শিগগিরই শিক্ষাপ্রতিষ্ঠান না খোলার ইঙ্গিত শিক্ষামন্ত্রীর

শিক্ষাপ্রতিষ্ঠান শিগগিরই খুলে দেওয়া হচ্ছে না বলে ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মঙ্গলবার (১৫ জুন) কেরানীগঞ্জ জাজিরা মোহাম্মদিয়া আলীম মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে এ ইঙ্গিত দেন তিনি।   

Advertisement

বতর্মানে করোনা সংক্রমণের হার ১৩ শতাংশের বেশি উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘গত বছরের শেষে ও এ বছরের শুরুতে সংক্রমণের হার কমিয়ে আনা গিয়েছিল। করোনা সংক্রমণ এখন ঊর্ধ্বগামী। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে, ৫ শতাংশের নিচে গেলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার মতো পরিস্থিতি তৈরি হয়। কিন্তু এখন তো অনেক বেশি। সংক্রমণের যে ঊর্ধ্বগতি আপনারাই বলেন কীভাবে শিক্ষা প্রতিষ্ঠান খোলা সম্ভব!’

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সুনির্দিষ্ট সময় জানতে চাইলে তিনি বলেন, ‘এটা আমাদের কারো পক্ষে বলা সম্ভব নয়। আমরা আশা করেছিলাম, মার্চ মাসে খুলে দেবো। প্রতিদিন সিনারিও চেঞ্জ হচ্ছে। লকডাউন মানলে সংক্রমণ কমবে। আমরা তো মানছি না। আর মানছি না বলেই পরিস্থিতি বার বার খারাপের দিকে যাচ্ছে।’     

শিক্ষার্থীদের পড়াশোনা থেকে দূরে সরে না যাওয়ার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘পরীক্ষা যদি নাও হয় তাহলেও তো পরের ক্লাসে তো উঠতে হবে। তাই পড়া ছেড়ে দিলে হবে না।’

অভিভাবকেদর উদ্দেশ্যে ডা. দীপু মনি বলেন, ‘ভয়ংকর ভিডিও গেমস রয়েছে, মাদক সন্ত্রাস ও কিশোর গ্যাং রয়েছে; বাবা-মায়েরা দেখবেন, এগুলোর সঙ্গে কিশোরা যেন না জড়ায়। আপনারা এই সময়টায় সন্তানদের দিকে নজর দেওয়ার ব্যাপারে একটু বেশি গুরুত্ব দেবেন।’

শিক্ষার্থীদের টিকা দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘মেডিকেল শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়া হবে। এবার তো উপহারের ৬ লাখ টিকা এসেছে। সামনে আরও আসছে। জুন থেকে আবাসিক শিক্ষার্থীদের টিকা পাওয়ার বিষয়টা ভাবনায় রয়েছে।’

সব শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে কি-না জানতে চাইলে ডা. দীপু মনি বলেন, ‘আগে আবাসিক শিক্ষার্থীদের দিয়ে তারপর সবাইকে দেবো।’ 





About মোঃ মিলন ইসলাম 976 Articles
মোঃ মিলন ইসলাম , বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ সাইট "লেখাপড়া বিডি"র "চিফ ইডিটর" হিসেবে নিয়োজিত আছেন। এছাড়া, লেখাপড়া বিডি"র প্রতিষ্ঠাতা ও পরিচালক হিসেবে নিয়োজিত আছেন আল মামুন মুন্না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*