“চট্টগ্রাম জামেয়া কামিল মাদরাসায় দাখিল পরীক্ষায় ঈর্ষণীয় সাফল্যে- ৯১ জন জিপিএ ৫”

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ২০২১ খ্রি. অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা শতভাগ পাশের সাফল্য অর্জন করেছে। ২৪১ জন পরীক্ষার্থীর মধ্যে ‘এ’ প্লাস ৯১ জন, ‘এ’ ১৩১ জন, ‘এ-’ মাইনাস ১৬ জন ও বি গ্রেড- ০৩ জন।

উল্লেখ্য, ১৯৫৪ সালে মহান অলিয়ে কামিল হযরতুলহাজ্ব আল্লামা হাফেয ক্বারী সৈয়্যদ আহমদ শাহ্ সিরিকোটি (রহ.) এর হাতে প্রতিষ্ঠার পর হতে জামেয়া দেশ-জাতির উন্নয়নে ও মাযহাব-মিল্লাত প্রসারে ব্যাপক অবদান রেখে আসছে।

দেশের বৃহত্তম দ্বীনি সংস্থা আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় পরিচালিত মাদরাসাটি একাধিকবার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসাবে সরকার কর্তৃক স্বীকৃতি ও স্বর্ণ পদক অর্জন করেছে ।

অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়্যদ মুহাম্মদ অছিয়র রহমান এ সফলতার জন্য পরিচালনা পর্ষদ, শিক্ষক মন্ডলী, অভিভাবকসহ সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।





About মাওলানা মুহাম্মদ বোরহান উদ্দীন 51 Articles
তিনি বর্তমানে জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা ফাযিল মাদরাসা, ষোলশহর, চট্টগ্রামে শিক্ষকতা করছেন এবং মসজিদ- এ রহমানিয়া গাউসিয়া, শীতলঝর্ণা আ/এ, অক্সিজেন, বায়েজিদ, চট্টগ্রাম-এ সম্মানিত খতিব হিসেবে নিযুক্ত আছেন। এর আগে তিনি মাদরাসা-এ তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া দরসে নেযামী, মোহরা, চট্টগ্রামে ৫ বছর শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*