Basic ইংলিস কোর্স পর্ব 5

আসসালামু আলাইকুম ।

আজকে Past Tense নিয়ে আলোচনা করব ।

Past Tense প্রধানত তিন প্রকার ।

  • Simple Past
  • Past Continuous
  • Past Perfect
  • Past Perfect Continuous

 

 Simple Past:

 Subject + past form of main verb+ exc.

 

Simple past  tense  এ বাক্য গঠন পদ্ধতি হল,

প্রথমে subject বসবে তারপরে প্রধান verb এর past form বসবে । তারপরে যদি কিছু বাকি থাকে তাই বসবে ।

Example:

  • I went to school – আমি স্কুলে গিয়েছিলাম ।
  • You worked very hard- তুমি কঠোর পরিশ্রম করতে ।
  • We worked yesterday- আমরা গতকাল কাজ করেছিলাম ।
  • He went with me- সে আমার সাথে গিয়েছিল ।
  • Did you go to Dhaka ?- তুমি কি ঢাকা গিয়েছিলে ?

 

উপরের বাক্যগুলোর বাংলা অনুবাদগুলো খেয়াল করলে দেখবে শেষ শব্দগুলোতে আছে গিয়েছিলাম, করেছিলাম, গিয়েছিল এমন । অর্থাৎ ল/লে, লাম এর উচ্চারণ বেশি দেখা যাচ্ছে । যা অতীত সময় কে নির্দেশ করছে । তাই এটা Simple past tense.

English Lerning

 Past Continuous:

 Subject+ was/were+ main verb+ing form+ exc.

 

Past Continuous tense এ বাক্য গঠন করতে হলে প্রথমে subject তারপরে was অথবা were ব্যবহার করতে হবে । যদি subject singular হয় অর্থাৎ একজন হয় তবে was আর plural হলে were হবে । সেক্ষেত্রে I,he, she এর পরে সর্বদা was বসে । You, they,we এর পরে were বসবে । তারপরে প্রধান verb এর সাথে ing যুক্ত হবে । তারপরে বাকি অংশ থাকলে বসে যাবে ।

 

Example:

 

  • I was watching tv- আমি টিভি দেখছিলাম ।
  • He was going to school- সে স্কুলে যাচ্ছিল ।
  • You were reading a book- তুমি বই পড়ছিলে ।
  • We were playing cricket- আমরা ক্রিকেট খেলছিলাম ।
  • Were they playing football ?- তারা কি ফুটবল খেলছিল ?

 

উপরের উদারহরণগুলোর সাথে বাক্যের গঠন প্রণালি মিলালে দেখবে সব কিছু মিলে যাচ্ছে । আর বাক্যের বাংলা অনুবাদ গুলোর শেষ অংশ লক্ষ্য করলে আমরা দেখব, কাজগুলো অতীত সময়ে চলমান ছিল । সুতরাং এটা Past Continuous tense .

 

আগামী পর্বে Past Tense এর বাকি অংশ  আলোচনা হবে ইনশাআল্লাহ ।

 

 





Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*