PDF প্রফেসর মাসিক কারেন্টস অ্যাফেয়ার্স আগস্ট ২০২২ পিডিএফ ডাউনলোড লিংক

By bcspublic

Published on:

দেশের প্রথম ও সর্বাধিক প্রকাশিত সাধারণ জ্ঞান, ক্যারিয়ার এবং সাম্প্রতিক গুরুত্বপূর্ণ বিষয়সমৃদ্ধ মাসিক ‘প্রফেসর’স কারেন্ট অ্যাফেয়ার্স’।

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সাধারন জ্ঞান এর মাসিক পত্রিকা কারেন্ট অ্যাফেআর্স। আমরা যারা চাকুরি খুজছি বা বিভিন্ন বিশ্ববিদ্যালয় এ ভর্তি হবার জন্য পড়াশোনা নিয়ে অনেক বেস্ত, আশাকরি এই টিউনটি তাদের সকলের কাজে আসবে।

আজ আমি নেট এ ঘুরতে ঘুরতে অনেক ভাল একটা জিনিস পেলাম। আর তা হল আপনাদের একটি মজার জিনিস দিব আর তা হল কারেন্ট অ্যাফেআর্স এর পিডিএফ ভার্সন। আপনি এখান থেকে প্রতি মাসের কারেন্ট অ্যাফেআর্স ও কারেন্ট নিউজ ডাউনলোড করতে পারবেন সম্পূর্ণ বিনামুল্লে। এই ওয়েবসাইটটি সম্পূর্ণ বাংলায় এবং বিসিএস প্রস্তুতির জন্য অনেক ভাল একটি ওয়েব সাইট। আমি নিচে কারেন্ট অ্যাফেআর্স এর ডাউনলোড লিঙ্ক দিব, তার আগে একটা অপারগতা স্বীকার করে নেই, আমি কারেন্ট অ্যাফেআর্স এর সরাসরি ডাউনলোড লিঙ্ক দিতে পারছিনা কারন আমি সরাসরি লিঙ্ক খুঁজে পাইনি। যে ঠিকানা দিব সেখানে গিয়ে ডাউনলোড এ ক্লিক করলেই ডাউনলোড শুরু হবে। 

প্রফেসর মাসিক কারেন্টস অ্যাফেয়ার্স আগস্ট ২০২২ পিডিএফ লিংক এখানে।

1 thought on “PDF প্রফেসর মাসিক কারেন্টস অ্যাফেয়ার্স আগস্ট ২০২২ পিডিএফ ডাউনলোড লিংক”

Leave a Comment