ওয়েব ডেভেলপমেন্ট নাকি গ্রাফিক্স? আমার জন্য কোনটা পারফেক্ট?

graphic design vs web design

কোনটা আমার জন্য পারফেক্ট? ওয়েব ডেভেলপমেন্ট নাকি গ্রাফিক্স ডিজাইন??

আমরা অনেকেই সঠিক সিদ্ধান্ত হীনতায় ভুগছি। আসলে আমার জন্য কোন জগৎটা পারফেক্ট হবে, কোনটা দিয়ে আমি ভালো একটা ক্যারিয়ার ডেভেলপ করতে পারবো। যাদের এই ধরনের চিন্তা থাকে তাদের জন্য আজকের এই আর্টিকেল।

ইতিমধ্যে হয়তো আপনি জেনে গেছেন বর্তমান ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে সব চেয়ে গ্রহণযোগ্যতা ও হ্যান্ডসাম ক্যারিয়ার নিয়ে দখল করে আছে যে ২টি স্ক্রিল,সেগুলো হলো ওয়েব ডেভেলপমেন্ট আর গ্রাফিক্স ডিজাইন। ২টার চাহিদা বর্তমানে টপ লেভেলে আছে।

এই দুইটির মধ্যে যে কোন একটি স্কিল অর্জন করে আপনি আপনার আনলাইন ক্যারিয়ার গঠন করতে পারেন। কিন্তু হ্যাঁ আপনি ২টা একসাথে শিখতে পারবেন না, এইগুলোর এক একটা জগৎ হিউজ পরিমাণের অপশন রয়েছে।
তাই আপনি যদি অনলাইনের ভালো একটা ক্যারিয়ার গড়তে চান তাহলে এই ২টার মধ্যে যে কোন একটা জগৎ আপনাকে বেঁছে নিতে হবে।

যে গুণগুলো থাকলে আপনি ওয়েব ডেভেলপমেন্ট জগৎ টা বেঁছে নিবেন??
আপনি চাইলেই ফ্রিল্যান্সিং এর জন্য এই জগৎ টা সিলেক্ট করতে পারেন না। আপনাকে আগে বুঝতে হবে –

এই জগৎ টা কেমন?
এই জগৎ টার কাজ কি?
বৈশ্বিক অবস্থানে এই জগৎ টার বর্তমান ও ভবিষ্যত চাহিদা কেমন?

এই সব গুলো প্রশ্নের উত্তর আপনি গুগল মামাকে জিজ্ঞেস করে খুঁজে বাহির করুন। গুগল মামা কে জিজ্ঞেস করে যদি এইসব প্রশ্নের উত্তর আপনি সঠিক ভাবে বাহির করতে পারেন তাহলে আমি বলবো আপনার জন্য ওয়েব ডেভেলপার হওয়াটা অনেকটা সহজ। কারণ, ওয়েব ডেভেলপমেন্ট হওয়ার শর্তাবলির মধ্যে গুগল সার্সিং স্ক্রিলটা ও রয়েছে।
এই জগৎ টা তে আপনাকে কোড করে করে ডিজাইন কিংবা ডাইনামিক করতে হবে একটি ওয়েবসাইটকে। কোডিং এর প্রতি আপনার হিউজ পরিমানে আগ্রহ, ভালোবাসা, নেশা থাকতে হবে।

ওয়েব ডেভেলপমেন্ট স্ক্রিল অর্জনের জন্য শিক্ষাগত যোগ্যতা কেমন প্রয়োজন?

শিক্ষাগত যোগ্যতা তেমন একটা লাগে না। আপনি টুকটাক ইংরেজি আর প্রোগ্রামিং এর জন্য গানিতিক সামান্য ধারনা থাকলেই এনাফ।

সর্বোপরি আপনাকে অনেক ধৈর্যের পরিচয় দেখাতে হবে। ধৈর্য ধরে স্টাডি করলে আপনার ক্যারিয়ার সুন্দর হবেই হবে ইনশাআল্লাহ।

যে গুণ গুলো থাকলে আপনি গ্রাফিক্স ডিজাইন জগৎ টা বেঁছে নিবেন??
বর্তমান বিশ্বে আপনি ঠিক যে দিকেই তাকাবেন একটা না একটা গ্রাফিক্সের অবদান খুঁজে পাবেনই।
আমাদের দৈনন্দিন প্রফেশনাল লাইফে যে জিনিস গুলো প্রতি নিয়ত ব্যবহার করি থাকি, যেমন-
-ব্যানার
-ফেস্টুন
-বিজনেস কার্ড
-টি-শার্ট ডিজাইন
-ঘর ডিজাইন
-লোগো ডিজিইন
-প্রোডাক্ট ইমেজ ডিজাইন
-ওয়েবসাইটে পিএসডি ফাইল ডিজাইন
-বিভিন্ন ইমেজ ডিজাইন সহ আরো হিউজ পরিমানের ক্যাটাগরি রয়েছে এই জগতে।

গ্রাফিক্স ডিজাইন শিখতে হলে আপনার কোডিং দক্ষতা প্রয়োজন হবে না।
জাস্ট ইলাষ্ট্রেটর, ফটোশপ এই জাতীয় কয়েকটা প্রোগ্রামের টুলস সম্পর্কে জ্ঞান থাকা লাগবে। ইউটিউব, গুগলে অসংখ্য ফ্রি টিউটোরিয়াল আছে,যার কারনে অনেক টা সহজ আপনার জন্য।

সর্বোপরি গ্রাফিক্স ডিজাইনার হওয়ার জন্য আপনার মধ্যে থাকতে হবে ক্রিয়েটিভ ডিজাইন দক্ষতা,মনের মাধুরি মিশিয়ে ডিজাইনকে ফুটে তুলতে পারলে এই জগৎ এ আপনার সফলতা নিশ্চিত।

কী ভাবছেন ?
ভাবাভাবি বাদ দিয়ে
এবার আপনিই সিদ্ধান্ত নিন আপনি কোন জগৎ কে দিয়ে ক্যারিয়ার গড়বেন।

আপনার মনে কোন প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন।





Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*