Advertisements
আগামী ২৪ মে থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য সকল লিখিত পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেও এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
ওই বিজ্ঞতিতে বলা হয়, দেশে করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। সকল লিখিত পরীক্ষার সংশোধিত সময়সূচি পরবর্তীতে সকলকে অবহিত করা হবে।
উল্লেখ্য যে, আগামী ২৪ মে থেকে অনুষ্ঠিতব্য অনার্স চতুর্থ বর্ষের মৌখিক পরীক্ষা অন-লাইন প্লাটফর্ম (ZOOM APPS) এর মাধ্যমে পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী অনুষ্ঠিত হবে।