জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীদের জন্য ‪‎প্রমোশনের নিয়মাবলী‬

জাতীয় বিশ্ববিদ্যালয় নোটিশ

জাতীয় বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২-এর ৪৬ নং ধারা মোতাবেক প্রণীত ব্যাচেলর (অনার্স ) ডিগ্রি র সংশোধিত রেগুলেশন ২০০৯-২০১০ অনুসারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীদের জন্য ‪‎প্রমোশনের নিয়মাবলী‬ নিচে তুলে দেওয়া হলোঃ

এক নজরে এই পোষ্টে কি কি থাকছে দেখে নিনঃ

পাস মার্কস

৮০ মার্কস এর পরীক্ষায় পাশ মার্কস হলো ৩২। পাশ করার পর ইনকোর্সের মার্কস যোগ হবে। ইনকোর্স পরিক্ষায় পাশ মার্কস ৮ ।

জাতীয় বিশ্ববিদ্যালয় নোটিশ

অন্যান্য শর্তঃ

(১) NU এর নিয়ম অনুযায়ী ১ম বর্ষ থেকে ২য় বর্ষে প্রমোশনের জন্য কমপক্ষে ৩টা বিষয়ে পাশ করতে হবে এবং ‪‎GPA‬ = 1.75 অর্জন করতে হবে।
(২) দ্বিতীয়বর্ষ থেকে তৃতীয়বর্ষে প্রমোশনের জন্য কমপক্ষে ৩টা বিষয়ে পাশ করতে হবে এবং কমপক্ষে GPA‬ = 2.00 অর্জন করতে হবে।
(৩) তৃতীয় বর্ষ থেকে চতুর্থ বর্ষে প্রমোশনের জন্য কমপক্ষে ৪টা বিষয়ে পাশ করতে হবে এবং কমপক্ষে GPA = 2.25 অর্জন করতে হবে।

১) সকল কোর্সের ( ইনকোর্স /তত্ত্বীয় /ব্যবহারিক/ মাঠকর্ম/ মৌখিক ) পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক।

২) একাধিক বিষয়ে অনুপস্থিত থাকা যাবে না। এক্ষেত্রে শুধুমাত্র যে কোন ১টি বিষয়ে অনুপস্থিত থাকলে, বাকি অন্যান্য সব বিষয়ে পাশ করতে হবে।

→ ১ম বর্ষের সব বিষয়ে পাশ না করা পর্যন্ত ২য় বর্ষের প্রমোশন বন্ধ থাকবে। ((Only for absent students))
→ ২য় বর্ষের সব বিষয়ে পাশ না করা পর্যন্ত ৩য় বর্ষের প্রমোশন বন্ধ থাকবে। ((Only for absent students))

→ ৩য় বর্ষের সব বিষয়ে পাশ না করা পর্যন্ত ৪র্থ বর্ষের প্রমোশন বন্ধ থাকবে। ((Only for absent students))
.
★★★ Degree 13-14 হতে পরবর্তী বর্ষের ক্ষেত্রে যেকোন বিষয়ে জন্য পাশ মার্কস ৪০।
.
→ C,D গ্রেড এ, যে কোন বর্ষের ক্ষেত্রে Improvement একবার দেয়া যায়। কিন্তু যতবার Fail করবে ততবারই Improvement দিতে পারবে, তবে রেজিষ্ট্রেশনের মেয়াদের মধ্যে।
.
→ রেজিষ্ট্রেশনের মেয়াদ ৬ বছর ।
.

Other Topics‬

.
১) একের অধিক Exam এ অনুপস্থিত থাকলে ফলাফল Not-promoted আসবে।
.
২) Not- promoted হলে আপনি পরবর্তী শিক্ষাবর্ষে প্রমোশন পাবেন না ।
.
৩) Not- promoted হলে আপনার ১ বছর শিক্ষাবর্ষ নষ্ট হয়ে যাবে।
.
৪) একই শিক্ষাবর্ষে ২ বার Not-promoted হলে আপনি অনার্স কোর্সে Drop out বলে বিবেচিত হবেন ।।
.
৫) ২ বার Not-promoted এর কারণে আপনার অনার্স কোর্সটি বাতিল হয়ে যাবে।। ফলে আপনি আর জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স কোর্স করতে পারবেন না ।
.
৬) F প্রাপ্ত কোর্সের গ্রেডকে অবশ্যই কমপক্ষে D গ্রেডে উন্নীভ করতে হবে। অন্যতায় অনার্স ডিগ্রী প্রাপ্ত হবে না।

৭) যারা Not-promoted হবে, তাদের আবার আগের বর্ষে ভর্তি হয়ে পরিক্ষা দিয়ে Pass করতে হবে।
.
৮) ১,২ বা ৩ বিষয়ে ফেল করে ও যারা Pass করেছে তারা পরবর্তী বর্ষে উঠতে পারবে কিন্তু তাদেরকে ফেল করা বিষয়ে আবার Improvement পরিক্ষা দিয়ে পাশ করতে হবে।
.
৯) শুধু C, D বা F পেলে Improvement দিতে পারবে।
.
১০) Not-promoted প্রাপ্তরা C এবং D প্রাপ্ত বিষয়ে পরিক্ষায় দেয়া বাধ্যতামূলক নয় || তবে মান উন্নয়নের জন্য দিতে পারবে।
.
১১) C, D এর Improvement পরিক্ষার ফল সর্বোচ্ছ “B প্লাস” গ্রেড দেওয়া হবে।
.
১২) C,D Improvement পরিক্ষার গ্রেড় উন্নতি করতে না পারলে subject GPA আগেরটাই থাকবে।
.
১৩) F গ্রেড এর Improvement পরিক্ষার ফল সর্বোচ্ছ “B প্লাস” গ্রেড দেওয়া হবে।

Red Alert‬

  • একই শিক্ষাবর্ষে মাত্র ২ বার Not-promoted হলে, আপনার অনার্স কোর্সটি বাতিল হয়ে যাবে । ফলে আপনি আর অনার্স কোর্স করতে পারবেন না।
  • So, Clean পাস করার মনোভাব নিয়া পরীক্ষা দিবেন যাতে পরবর্তী বছর Improvement দিতে না হয়।
  • Improvement এর পড়া করতে গিয়ে যদি আপনার অন্য বর্ষের পরীক্ষা খারাপ হয় তো এর দায়ভার কেউ নিবে না।
  • Improvement এর পরীক্ষার কারণে আপনি এক রকম মানসিক চাপে ভুগবে, কারণ ইম্প্রুভের পড়া পড়বেন নাকি অন্য বর্ষের পড়া পড়বেন…
  • সিরিয়াসলি Exam দিবেন যাতে কোন বিষয়ে Fail না করেন…





Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*