২০২০-২১ শিক্ষাবর্ষে বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি আবেদনের সময়সীমা ১৫ দিন বাড়ানো হয়েছে। বেসরকারি মেডিকেল কলেজগুলোয় ভর্তির তারিখ ১ থেকে ১৫ জুন পর্যন্ত নির্ধারণ ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ৩০ জুন পর্যন্ত ভর্তি আবেদন চলবে। স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখা থেকে এ–সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২০-২১ শিক্ষাবর্ষে বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ছাত্রছাত্রী ভর্তির আবেদন গ্রহণের সময়সীমা বাড়ানো হয়েছে।
কলেজগুলো শর্ত অনুযায়ী এ বছরের মেডিকেল ভর্তি পরীক্ষার লিখিত পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে ৪০ নম্বর প্রাপ্ত বা তদূর্ধ্ব প্রাপ্ত শিক্ষার্থীরা ভর্তির আবেদন করতে পারবেন।
Leave a Reply