![Physics](https://lekhaporabd.net/wp-content/uploads/2022/07/Physics.jpg)
স্কুলের পরীক্ষাই হোক আর বোর্ড পরীক্ষাই হোক– ভালো ফলাফল পেতে চাইলে বোর্ড প্রশ্ন এবং তার পাশাপাশি বিভিন্ন স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রশ্নপত্র সমাধান করে অনুশীলন করার বিকল্প নেই।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আ’লাইকুম। আমি জান্নাতুল ফেরদৌস। বাংলাদেশের সকল স্তরের শিক্ষার্থীদেরকে সম্মিলিত করে লেখাপড়ার প্রয়োজনীয় তথ্য সেবা নিশ্চিত করতে এবং সেইসাথে বাংলা ভাষায় শিক্ষার তথ্য ভাণ্ডারকে সমৃদ্ধ করতে এখন থেকে তোমাদের জন্য নিয়মিত বোর্ডভিত্তিক এবং বিভিন্ন শীর্ষস্থানীয় স্কুলভিত্তিক প্রশ্নপত্রের সমাধান নিয়ে হাজির হবো লেখাপড়া বিডির পাতায়, ইনশাআল্লাহ।
আজকে তোমাদের জন্য থাকছে নবম-দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ের একাদশ অধ্যায়ের উপর জ্ঞানমূলক প্রশ্নসমূহের সমাধান, যেগুলো কিনা বিগত বছরগুলোর বোর্ড প্রশ্নে এবং বিভিন্ন শীর্ষস্থানীয় স্কুলের পরীক্ষায় এসেছে। তবে আজকে অতিরিক্ত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দেওয়া হয়েছে।
পদার্থবিজ্ঞান ছাড়াও তোমাদের জন্য নিয়মিত থাকছে জীববিজ্ঞান, রসায়ন, বাংলা, ইংরেজি, গণিত ইত্যাদি বিষয়ের বোর্ডভিত্তিক এবং শীর্ষস্থানীয় স্কুলভিত্তিক প্রশ্নপত্রের সমাধান।
তাই সেরা প্রস্তুতি নিতে এবং নিজের প্রস্তুতিকে ঝালিয়ে নিয়ে সবার থেকে একধাপ এগিয়ে থাকতে চোখ রাখো লেখাপড়া বিডির পাতায়।
পদার্থবিজ্ঞান
(একাদশ অধ্যায়)
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
(১) তড়িৎ প্রবাহ কাকে বলে? [ঢা. বো. ‘১৫]
কোনো পরিবাহীর যেকোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে তড়িৎ প্রবাহ বলে।
(২) তড়িচ্চালক শক্তি কাকে বলে? [রা. বো. ‘১৫; সি. বো. ‘১৭]
পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য বজায় রাখতে তড়িৎ কোষ যে তড়িৎ বল সরবরাহ করে সেটিকে কোষের তড়িচ্চালক শক্তি বলে।
(৩) তড়িৎ শক্তি কি? [দি. বো. ‘১৫]
তড়িৎ এর কাজ করার সামর্থ্যই তড়িৎ শক্তি।
(৪) ও’মের সূত্রটি লিখ। [ঢা. বো. ‘১৯, ‘২০; য. বো.’১৫, সি. বো. ‘১৫, ‘২০; ব. বো. ‘২০; দি. বো. ‘২০]
ও’মের সূত্রটি হলো- তাপমাত্রা স্থির থাকলে কোন একটি নির্দিষ্ট পরিবাহকের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রা সে পরিবাহকের দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক।
(৫) রোধ কাকে বলে? [দি. বো. ‘১৯]
পরিবাহকের যে ধর্মের জন্য এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বিঘ্নিত হয় তাকে রোধ বলে।
(৬) আপেক্ষিক রোধ কাকে বলে? [চ. বো. ‘১৬; সি. বো. ‘১৬]
কোনো নির্দিষ্ট তাপমাত্রায় একক দৈর্ঘ্য ও একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলবিশিষ্ট কোনো পরিবাহীর রোধকে ঐ তাপমাত্রায় ঐ পরিবাহীর আপেক্ষিক রোধ বলে।
(৭) তড়িৎ বর্তনী কি? [ঢা. বো. ‘১৭; চ. বো. ‘১৭]
তড়িৎ বর্তনী হলো- তড়িৎ চলার সম্পূর্ণ পথ।
(৮) তুল্য রোধ কাকে বলে? [রা. বো. ‘২০]
রোদের কোনো সন্নিবেশের পরিবর্তে যে একটি মাত্র রোধ ব্যবহার করলে বর্তনীর প্রবাহমাত্রা ও বিভব পার্থক্যের কোনো পরিবর্তন হয় না, তাকে ঐ (৯) সন্নিবেশের তুল্যরোধ বলে।
(৯) তড়িৎ ক্ষমতা কাকে বলে? [চ. বো. ‘২০; ব. বো. ‘১৫]
কোনো বৈদ্যুতিক যন্ত্রে তড়িৎশক্তিকে অন্যান্য শক্তিতে রূপান্তরিত করার হারকে ঐ যন্ত্রের তড়িৎ ক্ষমতা বলে।
(১০) আধান কী? (য. বো. ‘১৬)
পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণাসমূহের যেমন- ইলেকট্রন ও প্রোটনের মৌলিক ও বৈশিষ্ট্যমূলক ধর্মই চার্জ বা আধান।
(১১) তড়িৎ কোষ কী?
রাসায়নিক ক্রিয়ার সাহায্যে যে যন্ত্র থেকে নিরবিচ্ছিন্ন তড়িৎ প্রবাহ উৎপন্ন করা যায় তাই তড়িৎ কোষ।
(১২) তড়িৎ প্রবাহ মাত্রার এস আই একক সংজ্ঞায়িত কর। (সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ঢাকা)
তড়িৎ প্রবাহ মাত্রার এস আই একক হচ্ছে এম্পিয়ার।
এম্পিয়ার এর সংজ্ঞা নিম্নরূপ:
যে পরিমান তড়িৎ প্রবাহিত হলে 1 মিটার দূরত্বে রাখা দুটি তার প্রতি মিটার দৈর্ঘ্য 2×10^-7 নিউটন বলে পরস্পরকে আকর্ষণ করে তাকে এম্পিয়ার বলে। অ্যামিটার কাকে বলে যে যন্ত্রের সাহায্যে বর্তনী তড়িৎ প্রবাহ সরাসরি এম্পিয়ার এককে পাওয়া যায় তাকে অ্যামিটার বলে।
(১৩) অর্ধপরিবাহী কাকে বলে? (আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা; ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজ, সিলেট)
যেসকল পদার্থের তড়িৎ পরিবহন ক্ষমতা অন্তরক (অপরিবাহক) ও পরিবাহকের মাঝামাঝি এবং তাপমাত্রা বৃদ্ধি পেলে যাদের রোধ হ্রাস পায় এবং সুবিধাজনক অপদ্রব্য যোগে যাদের তড়িৎ পরিবাহকত্ব ধর্মের উল্লেখযোগ্য পরিবর্তন ঘটানো যায় তাদের অর্ধপরিবাহী বলে।
(১৪) পরিবাহক কাকে বলে? (বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, চট্টগ্রাম)
যে সকল পদার্থের মধ্য দিয়ে তড়িৎ তথা আধান সহজে চলাচল করতে পারে তাদেরকে পরিবাহক বলে।
(১৫) অন্তরক বা অপরিবাহক কি?
যে সকল পদার্থ মধ্য দিয়ে তড়িৎ আধান চলাচল করতে পারে না তারাই অন্তরক বা অপরিবাহক।
(১৬) পর্যাবৃত্ত প্রবাহ কি? (ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা)
কোনো বর্তনীর তড়িৎ প্রবাহ যদি একটি নির্দিষ্ট সময় পরপর দিক পরিবর্তন করে এবং নির্দিষ্ট সময় পরপর সর্বোচ্চ ও সর্বনিম্ন মান পাওয়া যায় তবে সেই তড়িৎ প্রবাহই পর্যায়বৃত্ত প্রবাহ।
(১৭) তড়িৎ বিভব কাকে বলে? (রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা)
অসীম দূরত্ব থেকে প্রতি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ সম্পন্ন হয় তাকে ঐ বিন্দুর তড়িৎ বিভব বলে।
(১৮) ভোল্ট মিটার কাকে বলে?
যে তড়িৎ যন্ত্রের সাহায্যে যেকোনো দুই বিন্দুর পার্থক্যের মান সরাসরি ভোল্ট এককে পাওয়া যায় তাকে ভোল্ট মিটার বলে।
(১৯) হারানো ভোল্ট কাকে বলে?
অভ্যন্তরীণ রোধ এর কারনে তড়িৎ প্রবাহ চলার সময় যে পরিমান শক্তি কোষের মধ্যে হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় তাকে হারানো ভোল্ট বলে।
(২০) রিওস্টেট কি? [আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা]
রিওস্টেট হলো সেইসব রোধক যাদের রোধের মান প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করা যায়।
(২১) পরিবর্তী রোধক কি? [ডাঃ খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম]
পরিবর্তী রোধক হল সেইসব রোধক যাদের রোধের মান প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করা যায়।
(২২) অভ্যন্তরীণ রোধ কি?
তড়িৎ কোষের ধনাত্মক ও ঋণাত্মক মেরুদ্বয়ের মধ্যকার বিভিন্ন পদার্থ তড়িৎ প্রবাহের বিপরীতে যে বাধার সৃষ্টি করে তাই অভ্যন্তরীণ রোধ।
(২৩) রোধের সমান্তরাল সন্নিবেশ কাকে বলে?
যদি কোন বর্তনীতে দুই বা ততোধিক রোধ, তড়িৎ উপকরণ বা যন্ত্র, এমনভাবে সংযুক্ত থাকে যে সবকয়টির এক প্রান্ত একটি সাধারন বিন্দুতে এবং অপর প্রান্তগুলো অপর একটি সাধারণ বিন্দুতে সংযুক্ত থাকে তাহলে সে সংযোগকে সমান্তরাল সন্নিবেশ বলে।
(২৪) 1 BOT কী?
এক কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন কোনো তড়িৎ যন্ত্র এক ঘন্টা ধরে কাজ করলে যে পরিমান তড়িৎ শক্তিকে অন্যান্য শক্তিতে রূপান্তরিত করে বা ব্যয় করে তাকে এক কিলোওয়াট ঘন্টা বা 1 BOT বলে।
(২৫) 1 kWh বলতে কী বুঝ?
এক কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন কোনো তড়িৎযন্ত্র এক ঘন্টা চললে যে পরিমান তড়িৎ শক্তিকে অন্য শক্তিতে রূপান্তরিত হয় তাই এক কিলোওয়াট ঘন্টা।
(২৬) সিস্টেম লস কী? (গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, ধানমন্ডি, ঢাকা)
বিদ্যুৎ সঞ্চালনের জন্য ব্যবহৃত তারের রোধের কারণে তড়িৎ শক্তির যে অপচয় হয় তাই সিস্টেম লস।
(২৭) নিরপেক্ষ তারের বিভব কত? (ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজ, সিলেট)
নিরপেক্ষ তারের বিভব শূন্য।
(২৮) ফিউজ কী?
বৈদ্যুতিক বর্তনীতে অধিক তড়িৎ প্রবাহ প্রতিরোধের জন্য বৈদ্যুতিক তারে যে স্বল্প দৈর্ঘ্যের চিকন তার ব্যবহার করা হয় তাই ফিউজ।
(২৯) শূন্য বিভব কী? ( বরিশাল ক্যাডেট কলেজ, বরিশাল)
কণার আধানহীন পরিবাহকের বিভব বা ভূ-সংযুক্ত কোনো আহিত পরিবাহীর বিভবই শূন্য বিভব।
(৩০) পরিবাহিতা কি? [নোয়াখালী জিলা স্কুল, নোয়াখালী]
পদার্থের যে ধর্মের জন্য এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চলে তাকে পদার্থের পরিবাহিতা বলে।
পরবর্তীতে আরও এমনসব লেখা পেতে নিয়মিত ভিজিট করো লেখাপড়া বিডি র ওয়েব সাইটে এবং অপেক্ষা করো পরবর্তী লেখার জন্য। (শীঘ্রই আসছে)
Leave a Reply