয়ে মোট ১০০ মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছি। পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর কয়েকবার ফলাফল প্রকাশের তারিখ নির্ধারিত হলেও শেষে ২৮ ফেব্রুয়ারি দুপুরে ফলাফল প্রকাশ করা হয়। কিন্তু দুপুরে ফল প্রকাশ করা হলেও বিকালে এই পরীক্ষার ফলাফল স্থগিত করা হয়। এদিকে ফলাফল প্রকাশ করা হলে শিক্ষার্থীরা ও অভিভাবকগণ বৃত্তি পরীক্ষার ফলাফল পেয়ে আনন্দ উল্লাসে মেতে উঠে। 

আমাদের লেখাপড়া বিডি ওয়েবাসাইটেও এই ফলাফল দেখার লিংক/পদ্ধতি শেয়ার করা হয়েছিল। কিন্তু সর্বশেষ বিকালে এই ফল স্থগিত ঘোষণা করা হয়। সফটওয়্যারে টেকনিক্যাল সমস্যার কারণে এই ফলাফল স্থগিত করা হয় বলে জানা যায়।

১লা মার্চ ২০২৩ তারিখে আবারও এই বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। ফলাফল প্রকাশিত হলে ও পুনরায় এই ফল আমাদের লেখাপড়া বিডি ওয়েবসাইট থেকে জানতে পারবেন।





About মোঃ মিলন ইসলাম 1011 Articles
মোঃ মিলন ইসলাম , বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ সাইট "লেখাপড়া বিডি"র "চিফ ইডিটর" হিসেবে নিয়োজিত আছেন। এছাড়া, লেখাপড়া বিডি"র প্রতিষ্ঠাতা ও পরিচালক হিসেবে নিয়োজিত আছেন আল মামুন মুন্না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*