ভুলে ভরা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি)। গত ২৫ নভেম্বর ২০২১ রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো: মোরাদ হোসেন স্বাক্ষরিত বাংলা বিভাগের সহকারী অধ্যাপকের জন্য এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।
নিয়োগ বিজ্ঞপ্তিতে দেখা যায়, সম্পূর্ণ বিজ্ঞপ্তিতে প্রায় ১২ টি বানান ভুল রয়েছে। এদের মধ্যে বিজ্ঞপ্তির শুরুতেই সহকারী অধ্যাপক বানান লেখা হয়েছে সহকারি। এছাড়া মার্কশিটের স্থলে লেখা হয়েছে মার্কশীট, প্রমাণপত্র এর পরিবর্তে লেখা হয়েছে প্রমানপত্র, ডিগ্রির স্থলে লেখা হয়েছে ডিগ্রী।
এ বিষয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোঃ মোরাদ হোসেনের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি কল রিসিভ করেননি।
এ বিষয়ে বাংলা বিভাগের চেয়ারম্যান জাকিয়া সুলতানা মুক্তা বলেন, নিয়োগ বিজ্ঞপ্তির সাথে তো বিভাগ জড়িত থাকে না, এটা প্রশাসনের বিষয়। তবে প্রশাসনের উচিত এ সকল বিষয়ে সচেতন থাকা।
Leave a Reply