কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার প্রশ্ন সমাধান ২০২২

কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার প্রশ্ন সমাধান

কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার MCQ প্রশ্ন সমাধান pdf ফাইল: কমিউনিটি বেইজ হেলথ কেয়ার (CHCP) কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার MCQ পরীক্ষার প্রশ্ন সমাধান আমাদের এই পোস্টে দেখতে পাবেন। পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর আমরা এই প্রশ্ন সংগ্রহ করে সমাধান দিয়ে থাকি। এরই ধারাবাহিকতায় কমিউনিটি ক্লিনিক প্রশ্ন সমাধান । কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার অনুষ্ঠিত পরীক্ষার প্রশ্ন সমাধান করবো।

কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার প্রশ্ন সমাধান

পরীক্ষার নামকমিউনিটি বেইজড হেলথ কেয়ার ( CHCP)
পোস্ট নামকমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার
পরীক্ষার তারিখ১১ নভেম্বর ২০২২
ফুল মার্কস৮০
সময়১ ঘন্টা

১। মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক কোনটি? 

উত্তর: (গ) পায়ের আওয়াজ পাওয়া যায়

২। বাংলা সাহিত্যের প্রাচীনতম কবি কে?

উত্তর: (খ) লুইপা

৩। কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা কোনটি?

উত্তর: (ঘ) ধুমকেতু

৪। ”সোজন বাদিয়ার ঘাট” কাব্যগ্রন্থের রচয়িতা কে?

উত্তর: (ঘ) জসীমউদ্দীন

৫। “বাতায়ন পাশে শুবাক তরুর সারি” কবিতাটি কার লেখা?

উত্তর: (ক) বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম

৬। সেতার” কোন সমাস?

উত্তর: (খ) বহুব্রীহি

৭। রবীন্দ্রনাথ ঠাকুরের নিচের কোন গ্রন্থটি উপন্যাস?

উত্তর: (ক) শেষের কবিতা।

৮। কোন বানানটি শুদ্ধ?

উত্তর: (গ) স্বায়ত্তশাসন

৯। “একখানি ছোটো ক্ষেত, আমি একেলা” কোন কবিতার চরণ?

উত্তর: (গ) সোনার তরী

১০। “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী গানটির রচয়িতা কে?

উত্তর: (খ) আব্দুল গাফফার চৌধুরী

১১। ”ওরে বাছা মাতৃকোষে রতনের রাজি, এ ভিখারী দশা তবে কেন তোর আজি” কোন কবির লেখা?

উত্তর: (ক) মাইকেল মধুসুদন দত্ত

কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার প্রশ্ন সমাধান ২০২২

কমিউনিটি বেইজড হেলথ কেয়ার CHCP এর কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার পদের MCQ পরীক্ষার প্রশ্ন সমাধান উপরে দেয়ার চেষ্টা করেছি। আপনি উপর থেকে মিলিয়ে নিতে পারেন। এছাড়া কমিউনিট ক্লিনিক কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার পদের পরীক্ষার ফলাফল দেখুন এখান থেকে।





About মোঃ মিলন ইসলাম 1011 Articles
মোঃ মিলন ইসলাম , বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ সাইট "লেখাপড়া বিডি"র "চিফ ইডিটর" হিসেবে নিয়োজিত আছেন। এছাড়া, লেখাপড়া বিডি"র প্রতিষ্ঠাতা ও পরিচালক হিসেবে নিয়োজিত আছেন আল মামুন মুন্না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*