হ্যালো বীমা কমিকস প্রকাশ করলো মেটলাইফ – হ্যালো বীমা ই-বুক পিডিএফ ডাউনলোড করুন এখানে

বীমার ধারণা ও সুবিধাসমূহ সব বয়সের মানুষের মাঝে আরো সহজবোধ্য করে তুলে ধরার জন্য মেটলাইফ বাংলাদেশ হ্যালো বীমা নামে বাংলা ভাষায় একটি কমিকস প্রকাশ করেছে। বাংলাদেশের বীমা খাতের উন্নয়নে এই প্রথম এরকম একটি কমিকস বের করা হলো। এই কমিকসে প্রধান দুটি চরিত্র, মিতু ও রনি একটি মেলায় আসা দর্শকদের বীমা নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়।

কমিকসটি বিনামূল্যে ডাউনলোড ও পড়া যাবে এই লিংক-এ: https://metlifebd.online/hellobima বাংলাদেশে এখনো বিপুল জনগোষ্ঠী বীমা সুরক্ষার বাইরে আছেন এবং এর অন্যতম প্রধান কারণ হলো জীবন বীমার প্রয়োজনীয়তা সম্পর্কে অসচেতনতা কিংবা প্রচলিত নানা ভুল ধারণা। বাংলা ভাষায় এই কমিকসের মাধ্যমে জীবন বীমা সম্পর্কিত এই ধারণাসমূহ আরো সহজ করা হয়েছে যাতে সবাই বীমার মাধ্যমে একটি নিরাপদ ভবিষ্যৎ তৈরি করার সুযোগ পান ।

এ প্রসঙ্গে মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, “বাংলাদেশের সব বয়সের মানুষের জন্য বীমাকে আরো প্রাণবন্ত ও সহজ করতেই আমরা হ্যালো বীমা কমিকসটি প্রকাশ করেছি। এই কমিকসটি বীমার অনেক সুবিধা সম্পর্কে জানার আরো একটি নতুন ক্ষেত্র উন্মোচন করলো।”

Hello Bima ebook pdf Download

হ্যালো বীমা বইটির pdf ডাউনলোড করতে এখানে ক্লিক করুন





About লেখাপড়া বিডি ডেস্ক 1525 Articles
লেখাপড়া বিডি বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*