সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত উক্ত পরীক্ষার ফলাফল পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর দিনই প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফল নিচে দেওয়া হলোঃ
[সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল ডাউনলোড করুন]
মেধাতালিকা থেকে নির্বাচিত ছাত্র-ছাত্রীদের আগামী ২৭ ডিসেম্বর ২০১৫ তারিখ ৯:০০ টা থেকে দুপুর ১২:০০ টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে স্থাপিত বুথে রিপোর্ট করতে হবে। উক্ত তারিখ নির্ধারিত সময়ের পর আর কোন রিপোর্টিং গ্রহন করা হবেনা। রিপোর্টকৃত ছাত্র-ছাত্রীদের মেধাক্রমানুসারে অনুষদের পছন্দক্রম, সাক্ষাৎকার, স্বাস্থ্য পরীক্ষা ও ভর্তি ঐ দিন দুপুর ১২:৩০ টা থেকে শুরু হবে। মেধা তালিকা থেকে ভর্তি সম্পন্ন হওয়ার পর শূন্য আসনে (যদি থাকে) অপেক্ষমান তালিকা থেকে ভর্তির জন্য আগামী ২৯ ডিসেম্বর ২০১৫ তারিখ ৯:০০ টা থেকে দুপুর ১২:০০ টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে স্থাপিত বুথে রিপোর্ট করতে হবে। রিপোর্টকৃত ছাত্র-ছাত্রীদের মেধাμমানুসারে অনুষদের পছন্দক্রম, সাক্ষাৎকার, স্বাস্থ্য পরীক্ষা ও ভর্তি ঐ দিন দুপুর ১২:৩০ টা থেকে শুরু হবে।
ভর্তির সময় যেসব প্রয়োজনীয় কাগজ পত্র জমা দিতে হবে সেগুলো হলো:
(ক) শিক্ষা বোর্ড হতে প্রাপ্ত এসএসসি এবং এইচএসসি বা সমমানের পরীক্ষার মূল/সাময়িক সার্টিফিকেট,
(খ) শিক্ষা বোর্ড হতে প্রাপ্ত এসএসসি এবং এইচএসসি বা সমমানের পরীক্ষার মূল গ্রেড সীট,
(গ) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত প্রশংসা পত্র,
(ঘ) সদ্য তোলা সত্যায়িত পাসপোর্ট সাইজের ছবি ৫ কপি,
(ঙ) ভর্তি পরীক্ষার প্রবেশ পত্র,
(চ) সংরক্ষিত আসনে ভর্তি হতে ইচ্ছুক উপজাতি/অউপজাতি প্রার্থীদের উপযুক্ত কর্তৃপক্ষের নিকট থেকে সংশ্লিষ্ট জেলার বাসিন্দা সম্পর্কিত প্রত্যয়ন পত্র,
(ছ) মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে তাদের পিতা/মাতার অনুকুলে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধার মূল সনদ পত্র,
(জ) ভর্তির জন্য প্রত্যেক ছাত্র-ছাত্রীর জামানতের টা.৫৫০০(টাকা পাঁচ হাজার পাঁচশত) সহ মোট টা.১৩৮০০(টাকা তের হাজার আটশত মাত্র) জমা দিতে হবে এবং হল-এ ভর্তির জন্য জামানতের টা.৫০০(টাকা পাঁচ শত) সহ মোট টা.২০০০(টাকা দুই হাজার মাত্র) জমা দিতে হবে । তবে ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্স অনুষদে ভর্তির জন্য ইন্টার্ণশীপ ফি বাবদ অতিরিক্ত এককালীন টা.৩৫০০ (টাকা তিন হাজার পাঁচশত মাত্র) জমা দিতে হবে।
Leave a Reply