“পটিয়ায় তাফসীরুল কোরআন মাহফিল বৃহস্পতিবার “

আগামী ৩১শে মার্চ ২০২২ইং রোজ বৃহস্পতিবার দুপুর” ২ ঘটিকা হতে “আযহারী সাইবার টিম বাংলাদেশ” চট্টগ্রাম পটিয়া থানা শাখার ব্যবস্থাপনায় ও শায়খ আল্লামা সৈয়্যদ হাসান আল আযহারীর আহ্বানে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় ময়দানে ” ২য় তম “তাফসীরুল কোরআন মাহফিল” অনুষ্টিত হবে।

আল্লামা সৈয়্যদ এয়ার মুহাম্মদ পেয়ারু’ ও অধ্যক্ষ শাহ খলিলুর রহমান নিজামী সভাপতিত্বে উদ্ভোধক হিসেবে উপস্থিত থাকবেন পটিয়া পৌরসভা মেয়র মুহাম্মদ আইয়ুব বাবুল ও পটিয়া গাউসিয়া কমিটির সভাপতি শহীদুল ইসলাম চৌধুরী শামীম।

১ম অধিবেশনে আহলে সুন্নাত ওয়াল জামআ’ত বাংলাদেশের কো-চেয়ারম্যান অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ অছিয়র রহমান আলকাদেরী ও ২য় অধিবেশনে আহলে সুন্নাত ওয়াল জামআ’ত বাংলাদেশের মান্যবর চেয়ারম্যান আল্লামা কাযী মঈনুদ্দীন আশরাফী মুদ্দাযিলুহুল আলী প্রধান অথিতি হিসেবে উপস্থিত থাকবেন।

প্রধান আলোচক হিসেবে তাফসীর পেশ করবেন ঢাকা মুহাম্মদপুর কাদেরিয়া তৈয়্যবিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ আল্লামা মুফতি আবুল কাশেম ফজলুল হক মুদ্দাযিলুহুল আলী।

এছাড়া তাফসীর পেশ করবেন নারায়নগঞ্জের মাওলানা অলি উল্লাহ আশেকী, আল্লামা সাইফুল আজম ববাবর আযহারী, চট্টগ্রামের সৈয়দ মুহাম্মদ মোকাররম বারী, আল্লামা জয়নাল আবেদীন কাদেরী, নারায়ণগঞ্জের আব্দুল মোস্তাফা রহিম আযহারী।

এতে আরো তকরির পেশ করবেন -সিলেটের আল্লামা এনাম রেজা, বি-বাড়িয়ার আল্লামা গোলামা রব্বানী কাসেমী, চট্টগ্রামের মাওলানা আজিজ রেজভী, মাওলানা সোলাইমান আলী রেজভী, মাওলানা সৈয়দ আহমদ রেজা কাদেরী প্রমুখ।

এতে আহলে সুন্নাত ওয়াল জামআ’ত বাংলাদেশ, গাউসিয়া কমিটি বাংলাদেশের কেন্দ্রিয় ও স্থানীয় নেতৃবৃন্দ, পীর, ওলামা-মশায়েখ, ইসলামিক স্কলার, বুদ্ধিজীবী ও সমাজ সেবক প্রমুখ উপস্থিত থাকবেন।

উক্ত তাফসীরুল কুরআন মাহফিলে দলে দলে যোগদান করে সাফল্যমণ্ডিত করার জন্যে আযহারী সাইবার টীম বাংলাদেশ পটিয়া শাখার পক্ষ থেকে আল্লামা সৈয়দ মুহাম্মদ হাসান আল-আযহারী সর্বস্থরের মুসলিম উম্মাহর প্রতি আহবান জানিয়েছেন।





About মাওলানা মুহাম্মদ বোরহান উদ্দীন 50 Articles
তিনি বর্তমানে জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা ফাযিল মাদরাসা, ষোলশহর, চট্টগ্রামে শিক্ষকতা করছেন এবং মসজিদ- এ রহমানিয়া গাউসিয়া, শীতলঝর্ণা আ/এ, অক্সিজেন, বায়েজিদ, চট্টগ্রাম-এ সম্মানিত খতিব হিসেবে নিযুক্ত আছেন। এর আগে তিনি মাদরাসা-এ তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া দরসে নেযামী, মোহরা, চট্টগ্রামে ৫ বছর শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*