জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষার ফলাফল ২০২১: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৯ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফলাফল ২০/০৭/২০২১ তারিখে প্রকাশিত হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এসংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফলাফল অনলাইনে ও এসএমএস এর মাধ্যমে শিক্ষার্থীরা জানতে পারবে। পরীক্ষার ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.nu.ac.bd অথবা www.nubd.info) থেকে জানা যাবে। এছাড়া যেকোন মােবাইলের মাধ্যমে nu<space>H4<space>Reg No (শেষের ০৭ ডিজিট) লিখে ১৬২২২ নম্বরে send করে ফলাফল জানা যাবে।
অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার রেজাল্ট ২০২১ দেখুন এখানেঃ
মােট ৬৭৬ (ছয়শত ছিয়াত্তর) টি কলেজের ২১৪,৮৪৪ (দুই লক্ষ চৌদ্দ হাজার আটশত চুয়াল্লিশ) জন পরীক্ষার্থী ৩০ টি বিষয়ে এ পরীক্ষায় অংশগ্রহণ করে। এই পরীক্ষার গড় পাশের হার ৭২% ।
প্রকাশিত ফলাফলে কোন প্রকার অসঙ্গতি বা ভুলত্রুটি পরিলক্ষিত হলে তা সংশােধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রয়েছে। উক্ত ফলাফল সম্পর্কে পরীক্ষার্থী অথবা সংশ্লিষ্ট কারাে কোন আপত্তি/অভিযােগ থাকলে তা আগামী ৩০(ত্রিশ) দিনের মধ্যে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষের মাধ্যমে প্রয়ােজনীয় কাগজপত্রাদিসহ পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর আবেদন করতে হবে। নির্ধারিত সময়ের পর কোন প্রকার আপত্তি/অভিযােগ গ্রহন করা যাবে না।
এর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফল ২২/০৯/২০১৯ তারিখে প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফলে ৩০টি অনার্স বিষয়ে ৬১৩ টি কলেজের ১৮২ টি কেন্দ্রে ১ লাখ ৮৪ হাজার ৯২৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষায় ৭৯% শিক্ষার্থী পাশ করেছিল।
Leave a Reply