“শিক্ষাই জাতির মেরুদন্ড” একথাটি চিরকাল শুনে আসলেও আমাদের দেশে তেমন দেখা যায় না। ৭৮% শিক্ষিত দেশের মানুষ আজও শিক্ষিত হয়ে শুধুমাত্র চাকরির পেছনে ঘোরে। অর্জিত শিক্ষার সঠিক ব্যবহার করে নিজের প্রতিষ্ঠান দাঁড় করানোর চিন্তা খুব কম মানুষই করে। সেজন্যই বাংলাদেশকে বলা হয় শিক্ষিত বেকারের আঁতুড়ঘর। কারণ এখানে প্রতিবছর অনেক শিক্ষিত মানুষ বের হয়ে আসলেও চাকরির সুযোগ কম।
সমস্যা আমাদের মানসিকতায় কারণ আমরা মনে করি চাকরি না পেলে লোকে কি বলবে। অথচ এটা ভাবি না যে লোক আমাদের এসে খাইয়ে দিয়ে যাবে না। অনেক মানুষের প্রতিষ্ঠান দাঁড় করানো স্বপ্ন থাকলেও মানুষের ভয়ে তা আর হয়ে ওঠে না। তাই স্বপ্নগুলো ভূমিষ্ঠ হওয়ার আগেই মৃত্যুর কোলে ঢোলে পরে।
শিক্ষার আসল উদ্দেশ্য মনুষ্যত্বকে জাগিয়ে তোলা, অথচ আমরা ভুলে বসেছি । আমাদের বিশ্বাস শিক্ষা শুধুমাত্র চাকরির জন্য প্রয়োজন তার কারণ আমরা তথাকথিত শিক্ষিত হলেও মানুষ হতে পারিনি। আর আমাদের শিক্ষা কি আসলেই যুগোপযোগী ও বাস্তবিক নাকি অযাচিত মুখস্তবিদ্যা নির্ভর। প্রশ্নটা সকলের কাছে ছুড়ে দিলাম….
Leave a Reply