একের পর এক প্রশ্নপত্র ফাঁসে উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবকরা। শিক্ষা জীবনের শুরুতেই এমন অনাকাঙ্খিত পরিস্থিতির মুখোমুখি হওয়ায় মনস্তাত্ত্বিকভাবে দুর্বল হয়ে পড়ছে শিশু শিক্ষার্থীরা। এমন অবস্থা চলতে থাকলে অদূর ভবিষ্যতে মেধাহীন জাতিতে পরিণত হওয়ার আশঙ্কা করছেন শিক্ষাবিদরা। তাই বিষয়টি নিয়ে আর লুকোচুরি না কোরে প্রশ্নপত্র ফাঁস রোধে সরকারকে উদ্যোগ নেয়ার পরামর্শ দিলেন তারা। প্রশ্নপত্র ফাঁস নিয়ে আরটিভি’র ধারাবাহিক রিপোর্টের প্রথম পর্ব।
প্রথম পর্ব
পাবলিক পরীক্ষায় একের পর এক প্রশ্নপত্র ফাঁস করে শিক্ষা ব্যবস্থাকে কফিনে ঢুকিয়ে শেষ পেরেকগুলো ঠুকে দেয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট শিক্ষাবিদরা। ফলে, আসছে দিনগুলোতে শিক্ষা খাতে পারিবারিক বিনিয়োগ কমে যাওয়ার আশঙ্কা করছেন তারা। প্রশ্নপত্র কেলেংকারি নিয়ে আরটিভি’র ধারাবাহিক রিপোর্টের দ্বিতীয় পর্ব।
দ্বিতীয় পর্ব
সৃজনশীল শিক্ষা পদ্ধতি নিয়ে যথাযথ ধারণা নেই শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের। এতে বেড়েছে গাইড বই, কোচিং ও সাজেশন নির্ভরতা। শিক্ষকদের যথাযথ প্রশিক্ষণের অভাবেই এ পদ্ধতি এখনো জনপ্রিয় হতে পারেনি। তাই আরো প্রশিক্ষণ দেয়ার তাগিদ দিয়েছেন শিক্ষাবিদরা। শিক্ষা ব্যবস্থার নাজুক পরিস্থিতি নিয়ে আরটিভি’র ধারাবাহিক রিপোর্টের শেষ পর্ব।
শেষ পর্ব
সৌজন্যেঃ আর টিভি
Leave a Reply