সেনাবাহিনী নিয়োগ ২০২২ – সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ pdf

সৈনিক নিয়োগ ২০২৩

বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ ২০২২ : নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ ২০২৩ প্রকাশ করা হয়েছে। বালাদেশ সেনাবাহিনী নিয়োগ ২০২২ সার্কুলার আমাদের এই পোস্ট থেকে দেখতে পারবেন। আপনি বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ সম্পর্কে জানতে পারবেন। বাংলাদেশ সেনাবাহিনী www.army.mil.bd এই ওয়েবসাইটে ২৯ নভেম্বর ২০২২ সৈনিক পদের নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে। প্রার্থীরা বাংলাদেশ সেনাবাহিতে সাধারণ (GD) ও টেকনিক্যাল ট্রেড (TT) পদে এসএমএস ও অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এসএমএস ও অনলাইনে বাংলাদেশ সেনাবাহিনীতে ৩১ জানুয়ারী ২০২৩ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে। অনলাইনে http://sainik.teletalk.com.bd/ এই ওয়েবসাইট এর মাধ্যমে আবেদন করতে হবে । আমাদের এই পোস্ট থেকে আপনি সেনাবাহিনী নিয়োগ ২০২২ pdf ডাউনলোড করতে পারবেন। তাই SAINIK JOB CIRCULAR 2022 জানতে আমাদের পোস্টটি সম্পুর্ন পড়ুন।

সৈনিক নিয়োগ ২০২৩

সেনাবাহিনী জব সার্কুলার প্রকাশ, এই সার্কুলারে বেশ কিছু যোগ্যতার প্রয়োজন রয়েছে। যারা বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিতে ইচ্ছুক তাদের অবশ্যেই এই সব যোগ্যতার প্রয়োজন রয়েছে তবেই বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক ২০২৩ আবেদন করতে পারবেন।  আপনি যদি বাংলাদেশ সেনাবাহিতে যোগ দিতে চান তবে আপনাকে প্রথশে অনলাইনে সৈনিক পদের জন্য আবেদন করতে হবে। এবং আবেদন করার পুর্বে আপনাকে অবশ্যই সৈনিক পদে আবেদন করার সকল শিক্ষাগত যোগ্যতা, বয়স , শারীরিক মাপ সহ সকল তথ্য জানতে হবে। অন্যথায় আপনি অনলাইনে আবেদন করতে পারবেন না। এবং ভুল তথ্য দিয়ে আবেদন করলেও আপনার আবেদন গৃহিত হবে না বাংলাদেশ সেনাবাহিনীর কাছে। সেনাবাহী সৈনিক পদে আবেদন শুরুর তারিখ ও আবেদন করার শেষ তারিখ সহ জানুন আমাদের এখান থেকে।

চাকরিদাতা প্রতিষ্ঠান (বাহিনীর নাম) বাংলাদেশ সেনাবাহিনী Bangladesh Army
পদের নাম সৈনিক (সাধারণ জিডি GD ও টেকনিক্যাল ট্রেড TT)
আবেদন করার শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পাস নুন্যতম জিপিএ ২.৫
উচ্চতা (নুন্যতম) পুরুষ ৫ফুট ৬ ইঞ্চি ও মহিলা ৫ ফুট ৪ ইঞ্চি
আবেদনের মাধ্যম এসএমএস ও অনলাইন SMS & ONLINE
আবেদনের সময়সীমা ১০ ডিসেম্বর ২০২২ থেকে ৩১ জানুয়ারী ২০২৩
আবেদন করার অনলাইন লিংক  http://sainik.teletalk.com.bd/
সেনাবাহিনী সার্কুলার ২০২৩ pdf ডাউনলোড ডাউনলোড

বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ ২০২২ 

বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক সাধারণ জিডি ও টেকনিক্যাল ট্রেড পদে এসএমএস ও অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। এসএমএস ও অনলাইনে ৩১ জানুয়ারী ২০২৩ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে। বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে সাধারণ GD এবং টেকনিক্যাল TT পদে আবেদন করতে পারবেন। এছাড়া বিএনসিসি (BNCC) এর সদস্য, সেনা সদস্যদের সন্তান (SS) এবং টিটিটিআই (TTTI) সমুহ হতে প্রশিক্ষণ প্রাপ্ত প্রার্থীগণ পৃথকভাবে আবেদন করতে পারবেন। সকল ক্ষেত্রে SMS ও ONLINE এ আবেদন করতে হবে। প্রতি আবেদন এর জন্য ২০০ টাকা ভর্তি ফি বাবদ কেটে নেওয়া হবে।

সেনাবাহিনীতে আবেদন করার যোগ্যতা:

সাধারণ ট্রেড (GD) – পুরুষ ও মহিলা

বয়স: ০৩ মার্চ ২০২৪ তারিখে ১৭ বছর এর কম এবং ২০ বছরের বেশি হবে না। 

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান (মাদ্রাসা/কারিগরি/উন্মুক্ত) পরীক্ষায় নুন্যতম জিপিএ ৩.০০ পয়েন্ট পেয়ে উত্তীর্ণ।

টেকনিক্যাল ট্রেড (TT) – পুরুষ ও মহিলা

বয়স: ০৩ মার্চ ২০২৪ তারিখে ১৭ বছর এর কম এবং ২১ বছরের বেশি হবে না। 

শিক্ষাগত/কারিগরি যোগ্যতা: 

  • এসএসসি ভোকেশনাল হতে সংশ্লিষ্ট কারিগরি বিষয়সমুহ নুন্যতম জিপিএ ৩.০০ পয়েন্ট পেয়ে উত্তীর্ণ।
  • এসএসসি/সমমান (মাদ্রাসা/কারিগরি/উন্মুক্ত) পরীক্ষায় নুন্যতম পিজিএ ৩.০০ পয়েন্ট পেয়ে উত্তীর্ণ  এবং কারিগরী শিক্ষাবোর্ড কর্তৃক অনুমোধিত প্রতিষ্ঠান হতে নিম্নে বিজ্ঞপ্তিতে উল্লিখিত টেবিল ১ অনুযায়ী নূন্যতম ৬ মাস মেয়াদী সংশ্লিষ্ট ট্রেড কোর্সে যোগ্য। বিজ্ঞান বিভাগ/ডিপ্লোমা কোর্স সম্পন্নকারী প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে।

বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক (GD & TT) পদে আবেদন করার শারীরিক যোগ্যতা:

পুরুষ প্রার্থী উচ্চতা (নুন্যতম):  ১.৬৮ মিটার (৫ ফুট ৬ ইঞ্চি) বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায় ব্যতীত। বিভিন্ন ক্ষুদ্র নৃ- গোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য ১.৬৩ মিটার (৫ফুট ৪ ইঞ্চি)।

পুরুষ প্রার্থী ওজন (নুন্যতম): ৪৯.৯০ কেজি (১১০ পাউন্ড)।

পুরুষ প্রার্থী বুক (নুন্যতম): স্বাভাবিক ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি), স্ফীত ০.৮১ মিটার (৩২ ইঞ্চি)।

মহিলা প্রার্থী উচ্চতা (নুন্যতম): ১.৬০ মিটার (৫ ফুট ৩ ইঞ্চি) বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায় ব্যতীত। বিভিন্ন ক্ষুদ্র নৃ- গোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য ১.৫৬ মিটার (৫ফুট ১ ইঞ্চি)।

মহিলা প্রার্থী ওজন (নুন্যতম):৪৭ কেজি (১০৪ পাউন্ড)।

মহিলা প্রার্থী বুক (নুন্যতম): স্বাভাবিক ০.৭১ মিটার (২৮ ইঞ্চি), স্ফীত ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি)।

বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে আবেদন করার নিয়ম:

বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে আবেদন করা যাবে টেলিটক সিমের মাধ্যমে এসএমএস করে ও অনলাইনে আবেদন করতে হবে। সৈনিক পদে ৩টি ধাপে আবেদন প্রক্রিয়া শেষ করতে হবে।

সৈনিক পদে আবেদনের ১ম ধাপ:

প্রথম ধাপে সৈনিক পদে আবেদন করার জন্য টেলিটক সিমের মাধ্যমে এসএমস করতে হবে। ২টি আলাদা আলাদা এসএমস করে ১ম ধাপ ও ২য় ধাপ শেষ করতে হবে।

১ম এসএমএস যেভাবে করবেন: SAINIK space এসএসসি শিক্ষা বোর্ডের প্রথম ৩ অক্ষর space এসএসসি রোল space এসএসসি পাশের বছর space জেলা কোড টাইপ করে ১৬২২২ নাম্বারে এসএমস করতে হবে। অবশ্যই সব ইংরেজিতে টাইপ করবেন।

উদাহরণ: SAINIK DIN 236098 2022 01 (এখানে দিনাজপুর বোর্ড এর জন্য DIN , 236098 এসএসসি রোল, 2022 এসএসসি পাশের বছর ও 01 হচ্ছে জেলা কোড।

সৈনিক পদে আবেদনের ২য় ধাপ:

২য় এসএমএস যেভাবে করবেন: প্রথম এসএমএস করার পর আপনাকে ২য় এসএমএস করতে হবে। প্রথম এসএমএস করার পর যাবতীয় তথ্য ঠিক থাকলে টেলিটক সিম থেকে পিন নাম্বার এসএসএস এর মাধ্যমে আপনাকে দেয়া হবে। এবং আবেদন করতে ইচ্ছুক হলে আপনাকে এই পিন নাম্বারটি দিয়ে ২য় এসএমএস করতে হবে। ২য় এসএমএস এ আপনার টেলিটক সিম হতে পরীক্ষার ফি বাবদ ২০০ টাকা কেটে নেওয়া হবে। তাই আপনার টেলিটক সিমে ২০০ টাকার অধিক থাকতে হবে। দ্বিতীয় এসএমএস করবেন এভাবে:  SAINIK space YES space পিন নাম্বার space মোবাইল নাম্বার  এবং সেন্ড করতে হবে 16222 নাম্বারে।

উদাহরণ: SAINIK YES 856256 01995XXXXXXX ( এখানে 856256 হচ্ছে পিন নাম্বার এবং 01995XXXXXXX হচ্ছে মোবাইল নাম্বার)

সৈনিক পদে আবেদনের ৩য় ধাপ:

২য় শেষ করার পর ২য় এসএমএস করার পর প্রার্থীকে টেলিটক সিম হতে একটি USER ID এবং PASSWORD প্রদান করবে। এই USER ID ও PASSWORD দিয়ে http://sainik.teletalk.com.bd/ সাইটে প্রবেশ করে লগইন করে আবেদন ফরম পুরণ করতে হবে। আবেদনের ক্ষেত্রে প্রার্থীর 300*300 Pixel রঙিন ছবি আপলোড করতে হবে।

বিশেষ দ্রষ্টব্য: মহিলা প্রার্থীদের ক্ষেত্রে SAINIK এর পরিবর্তে FSAINIK টাইপ করে ১ম ও ২য় এসএমএস করতে হবে।

সেনাবাহিনী নিয়োগ ২০২২ / সৈনিক নিয়োগ সার্কুলার ২০২৩

বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক প্রবেশপত্র ডাউনলোড পদ্ধতি

সৈনিক পদে আবেদন প্রক্রিয়া ৩য় ধাপের মাধ্যমে শেষ করলে আপনি অনলাইনে প্রবশেপত্র দেখতে পাবেন। এই প্রবেশ পত্র বা সৈনিক Admit card অবশ্যই আবেদনের ৭২ ঘন্টার মধ্যে প্রিন্ট করতে হবে। 

সৈনিক ২০২৩ মাঠ কবে কবে

বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে আবেদন করার পর আপনার প্রশ্ন সৈনিক পদের মাঠ কবে হবে। সৈনিক পদের শারীরিক মাপের মাঠ কবে হবে । কত তারিখে সৈনিক শারীরিক মাপের তারিখ। প্রত্যেক প্রার্থীকে নিজ নিজ ভর্তি পরীক্ষার ৭২ ঘন্টা পূর্বে টেলিটক সিমের মাধ্যমে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার তারিখ ও স্থান জানানো হবে।

সৈনিক পদে আবেদন করার জন্য সকল জেলা কোডসমূহ

প্রত্যেক প্রার্থীকে আবদেন করার জন্য এই জেলা কোড গুলো ব্যবহার করতে হবে। নিজ নিজ জেলা কোড ব্যাবহার করতে হবে। এখান থেকে আপনার জেলা কোড দেখে নিন। 

সকল জেলা কোড সমূহ

সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ pdf ডাউনলোড

সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ pdf ডাউনলোড করতে পারবেন এখান থেকে। সেনাবাহিনী সার্কুলার ২০২২ pdf ডাউনলোড , সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি 2022 pdf ডাউনলোড করা যাবে http://sainik.teletalk.com.bd/ এই সাইট থেকে। এছাড়াও দৈনিক যুগান্তর প্রত্রিকায় প্রকাশিত সৈনিক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ দেখুন এখান থেকে।
https://epaper.jugantor.com/storage/2022-12-02/7/link_img_1669935793_2.jpg

 





About মোঃ মিলন ইসলাম 1011 Articles
মোঃ মিলন ইসলাম , বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ সাইট "লেখাপড়া বিডি"র "চিফ ইডিটর" হিসেবে নিয়োজিত আছেন। এছাড়া, লেখাপড়া বিডি"র প্রতিষ্ঠাতা ও পরিচালক হিসেবে নিয়োজিত আছেন আল মামুন মুন্না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*