ক্যারিয়ার ডেভেলপমেন্ট এবং অর্থনৈতিক উন্নয়নে উদ্যোক্তা অর্থনীতির ভূমিকা” শীর্ষক এক আন্তর্জাতিক সেমিনারের আয়োজন

“ক্যারিয়ার ডেভেলপমেন্ট এবং অর্থনৈতিক উন্নয়নে উদ্যোক্তা অর্থনীতির ভূমিকা” শীর্ষক এক আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভূত প্রতিষ্ঠান ঢাকা স্কুল অব ইকনোমিকসের উদ্যোক্তা অর্থনীতি প্রোগ্রাম। এতে ভারত থেকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. কে. বিনোধা দেবী এবং বিশেষ অতিথি হিসেবে যোগ দেন অস্ট্রেলিয়ার গ্রিফিথ ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. মোয়াজ্জেম হোসেন। প্রধান অতিথি হিসেবে ভারত থেকে যোগদান করেন প্রফেসর ড. সুজাতা খান্দাই, ডিন, স্কুল অফ বিজনেস, অ্যামিটি ইউনিভার্সিটি, ইন্ডিয়া। প্রফেসর ড. সুজাতা খান্দাই বলেন, ক্যারিয়ার গঠনের জন্য উদ্যোক্তা অর্থনীতি শিক্ষা অন্যতম নিয়ামক হিসেবে কাজ করছে। এছাড়া যেকোনো উদীয়মান অর্থনীতিতে এর কোনও বিকল্প নেই।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মুহম্মদ মাহবুব আলী। তিনি বলেন, বর্তমান সরকারের নানামুখী পদক্ষেপের কারণে দেশে নতুন নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে। এতে করে শুধুমাত্র একজন ব্যাক্তি বা পরিবার সচ্ছল হচ্ছেনা বরং পুরো দেশের অর্থনীতিতে এর ইতিবাচক প্রভাব পড়ছে।

সহকারী অধ্যাপক রেহেনা পারভিন বলেন, উদ্যোক্তা অর্থনীতি প্রোগ্রাম জ্ঞান এবং দক্ষতা বাড়াতে সহায়ক ভূমিকা রাখছে। এবং সহকারী অধ্যাপক ড সারা তাসনিম বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ সফলতার জন্য উদ্যোক্তা অর্থনীতি প্রোগ্রাম কাজ করে যাচ্ছে।

এছাড়া, অনুষ্ঠানে অন্যান্যেদের মধ্যে আলোচনা করেন ঢাকা স্কুল অব ইকোনমিক্সের প্রভাষক শামিম আহমেদ ও অ্যাডজান্ট ফ্যাকাল্টি (স্বেচ্ছাভিত্তিক) মোঃ শাহিন রেজা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে অর্থনীতিতে মাস্টার অব ইকোনমিক্স (উদ্যোক্তা অর্থনীতি), পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট এবং স্নাতক উদ্যোক্তা অর্থনীতিতে স্নাতক প্রোগ্রাম প্রতিষ্ঠার মাধ্যমে ঢাকা স্কুল অফ ইকোনমিক্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং বক্তারা মন্তব্য করেছেন যে এই প্রোগ্রামগুলি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। ঢাকা স্কুল অব ইকোনোমিক্স যেহেতু গুণগত মানসম্পন্ন শিক্ষা দেয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভূত প্রতিষ্ঠান হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়ম মেনে চলতে হয় এখানে কোনো ভুল বুঝাবুঝির অবকাশ নেই , এবং ঢাকা স্কুল অব ইকোনোমিক্স গুণগত মানসম্পন্ন শিক্ষা প্রদানে বদ্ধপরিকর বলে জানান বক্তারা।





About লেখাপড়া বিডি ডেস্ক 1527 Articles
লেখাপড়া বিডি বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*