কবিতাঃ সহজ সরল ছেলে

By AreanAhmed96

Published on:

জীবনে চলার পথে আমি
আমার মতো চলি।
ন্যায় অন্যায় বিবেচনা
করে কথা বলি

মাঝে মধ্যে আমি মনের
কথা গুলো আঁঁকি।
আমি আমার মতো করে
লিখব যত দিন বাকি

অনেক সহজ সরল ছেলে
আমি অতি সাধারণ।
জীবন টা করিব নিজের
মতো করে ধারণ।।

খারাপ পথে চলে গেলে
কেউ করবে না বারণ।
ভুল কিছু করলে সবাই
খুঁজবে শুধু কারণ।

সহজ সরল ভাবে জীবন
টা দেব যে পার করে ।
সবার ভালোবাসা পেয়ে
যেতে চাই যে মরে।

Leave a Comment