দারাজ ১২.১২ ক্যাম্পেইন ২০২২ শুরু হয়েছে, স্টক শেষ হওয়ার আগেই বিস্তারিত জেনে নিন – দারাজ মিস্ট্রি বক্স

By আল মামুন মুন্না

Updated on:

Advertisements

দারাজ ১২.১২ ক্যাম্পেইন ২০২২ সম্পর্কে জানতে যারা এই পোস্টটিত্বে ক্লিক করেছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি। গত মাসে আমরা দারাজ ১১.১১ ক্যাম্পেইন ২০২২ নিয়ে একটি পোস্ট করেছিলাম। চাইলে সেই পোস্টটিও দেখে আসতে পারেন। প্রতি বছরের মত এবারো বছর শেষের আমেজকে আরো একটু জমিয়ে তুলতে এই ডিসেম্বরে দেশের বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ (www.daraz.com.bd) আবারো নিয়ে এলো নিজেদের জনপ্রিয় ক্যাম্পেইন ১২.১২! নভেম্বরে ১১.১১ এর দূর্দান্ত সাফল্যের পর আবারো আকর্ষণীয় সব ডিল, ভাউচার আর অফার নিয়ে আজ ১২ ডিসেম্বর থেকে চালু হচ্ছে দারাজের এই সিগনেচার ১২.১২ ক্যাম্পেইন।

দারাজ ১২.১২ ক্যাম্পেইন ২০২২

ক্যাম্পেইনের নামদারাজ ১২ ১২
প্রতিষ্ঠানের নামদারাজ বাংলাদেশ
ওয়েবসাইটের ঠিকানাwww.daraz.com.bd
কেনাকাটার ধরণদারাজ অনলাইন শপিং বাংলাদেশ
দারাজ ১২ ১২ ক্যাম্পেইন শুরুর তারিখ১২ ডিসেম্বর ২০২২
দারাজ ১২ ১২ ক্যাম্পেইন শেষের তারিখ২৩ ডিসেম্বর ২০২২
দারাজ ১২ ১২ ক্যাম্পেইন অফার সমূহমেগা ডিল, হট ডিলস, শেইক শেইক এবং মিস্ট্রি বক্স, ফায়ারওয়ার্ক্স ভাউচার, সারপ্রাইজ ভাউচার, আর্লি বার্ড ভাউচার, প্রিপেমেন্ট ভাউচার
দারাজ ১২.১২ মিস্ট্রি বক্স লাইভ হওয়ার সময়সূচীবিকাল ০৪টা

দারাজ ১২.১২ ক্যাম্পেইন কি?

মেগা ডিল, হট ডিলস, শেইক শেইক এবং মিস্ট্রি বক্স-সহ আগ্রহী ক্রেতাদের জন্য দারাজের ১২.১২ ক্যাম্পেইনে থাকছে ফায়ারওয়ার্ক্স ভাউচার, সারপ্রাইজ ভাউচার, আর্লি বার্ড ভাউচার, প্রিপেমেন্ট ভাউচার এবং বিকাশ আর নগদের ক্যাশব্যাক অফারের মাধ্যমে সাশ্রয়ের সুবিধা। সেই সাথে, দারাজ ক্লাবের সদস্যরা তাদের কেনাকাটায় আরো বেশি সাশ্রয়ের জন্য উপভোগ করতে পারেন কয়েন বুস্টের সুবিধা।

দারাজ ১২.১২ মিস্ট্রি বক্স কবে পাওয়া যাবে? 

দারাজ মিস্ট্রি বক্স কবে পাওয়া যাবে ও দারাজ মিস্ট্রি বক্স কখন পাওয়া যাবে এটা অনেকেই জানতে চান। Daraz Mystery Box কে অনেকেই জাদুর বাক্স ও বলে থাকেন। কারণ অনেকসময় খুবই অল্প টাকার এ বাক্সে থাকে কয়েকগুণ বেশি মুল্যের আকর্ষণীয় প্রডাক্ট। এই পোস্টে আমরা দারাজ মিস্ট্রি বক্স লাইভ হওয়ার সঠিক তারিখ ও সময় আপডেট করবো। তাই পোস্টটি নিয়মিত দেখলে মিস্ট্রি বক্স লাইভের সময়সূচী জানতে পারবেন।

দারাজ অনলাইন শপিং বাংলাদেশ

যারা অনলাইনে কেনাকাটা করতে পছন্দ করেন তাদের জন্য পছন্দের শীর্ষে আছে দারাজ.কম। দারাজ দারাজ অনলাইন শপিং বাংলাদেশ এর ক্রেতাদের মধ্যে ইতিমধ্যে বেশ সাড়া ফেলেছে। প্রতি বছর দারাজ ১০.১০, দারাজ ১১.১১ ও দারাজ ১২.১২ ক্যাম্পেইন চলাকালীন সময়ে এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। যারা সারা বছর অনলাইনে কেনাকাটা করেন না, তাঁদের অনেকেও দারাজে ঢু মারেন অফার প্রাইসে কিছু কেনার জন্য।

দারাজ ১২.১২ ক্যাম্পেইন স্পন্সর তালিকা

ডায়মন্ড স্পন্সর

দারাজ ১২.১২ ক্যাম্পেইনের ডায়মন্ড স্পন্সর হিসেবে থাকছে রিয়েলমি, শাওমি, এপেক্স, বাটা, লাক্স, ডেটল, গুডনাইট, সিঙ্গার এবং লটো। গোল্ড স্পন্সর হিসেবে ক্যাম্পেইনে যুক্ত আছে মোশন ভিউ, হেয়ার, ইনফিনিক্স, টিপি-লিঙ্ক, ফ্যাব্রিলাইফ, রিবানা, নেসলে, ডেকো, প্যারাসুট ন্যাচারালে, ম্যাসকুলিন এবং ওয়াও স্কিন সায়েন্স।

সিলভার স্পন্সর

১২.১২ ক্যাম্পেইনের সিলভার স্পন্সরদের তালিকায় আছে ওরাইমো গ্লোবাল, ঝিউন, ম্যানফেয়ার, ভ্যাসলিন, স্কিন ক্যাফে, ওজেরিও, লিভিংটেক্স, ফার্নিকম, মটোরোলা, লুইসউইল এবং এসকেএমইআই।

নন কমার্শিয়াল পার্টনার

এছাড়াও নন কমার্শিয়াল পার্টনার হিসেবে থাকছে জ্যান্যাক্স হেলথ, টগি ফান ওয়ার্ল্ড, সেবা এক্সওয়াইজেড, ঘুড়ি লার্নিং, ল্যাভিশ বুটিক সালন, প্রিভে’ বাই নাহিলা হেদায়েত, স্প্লেন্ডর বাই আনিকা বুশরা, লিয়া’স বিউটি বক্স, গ্ল্যামফ্রিক বাই ফারিন, তিশা’স বিউটি হাব, স্কিন অ্যান্ড স্ক্যাল্প, স্টুডিও ওম্ব্রে এবং লাক্স মেডিস্পা অ্যান্ড স্যালন।

দারাজ নগদ ক্যাশব্যাক অফার

‘নগদ-দারাজ ১২.১২ গ্র্যান্ড ইয়ার এন্ড সেল’ ক্যাম্পেইনের আওতায় দারাজের যেকোনো পণ্য কেনাকাটায় ‘নগদ’-এর মাধ্যমে পেমেন্টে পাওয়া যাবে ১৬ শতাংশ ইন্সট্যান্ট ক্যাশব্যাক। একজন গ্রাহক প্রতি পেমেন্টে সর্বোচ্চ ১০০ টাকা করে মোট তিনবারে ৩০০ টাকা পর্যন্ত ইন্সট্যান্ট ক্যাশব্যাকের এই অফারটি নিতে পারবেন। অফারটি গ্রহণ করার জন্য গ্রাহককে দারাজের অ্যাপ (App) থেকে নগদ-অনলাইন গেটওয়ের মাধ্যমে পেমেন্ট করতে হবে। ইন্সট্যান্ট ক্যাশব্যাকের এই অফারটি চলবে ১২ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর ২০২২ পর্যন্ত।

দারাজ ১২ ১২ ক্যাম্পেইন কতদিন চলবে?

দারাজ ১২.১২ ক্যাম্পেইন এর সেরা সব অফারে কেনাকাটা করা যাবে আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত, তাই দেরি না করে চাহিদা আর পছন্দের সব জিনিস আপনার দারাজ কার্টে যোগ করা শুরু করুন আজই!

ব্যবস্থাপনা পরিচালকের কথা

ক্রেতা সাধারণের মাঝে ব্যাপক সাড়া জাগানো এই দারাজ ১২ ১২ ক্যাম্পেইন প্রসঙ্গে দারাজের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদল হক বলেন, “১১.১১ ক্যাম্পেইনে ক্রেতাদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পাওয়ার পর আমরা ডিসেম্বরে নিয়ে এসেছি স্পেশাল ক্যাম্পেইন ১২.১২। নিরবচ্ছিন্ন গ্রাহকসেবা, দ্রুততম সময়ে ডেলিভারি, মানসম্পন্ন পণ্য এবং আকর্ষণীয় সব ফিচারের সমন্বয় ঘটিয়ে সেরা ও সাশ্রয়ী কেনাকাটার নিশ্চয়তা দিচ্ছে দারাজ। আশা করছি ১২.১২ ক্যাম্পেইনের সাথে আমাদের সম্মানিত গ্রাহকগণ তাদের বছরের শেষ সময়টাকে স্মরণীয় করে রাখার একটি উপলক্ষ খুঁজে পাবেন”।

Leave a Comment