জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষের শিক্ষার্থীদের শর্ত সাপেক্ষে ২য় বর্ষে প্রমোশন সংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এসংক্রান্ত বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মহামারী কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় ইতিমধ্যেই অনার্স ১ম বর্ষের পরীক্ষার্থীদেরকে শর্ত সাপেক্ষে ২য় বর্ষে উন্নীত ঘোষণা করা হয়েছে। কিন্তু অন্য আরও একটি বিজ্ঞপ্তি অনুযায়ী সকল পরীক্ষার্থীর অঙ্গীকারনামা জমা নিয়ে কলেজ কর্তৃপক্ষকে ১৪/০৭/২০২১ তারিখের মধ্যে উপ-পাীক্ষা নিয়ন্ত্রক, অনার্স ১ম বর্ষ শাখা, জাতীয় বিশ্ববিদ্যালয় , গাজীপুর-১৭০৪ ঠিকাণায় প্রেরণ করার জন্য অনুরোধ করা হলেও অদ্যাবধি অনেক কলেজ কর্তৃপক্ষ তা প্রেরণ করে নাই।
আরও পড়ুন: লেখাপড়া বিডির পাশাপাশি চাকরির খবর গুলো পেতে বিডি জবস এডুকেশন সাইট ভিজিট করুন।
এমতাবস্থায়, যেসকল কলেজ প্রত্যয়ন পত্র প্রেরণ করে নাই সে সকলক কলেজের পরীক্ষার্থীদের অঙ্গীকারনামা গ্রহণ এবং কলেজে সংরক্ষণ করে শুধুমাত্র অধ্যক্ষ কর্তৃক প্রত্যয়নপত্র পূরণ করে ডাকযোগে/কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আগামী ১৫/০৯/২০২১ তারিখের মধ্যে নির্ধারিত ঠিকানায় প্রেরণ করার জন্য অনুরোধ করা হয়েছে। এছাড়াও আরও বলা হয়েছে, যেসকল শিক্ষার্থী অঙ্গীকারনামা জমা দিয়েছে তাদের ২য় বর্ষে শর্ত সাপেক্ষে ভর্তি ও অনলাইনে ক্লাস শুরু করার জন্যও অনুরোধ করো হয়েছে।
Leave a Reply