ন্যাশনাল পাবলিক স্পিকিং প্রতিযোগিতা বাংলা সেগমেন্টের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয় আইইউবিএটিতে

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজি’র ডিবেটিং ক্লাব ‘ডিবেটিং ফোরাম অব আইইউবিএটি’ কর্তৃক আয়োজিত ন্যাশনাল পাবলিক স্পিকিং প্রতিযোগিতার বাংলা সেগমেন্টের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত  হয়েছে। বুধবার, ৯ জুন,  রাত ৯ টায় এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে বাংলা সেগমেন্টের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত  হয়। অনুষ্ঠানটি  ডিএফআই এর অফিশিয়াল  ফেসবুক পেজ থেকে লাইভে এ  অনুষ্ঠানটি সম্প্রচার করা হয়।

প্রতিযোগিতায় অসাধারণ বক্তব্যের জন্য চ্যাম্পিয়ন খেতাব অর্জন করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মামুনুজ্জামান স্নিগ্ধ।বেসরকারী সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের অনিরুদ্ব মজুমদার হন প্রথম রানারআপ এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সুমনা আকতার জান্নাত হন দ্বিতীয় রানারআপ।প্রতিযোগিতার বিষয় ছিল “ভবিষ্যতের বাংলাদেশ”

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  অধ্যাপক ড. আব্দুর রব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ এর সহযোগী  অধ্যাপক ড. বিজয় লাল বসু। অনুষ্ঠানে আরো উপ্সছিত ছিলেন   রেজিস্ট্রার মোঃ লুতফর রহমান , ডিপার্ট্মেন্ট অফ ইংলিশ অ্যান্ড মডার্ন ল্যাংগুয়েজ এর চেয়ার , অধ্যাপক ড. মমতাজুর রহমান কো-অর্ডিনেটর,সহকারী অধ্যাপক আবু তাহের মোহাম্মদ সিরাজুল আলম এবং বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের উপ পরিচালক মোঃ আল আমীন শিকদার শিহাব।

 

এ আয়োজনেন প্রধান বিচারক ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেট অর্গানাইজেশনের সাবেক সহ সভাপতি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর এবং সময় টেলিভিশনের সিনিয়র নিউজ প্রেজেন্টার জাফর সাদিক।বিচারক প্যানেলে আরো ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাবেক কৃতি বিতার্কিক আফরোজী সাচ্চু শাহনেওয়াজ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেট অর্গানাইজেশনের সাবেক ইংলিশ ফোরাম কো-অর্ডিনেটর রিদিতা তাহসিন অদিতি।

 

সঞ্চালনায় ছিলেন ডিবেটিং ফোরাম অব আইইউবিএটি এর দপ্তর সম্পাদক আমানউল্লাহ সরকার। অনুষ্ঠানে সমাপনি বক্তব্য রাখেন  ডিবেটিং ফোরাম অব আইইউবিএটি এর কো-অর্ডিনেটর এবং বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল প্রোগ্রামের ডেপুটি ডিরেক্টর সাদেকুল ইসলাম।

উক্ত অনুষ্ঠানে ৫৫টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।





Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*